![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
--চিঠির অংশবিশেষ--
বাবা, স্পোর্টসে একটি মেয়েকে আমার খুব ভাল লেগেছে। ওর নাম লেনা। বায়োলজিতে পড়ে। আমি ওকে মাঝে মাঝে চকলেট দিই। কিন্তু ওরা চকলেট দেয়ার ব্যপারটিকে অন্য চোখে দেখছে। স্টেফান আমাকে একদিন ধরে জিজ্ঞাসা করেছে, আমি হ্য়তো তাদের আচার-আচরনের সাথে পরিচিত নই।
এ ঘটনার পরে কদের আংকেল একদিন বিকেলে হঠাৎ বলছিলেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া তিনি ওনাকে গায়ের রং কালো দিয়েছেন, এজন্যে মে্যেরা তাকে পাত্তা দে্যনা। - হঠাৎ কেন তিনি এই অপ্রাসঙ্গিক কথা আমাকে বলেছিলেন তা আমি মনে হ্য় এখন জানি।
বাবা জানো, এখানে এতো রং-বেরং এর মানুষ, মানুষের গায়ের রং, চুলের রং এ এতো বৈচিত্র, সবাই এতো সুন্দর আর স্মার্ট - অথচ এখানে সমকামিতা আইনগত ভাবে নাগরিক অধিকার। ওদের এতো সুন্দরী মেয়ে থাকতেও ওদেরকে ছেলেদের পছন্দ নয়। লেনার গার্লফ্রেন্ড রয়েছে।
বাবা, আমার জন্য দোয়া রেখ। পরের চিঠিতে আমি তোমাকে আল্পস থেকে আনা পোষ্টকার্ড পাঠাবো।
ইতি -
তোমার প্রিয় মুসা
(বাবা, তুমি আমাকে অনেকদিন 'প্রিয় মুসা' বলে ডাক না)
--*********************************************************************--
১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
গ্রীনলাভার বলেছেন: এইতো আসলাম
আমি ভালো; আপনারা কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন? ব্লগে আজকাল দেখি না যে!