নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

Obligation - অর্থাৎ বাধ্যতা বা বাধ্যবাধকতা

০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৩৮

একটা চটি গল্প দিয়া আজকের পাঠ শুরু করি।



ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর এক বিদেশি বন্ধু ভারতবর্ষে আসছে বাংলা শিখতে। বছর পাঁচেক পর বন্ধু কাথা বালিশ নিয়া রওয়ানা দিছে আবার বিদেশে ফিরা যাইব। তো বিদ্যাসাগর কারন জিজ্ঞাস করতেই বন্ধু বলল তার সব শেখা শেষ। বাংলা একেবারে ভেজে খেয়ে ফেলছে সে।

তো বিদ্যাসাগর তখন বললেন, "চল তাইলে তোমার একটা পরীক্ষা নেয়া যাক।"

তো বিদ্যাসাগর বন্ধুরে নিয়া নদীর ধারে গেলেন। দুরে একটা নৌকা দেখায়া বললেন, "ডাক দেও মাঝিরে। আমরা নদী পাড় হব।"

তো বন্ধু তখন চেচায়া মাঝিরে ডাকতেছে, "ওহে কর্নধার, তীরে তরী ভেরাও।"

মাঝি তো কিছু বুঝলই না। উল্টা সে জোরে জোরে বৈঠা চালায়ে চইলা যাইতেছে।

বিদ্যাসাগর তখন একটু মুচকি হাসি দিয়া হাক দিলেন, "মাঝি এদিকে আস। নদী পাড় হব।"

-------------------------------------------------------------------------------



ওক্কে। নিচের বাক্যগুলা খেয়াল করেন -



আমার যাওয়ার কথা বা আমাকে কাজটি করতে হয়।

আমার যাওয়ার কথা ছিল।

আমাকে লিখতে হয়েছিল।

আমাকে যেতে হবে।



বাক্যগুলার গঠন খেয়াল করেন।



প্রথম লাইনটা দিয়া একধরনের বাধ্যবাধকতা বুঝানো হইতেছে।

দ্বিতীয় লাইনটা দিয়া আমার একটা কর্তব্য ছিল বুঝাইতেছে।

এরপরের লাইনটা দিয়া আমারে একটা কাজ করতে বাধ্য করা হইছিল বোঝানো হইতেছে।

চতুর্থ লাইনা দিয়া একটু পরেই আমারে কাজ করতে হইব(তার মানে নিকট ভবিষ্যতে আমি বাধ্য কাজটা করতে) বুঝাইতেছে।



এইগুলাই হইল obligation. এইগুলারে translation করার নিয়মটাও খুব সহজ।



be/have verb + to + verb(base form)



am/is/are/was/were এইগুলা হইল be verb। কর্তা আর sense অনুযায়ী be verb ব্যবহার হয়।

যেমন: present sense এ কর্তা যদি "I" হয় তাইলে am,

he/she হইলে is,

"we/they" হইলে are।

আর past sense এ কর্তা "I/he/she" হইলে was,

"you/we/they" হইলে were ।



have/has/had হইল have verb। এইখানে have/has present sense এ, আর had past sense এ ব্যবহার হয়।

present sense এ কর্তা যদি "I" হয় তাইলে have,

"he/she" হইলে has,

"you/we/they" হইলে have।





উপরের বাক্যগুলারে translation কইরা দেই। তাইলে ধরতে পারবেন কখন be verb আর কখন have verb ব্যবহার করবেন।



আমার যাওয়ার কথা। - I am to go.

তাকে কাজটি করতে হয়। - He is to do the work.



আমার যাওয়ার কথা ছিল। - I was to go.



আমাকে লিখতে হয়েছিল। - I had to write.



আমাকে যেতে হবে। - I have to go.



আরও কয়েকটা উদাহরন দেখেন -

-- প্রতিদিন আমাকে আমার বাবার কাজে সাহায্য করতে হয়।

Everyday I am to help my father in his work.



-- আমাদেরকে এ দেশের নিয়ম মানে চলতে হয়।

We are to obey the law of this country.



