নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

যে কথা বলিনি কাউকে - ৭ (খাওয়া-দাওয়া)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৫

ছোটবেলায় খাওয়া দাওয়া নিয়ে বেশ বাড়াবাড়ি ছিল আমার। এটা খাব না। ওটা খাব না। শুধু রুটি ছাড়া কিছু খাব না। বাটারবন, ক্রিম রোল এসব হলেও চলবে। একটু বড় হয়ে ভাতের সাথে শুধু ডাল হলেই চলবে। তিতা করলা, স্বাধহীন লা্উ, মিষ্টি গাজর এসব চলবে না। সব সময় এরকম ছোক ছোক করতাম। মা আমার খাওয়াদাওয়া নিয়ে মহা বিরক্ত।



পরে অবশ্য খাওয়া দাওয়া নিয়ে সমস্যা মিটে গিয়েছিল। মনে হত বাঁচার জন্য খেতে হবে। বিভিন্ন সবজি নিয়ে এখন আমি নিজে নিজে কিছু এক্সপেরিমেন্ট করি। এই যেমন, আমার চশ্‌মার পাওয়ার ছিল -৩। হঠাৎ করে কি মনে করে টানা ১ মাস প্রতিদিন ১ টা করে গাজর খাওয়া ধরলাম। ১ মাস পর মনে হল আমি চোখে একটু ঝাপসা দেখছি। ডাক্তারের কাছে গেলাম। পাওয়ার মেপে বললেন -১.৫। B-)



তো, অবশ্যই আমার জীবনের শ্রেষ্ঠ রান্না আমার মা করতেন। বাবা মারা যাওয়ার পর মা রান্না করা ভুলে গেলেন। ভালবাসার মানুষ হারানোর শোকের শক্তি কতটুকু এখন আমি বুঝতে পারি।



আর আমার দুজন বন্ধুর মায়ের হাতের রান্নার স্বাদ আমি কখনও ভুলবনা। আমি আক্ষরিক অর্থে তাদের বাসায় গিয়ে বসে থাকতাম খাওয়ার জন্যে। একজন বন্ধুর মা রান্না করতেন স্পাইসি খাবার। আরেকজন করতেন আমাদের সনাতন বাঙালি খাবার। যিনি স্পাইসি খাবার রান্না করতেন তিনি একবার ১লা বৈশাখে পান্তা - ইলিশ করলেন। খেয়ে আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। এরপরের কোরবানী ঈদে অবশ্য পুষিয়ে গিয়েছিল।



তো শুধু খাওয়ার লোভে বসে থাকার ভুত একদিন এক ঘটনায় সেরে গেল। স্পাইসি খাবারের লোভে এক ছুটির দিন ঠিক দুপুরে বন্ধুর বাসায় গিয়ে উপস্থিত। দুপুর বেলায় গিয়েছি তাই খেয়ে যেতে বলল। আর আমি তো এজন্যেই এসেছি ;)। ১৫ মিনিটে টেবিলে খাবার দেয়া হল। ভাত, ভুনা মাংস। খাওয়া শেষ করে বন্ধুর রুমে দরজা লাগিয়ে আরাম করে সিগারেট ধরালাম। সিগারেটে কষে দুটান দিয়ে বন্ধুকে বললাম, "দোস্ত থাক। আমি ফুটি। ভার্সিটি যাওয়া লাগব।" এরপর বন্ধু আমাকে যা বলল তার জন্য আমি ঠিক প্রস্তুত ছিলাম না। বলল, "নোয়াখাইল্যাগর মতো খাওয়া শেষে যাই যাই করস কেন?" আমার দাদার বাড়ি সত্যিই নোয়াখালী। এরজন্য বন্ধুরা ক্রিটিসাইজ করতে ছাড়তনা। কিন্তু ঐসব বন্ধুদের কথা কখনও গায়ে লাগেনি কারন তারা আমার প্রানের বন্ধু ছিলনা। এই বন্ধুটির সাথে আমার গলায় গলায় সম্পর্ক। অন্যদের সাথে সারা জীবনে আর দেখা হবে কি হবে না তা নিয়ে মাথা ঘামাই না। কিন্তু এই বন্ধুটির সাথে বিকেলে বা সন্ধ্যায় একবার আড্ডা না দিলে মনে হত কি যেন মিস করলাম। যাই হোক, আমি মনে ব্যাথা পাইনি। রাগও করিনি। কিন্তু কি যেন এক লজ্জায় আমি আর কখনও ওর বাসায় খেতে পারিনি। পরে আস্তে আস্তে আমাদের মধ্যে যোগাযোগও কমে গেল। শুধু এখানেই শেষ হয়নি। আমার মধ্যে সাইকোলজিকেল কি যেন ঘটে গেল। দাওয়াত ছাড়া হুট করে আমি কারওর বাসায় খেতে পারি না। দাওয়াত নিলেও একটু অস্থিরতা কাজ করে আমার মধ্যে। বুঝতেই পারছেন। :|



