![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
আমি যদি আরব হতাম, মদিনারই পথ।
এই পথে মোর চলে যেতেন নূর-নবী হজরত।।
পয়জার তাঁর লাগ্ত এসে আমার কঠিন বুকে,
আমি ঝর্না হয়ে গলে যেতাম অম্নি পরম সুখে।
সেই চিহ্ন বুকে পুরে
পালিয়ে যেতাম কোহ্-ই-তুরে,
(সেথা) দিবানিশি করতাম তাঁর কদ্ম জিয়ারত।।
মা ফাতেমা খেলত এসে আমার ধুলি লয়ে,
আমি পড়তাম তাঁর পা'য় লুটিয়ে ফুলের রেনু হয়ে।
হাসান হোসেন হেসে হেসে
নাচত আমার বক্ষে এসে,
চক্ষে আমার বইত নদী পেয়ে সে ন্যামত্।।
আমার বুকে পা ফেলে রে বীর আস্হাব যত
রনে যেতেন দেহে আমার আঁকি' মধুর ক্ষত।
কুল্ মুসলিম আস্ত কাবায়,
চলতে পায়ে দল্ত আমায়,
আমি চাইতাম খোদার দিদার শাফায়াৎ জিন্নত।।
- কাজী নজরুল ইসলাম।
নজরুল রচনাবলী (দশম খন্ড),
বাংলা একাডেমি।
১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৮
গ্রীনলাভার বলেছেন: নজরুলের কবিতা রকস্
২| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১১
মাহমুদুর রহমান বলেছেন:
ফাতেম (রাঃ) কে মা নয় বিবি ডাকুন কারন নবীর স্ত্রীগন আমাদের মা।আর আমাদের মায়েদের সন্তান আমাদের মা হতে পারেন না।
বিঃদ্রঃ- বিবি অর্থ সম্ভ্রান্ত মুসলমান মহিলা।
১৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬
গ্রীনলাভার বলেছেন: আমি দুঃখিত। কবি নজরুলকে আপনার মেসেজটি পৌছে দিতে পারছি না।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৯ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আবার পড়লাম।