-- তাকে ভাত রাধতে হয়েছিল।

She had to cook rice.



--তুমি ভুল করেছিলে। তাই তোমাকে ভুগতে হয়েছিল।

You made a mistake. So you had to suffer.



-- (আমার প্রথম ক্লাশে উপস্থিত থাকা দরকার। তাই) আমাকে সকাল সকাল যাত্রা শুরু করতে হবে।

(I need to attend the first class. So) I have to start early.



-- তাকে সেখানে যেতে হবে না বা তার সেখানে যাওয়ার দরকার নেই।

He does not have to go there.





বাধ্যবাধকতা ছাড়াও কোন পরিকল্পনা বোঝাতে be + to + verb(base form) - এই structure ব্যবহৃত হয়। যেমন -

আগামীকাল প্রেসিডেন্ট এক বক্তৃতা দেয়ার পরিকল্পনা নিয়েছেন।

The presedent is to deliver a speech tomorrow.





মোটামুটি এই হইল Obligation। কিন্তু সব নিয়ম না। তয় ঠেকার কাজ চালায়ে নেয়া যায় আরকি।















---------------------------------------------------------------------------------

এই ব্লগটি একটি সিকুয়্যেল ব্লগ। আগেরগুলো পাবেন এখানে।

আমার ইংলিশ শিখার সিকুয়্যেল ব্লগগুলার লিন্ক পেইজ

---------------------------------------------------------------------------------





মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: বাপরে মুনে হইলো ইসকুলে ক্লাস করতাছি, অখনই পিডে বেতের পিডান পর্তারে B:-)




অনেক তথ্যপুর্ন পোষ্ট ভালো লাগলো,

১০ ই নভেম্বর, ২০১২ রাত ১০:০৪

গ্রীনলাভার বলেছেন: (স্যারের রাগান্বিত ইমো) B-)) B-)) B-))

২| ১০ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:২২

আদম_ বলেছেন: প্রিয়তে থাকল।

১১ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৭

গ্রীনলাভার বলেছেন: শুধুই প্রিয়তে রাখবেন? প্রেকটিসও চালাইতে হইব সমান তালে।

৩| ১১ ই নভেম্বর, ২০১২ রাত ৩:৫১

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++

১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ৯:১৯

গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।।

৪| ১৪ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমাকেও ইংলিশ শিখিতে হইবে

i have to learn English ভাই এইডা কি বাধ্যবাধকতা :( আই দুর্বল মেলা -- ক্কইতাম পাড়ি কিন্তু লিখতাম পাড়ি না ---

মানে বাকচিত করতে গ্রামার লাগে না -- আর সেন্টেন্স পুড়া না হইলেও অসুবিধা হয় না কিন্তু লিখতে গেলে তো কলম এর সাথে যুদ্ধ করতে হয় কিতা করমু

১৪ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২৭

গ্রীনলাভার বলেছেন: জিইই ভাই। এইটা obligation.

কি যে বলমু ভাই। গ্রামার তো জানি সব মাগার চর্চা না কইরা না কইরা সব গেছি ভুইল্লা। চেষ্টা চালাইতেছি আবার সব পুনরুদ্ধারের। যা উদ্ধার করতে পারতেছি তাই আপনাগোর সাথে শেয়ারের চেষ্টা চালাইতেছি আরকি।

একটা গোপন কতা কইতাম চাই বাইজান। কাউরে কইয়েন না। সাইফুরস এর বনানী শাখায় শাহরিয়ার নামে এক বস স্পোকেনের ক্লাশ নেয়। যদি পারেন ২ মাসের ক্লাশ কইরা দেখেন। ইংলিশ রাইটিং এর বহুত উপকার হইব।

৫| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ৮:৩৬

উদাসীফাহিম বলেছেন: aro likha dekhar opekkay roilam ++++++++++++++++++

১৪ ই নভেম্বর, ২০১২ রাত ৯:০৬

গ্রীনলাভার বলেছেন: ওক্কে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.