একটা সময় বেশ অল্প বেতনে চাকুরি করতাম। বিএফসি, হেলভেসিয়া এসবে ঢুকার সাহস আর সামর্থ্যের কোনটাই ছিলনা। মনে আছে, এক বিকেলে উত্তরার হেলভেসিয়ার সামনে দিয়ে যাওয়ার সময় আমি ওকে বলেছিলাম আমার বেতন যখন ১০ হাজার পাড় হবে তখন আমরা এখানে খেতে আসব।



যাই হোক, খাবার নিয়ে রাতে স্বপ্ন দেখেছেন কেউ? আমার বন্ধুরা তাদের গার্লফ্রেন্ডদের স্মৃতি মাথায় নিয়ে রাতে ঘুমুতে যায়। স্বপ্নেও হয়তো তারা থাকে। আর আমি স্বপ্ন দেখি খাবারের। আমার ইন্দোনেশিয়ান বন্ধুর ধারনা, ইচ্ছে মতো না খেতে পেয়ে আমি এখন রাতে ঘুমিয়েও খাবারের স্বপ্ন দেখি......









যে কথা বলিনি কাউকে - সিরিজ লিন্ক।





মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬

নীল-দর্পণ বলেছেন: এটা খাইনা ওটা খাইনা এই ধরনের মানুষ দেখলে আমার কষে মাইর লাগাইতে মন চায় /:)

খাবার দাবার দারুন লাগে (যদিও টুকটাক বাচবিছার আছ) ;) B-)

আপনার গাজর নিয়ে এক্সপেরিমেন্ট টা করে দেখবো কিনা ভাবছি। আমার চশমার পাওয়ার -৫.৫০ :-B

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯

গ্রীনলাভার বলেছেন: এক্সপেরিমেন্ট করে দেখুন। কিছু না কিছু রেজাল্ট আসবে।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

ভিটামিন সি বলেছেন: শুধু মাত্র হারাম ছাড়া, পটল ছাড়া আর যা সবাই খায়, আমিও তাই খাই। কচু-ঘেচু, লতা-পাতা হইলে গরুর ভুনা মাংস রেখে আগে ওইগুলা খাই । ছোট মাছ হলে তো কথাই নাই। পুইশাক আর সজনে শাক হলে তো মনে মনে বলি আমার খাওয়া শেষ হওয়ার পর যেন অন্যরা খেতে আসে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

গ্রীনলাভার বলেছেন: :-B

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

হসান বলেছেন: miss that old days... best of luck to u all time.
ar lekha to onek touching hoise..

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

গ্রীনলাভার বলেছেন: I miss u all too...

৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৭

সাদা কলো বলেছেন: খাওয়া নিয়ে স্বপ্ন আমিও দেখি, কি করুম হলে থাকি, মায়ের হাতের রান্না সেই কবে খাইছি। :( :( :( :( :( :(

১৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২

গ্রীনলাভার বলেছেন: আসেন কোলাকুলি করি। আমিও মায়ের হাতের রান্না সেই কবে খাইছি :( :(

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

তুষার বর্ষন বলেছেন: গাজরের ফর্মুলা কিন্তু ট্রাই করমু :D পাওয়াল না কমলে জরিমানা দিতে হইবো ।
আমার -0.75 । এখনো চশমা নেই নি । নিতে চাচ্ছি না :(

০২ রা মে, ২০১৩ রাত ১:৪৭

গ্রীনলাভার বলেছেন: আরেকটি বলি। নতুন গবেষনা করে বের করেছি। পেয়াজ। খুবই ভাল। কিন্তু রান্নায় ব্যবহার করা পেয়াজ পেটে গ্যাস তৈরি করে।

৬| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

কালোপরী বলেছেন: ছোট ছোট অনেক ইচ্ছে ছিল যখন ৬ ৭ হাজারের টিউশনি করতাম আর এখন বেতন প্রায় ত্রিশের কোঠায় ইনশাল্লাহ ৪০ হয়ে যাবে দু এক মাসে অথচ ইচ্ছে গুলোই মরে গেছে :)

জীবন বদলে যায়

১২ ই মে, ২০১৩ ভোর ৬:৪৬

গ্রীনলাভার বলেছেন: হুম.... বয়সের প্রতিটা দশক এক একটা মাইলফলক মনে হয় আমার কাছে। একটা করে মাইলফলক ছোবেন আর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলাবে। অতীতের অনেক চাওয়াকে তুচ্ছ মনে হবে। অথচ ঐ চাওয়াগুলো মেটাবার আশাতেই এতদূর আসা.....


(ফিলোসফার হয়ে যাচ্ছি মনে হয় :D :D ।)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.