| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্টারনেটে ঘাটাঘাটি করে অনেকদিন ধরেই। কিন্তু কেন জানি না টরেন্ট জিনিসটার প্রতি আগ্রহ জন্মায় নি কখনও। আজ সকালে সার্চ দিয়ে দেখলাম, বাংলাতে অনেক ব্লগার বা টেকিরা টরেন্ট নিয়ে লেখালেখি করেছেন। সবচেয়ে ভালো লাগলো এর ডাউনলোড পদ্ধতি সম্পর্কে জেনে। পারস্পরিক শেয়ারের মাধ্যমে এভাবে সবাই যে উপকৃত হতে পারে, আইডিয়াটিই দারুণ। সব মিলিয়ে আগ্রহী হলাম।
ইউটরেন্ট ডাউনলোড করে ইনস্টল করলাম। দু'একটা সাইটেও গেলাম। কিন্তু অনেক কিছুই বুঝতে পারছি না। টরেন্ট সাইটগুলো কীভাবে কাজ করে, সে সম্পর্কে তাত্ত্বিক কথাবার্তা সামহোয়্যারইন..., টেকটিউনস, আমাদের প্রযুক্তি, প্রযুক্তি ফোরামসহ বেশ কয়েক জায়গাতেই আছে। কিন্তু নতুনরা কীভাবে টরেন্ট ফাইল ডাউনলোড করবে, এ সম্পর্কে কোথাও কোনো টিউটোরিয়াল পাই নি। আমার মনে হয়, যারা টরেন্ট ব্যবহার করছেন, তাদের কেউ এ ব্যাপারে একটি বিস্তারিত টিউটোরিয়াল দিলে অনেকেই উপকৃত হবে।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৫
অনিশ্চিত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে ইউটরেন্ট দিয়ে একটি ফাইল ডাউনলোড করছি। খুবই কম স্লো। ইউটরেন্টের ব্যাপারে কোনো সাজেশন দিতে পারেন?
২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৬
আন্ধার রাত বলেছেন: টরেন্ট সম্বন্ধে আমিও বিস্তারীত জানতে চাই, এটার প্রয়োজনীয়তার ব্যাপারেও জানতে চাই।
টেকিরা দয়া করে কীবোর্ড ধরুন।
৩|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৬
আরিফ থেকে আনা বলেছেন: ইউটরেন্ট বোগাস, বিটলর্ড ভালো লেগেছিল।
আরেকটা কথা, যে টরেন্টটা ডাওনলোড করবেন ঐটার সীড বেশী কিনা দেখে নিবেন। সীড বেশী হলে ডাওনলোড স্পীড বেশী পাবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৬
অনিশ্চিত বলেছেন: ইউটরেন্ট বোগাস! বলেন কি!
বিটলর্ডের সুবিধাটা কী জানাবেন?
৪|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৭
দুরের পাখি বলেছেন: ইউটরেন্ট না ঐটাই আসলে মাইক্রোটরেন্ট ।
৫|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৮
দুরের পাখি বলেছেন: মাইক্রোটরেন্ট ডিফল্ট সেটিংস এ আসলেই বোগাস । কিন্তু সেটিংস একটু চেন্জ কৈরা নিলেই স্পিড দেখলে আপনি তাজ্জব হয়ে যাবেন ।
৬|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২০
অনিশ্চিত বলেছেন: দুরের পাখি, আমি যেটা ডাউনলোড করছি, সেটার সিড ও লিচ ভালোই দেখলাম। এখন সেটিংস কীভাবে চেঞ্জ করবো, সেটা জানাবেন? ধন্যবাদ।
৭|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৩
দুরের পাখি বলেছেন: মাইক্রোটরেন্ট উইন্ডো ওপেন করুন
options > speed guide > connection type
connection type এ ড্রপ ডাউন মেন্যু পাবেন একটা ঐখানে সবার নিচেরটা ক্লিক করেন । ঐটা হৈল
xx/100Mbit
এরপরে একদম নিচে Use selected settings এ ক্লিক করেন কাজ শেষ ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৮
অনিশ্চিত বলেছেন: করলাম। কিন্তু স্পিড তো খুব একটা বাড়লো না। হালকা একটু বাড়লো। নাকি বন্ধ করে আবার ওপেন করতে হবে? ওখানে Current Port-এ কোন সংখ্যাটা বসাবো?
