![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ত জমাট নোটখাতা
......................................
স্বপনেরা খুন হয়
এখানে
উৎসব হয় খুনিদের পাশবিক আনন্দ চিত্তে।
স্বপ্নেরা ক্ষত-বিক্ষত হয় , পিচ ঢালা পথে
নিথর অফুরন্ত কৈশোর ...
অবিকল মানুষের মত
নেকড়ের দল সবখানে...
ছোপ ছোপ রক্তের অভিশাপ,
সবুজ পথে -প্রান্তরে , বিবর্ণ সোনালি
মলিন দুঃখি বাংলা ...
অবিকল মানুষের মত , জানোয়ার ...
রক্ত চোষে, টাকার নেশায়
অবিকল মানুষের মত , নেকড়ের দল ...
খুবলে খায়, ছিন্ন-বিন্ন করে
নিঃষ্পাপ তাজা-প্রাণ ...
আসক্ত সব আসক্ত, সর্বগ্রাসি মাতাল
অর্থ-আসক্ত, অর্থ-মাতাল, অর্থ-মাতাল ...
পরিপাটি চুল, চকচকে জামা আর মুখশে
অবিকল মানুষের মত
প্রাতিষ্ঠানিক জানোয়ার ....
মানবিক বোধ, আলোর পথ বিপন্ন, বিলুপ্ত
স্বপ্নগুলো, রঙিন প্রজাপতিগুলো
পিষ্ট হয়
থাকে শুধু
নিরব, নিথর, দিয়া, করিমদের
স্বপ্ন লিখা রক্ত জমাট নোটখাতা ....
(অসংখ্য দিয়া, করিমদের স্মরণে, ৩১ জুলাই ২০১৮)
©somewhere in net ltd.