আরিফ থেকে আনা বলছেন বিটলর্ড নাকি ভালো? এ ব্যাপারে আপনি কী বলেন?
৮|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৫
দুরের পাখি বলেছেন: পোর্ট চেন্জ করার দরকার নাই । স্পিড বাড়তে একটু সময় লাগে । পিয়ার গুলার সাথে কানেকশন সেটাপ হবে । তারপর ।
আপনার ইন্টারনেট লাইন যদি ভালো হয়, তাইলে আর কিছু করতে হবে না । ইন্টারনেট লাইনই যদি স্লো হয় তাইলে আর তেমন কিছু করারও নাই ।
তাও এইটাও চেইন্জ কৈরা দেখতে পারেন । কিছুটা বাড়বে হয়ত ।
options > preference > Bit Torrent > Number of Connections >Maximum number of connected peers per torrent এর বক্সে 300 অথবা 500 লেইখা নিচের Ok তে ক্লিক
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪২
অনিশ্চিত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। দেখি কী হয়। তবে পোর্ট চেঞ্জ করে ৪৫৬৮২ দিয়েছি। ডিফল্ট কোনটা ছিলো মনে নেই। ডিফল্টটা থাকলে যদি স্পিড বাড়ে, তাহলে একটু জানান। বাদবাকি কাজগুলো আপনার পরামর্শমতো করলাম।
সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ।
৯|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৭
দুরের পাখি বলেছেন: বিটলর্ড আমি ব্যবহার করি নাই । অন্য কয়েকটা করছি । কিন্তু মাইক্রোটরেন্টের পরে আর কোনটার কথা ভাবতেও হয় নাই ।
১০|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫
দুরের পাখি বলেছেন: পোর্ট নিয়া ভাইজান আমি এক্কেবারেই অজ্ঞ । কিছু কৈতে পারতাছি না । ভ্যালিড পোর্ট যদি হয় কোনটাতেই সমস্যা না থাকারই কথা ।
১১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৬
আরিফ থেকে আনা বলেছেন: ইউটরেন্ট ইউজ করে স্পীড ঠিকমত না পেয়ে বিটলর্ডে মুভ করেছিলাম, এরপর থেকে এটাতেই আছি, স্পীড পাই অরিজিনাল স্পীডের ৬০-৭০ % !
http://www.bitlord.com/
১২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৯
আরিফ থেকে আনা বলেছেন: তবে এটা ঠিক, টরেন্ট ডাওনলোড স্পীড টরেন্ট ক্লায়েন্টের উপর নির্ভর করেনা, নির্ভর করে সীড-লীচের উপর।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৬
অনিশ্চিত বলেছেন: সিড-লিচ কোনটা ভালো - ৪/৪ নাকি ৬/১৫?
১৩|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৫
ক্যামেরাম্যান বলেছেন: টরেন্ট দিয়ে অনেক কিছু ডিউনলোড করা যায় এটা ঠিক। আমি টরেন্ট বাদ দিসি অত্যাধিক ভাইরাস আক্রমনের কারণে। সুতরাং ব্যবহারের সময় এটাও মাথাতে রাখবেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৪
অনিশ্চিত বলেছেন: এটা অবশ্য চিন্তার বিষয়!
১৪|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৯
নতুন বলেছেন: আমি উইটোরেন্ট ব্যবহার করতাছি অনেক দিন হয়...
এটাতে আমি ৪০-৬০ kb/s স্পিডও পাই যদি ভাল সিড থাকে..
ক্যামেরাম্যান @ ভালো সাইট থিকা টোরেন্ট নামাইলে সমস্যা হয় না...
যেমন axxo এর মুভি গুলি সব ডিভিডি কয়ালিটি এবং ভাইরাস বা অন্য সব সমস্যা থেকে মুক্ত...
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫
অনিশ্চিত বলেছেন: কিন্তু আমার এখানে ভালো স্পিড পাচ্ছে না। বড়জোড় ১-২ কিলোবাইট স্পিড পাই। দূরের পাখির কথানুযায়ী সেটিংস করলেও স্পিড এইরকমই। একসাথে একাধিক ফাইল ডাউনলোড করলে কি সমস্যা হয়?
১৫|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২১
নতুন বলেছেন: টোরেন্ট খুজতে http://www.torrentz.com ব্যবহার করতে পারেন
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১১
অনিশ্চিত বলেছেন: ধন্যবাদ, এটা কাজে লাগবে।
১৬|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২
আরিফ থেকে আনা বলেছেন: @নতুন, আক্সো বেটারে চেনেন নাকি? ডিভিডিরিপ মুভি জগতের গুরু মনে হয় ঐ ব্যাটা
১৭|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪২
নতুন বলেছেন: আমি চিনা না ... মাগার বেটা হাচাই বস ...
আমি ওর টোরেন্ট ছাড়া খুব বেশি নামাইনা...
১৮|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৪
নতুন বলেছেন: http://en.wikipedia.org/wiki/AXXo#Identity বেচারা উইকি তেও আছে..
১৯|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৯
অর্ন্তমুখী বলেছেন:
২০|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
ল্যাটিচুড বলেছেন: আরিফ ভাই বিটলর্ড এ গিয়া ডরাইছি। এটা ব্যাবহার সেইফ আপনি কি নিশ্চিত? নিশ্চিত হলে সাউন্ড দেন।
২১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৮
আরিফ থেকে আনা বলেছেন: হ , আমিতো এইডাই ব্যভার করতাছি দিনের পর দিন
২২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১২
রূপক বলেছেন: আমি মাইক্রোটরেন্ট দিয়ে যা পাই তাতে ভালোই চলে যায়...আর কি লাগে? ![]()
২৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৩
অনিশ্চিত বলেছেন: লিনাক্সে ইউটরেন্ট ব্যবহারের নিয়মকানুন জানা আছে কারও?
২৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৮
মাইনাস বলেছেন: আমি তুই রাজাকার। বুজলাম নাআমার পুস্টটা মুইছা দিল। পুরা ব্যান করল।
আর এই মাইনাস নিকে একটা পোস্ট দিসিলাম নিকটাই ডিলিট কইরা দিল। মডুগ যে কি হইসে আল্লাই জানে। লগ আউট হইলে আমার কমেন্ট দিতে পারুম না। আমিত বুইঝা পাইলাম না আমি কি দোষ করছি।
আপনেরে পোস্টটা দিয়া গেলাম। শেষেরটা।
..........................
হঠাৎ থমকে গেলাম, নেই, যেখানে থাকার কথা ছিল সেখানে এখন শূন্য। শূন্যতার তীব্র আহাকার কামরে ধরে বুকের পাজর, চোখে অন্ধকার লাগে, আবারও দেখি, নাহ পোস্টটি নেই। পোস্টটি ডিলিট হয়েছে। অবাক হয়ে খুজি কি কারন থাকতে এর পেছনে। নাস্তিক, আস্তিক, প্রলয়, কোন জায়গা থেকে ডিলিট হল পোস্টটি ? আমি নাস্তিকতা ও আস্তিকতার মৌলবাদিদের সাপোর্টার নই, আমি প্রলয়েরও সাপোর্টার নই। আমি আমার দেশের সাপোর্টার। আমার দেশের জন্য যেটা ভাল হবে আমি তাই করব। সেটাকে কেও জাতীয় করন বলুক আর সব দোষ নিজের ঘাড়ে নেয়ায় বলুক আমি থোড়াই কেয়ার করি! একজন বাঙালী হিসেবে যদি আমার লজ্জা হয় প্রলয়ের অপকর্মে, তাহলে সেটা কি আমার দোষ, নাকি, সময়ের অযাচিত হস্তক্ষেপ ? আমি যদি আমার ছোট মেয়েটার জন্য ভয়ে কুকড়ে উঠি, ওর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হই, সেটাও কি আমার দোষ ? আমার বুকে আচড়ে পড়া মেয়ে যখন বিষের যন্ত্রনায় নীল হয়ে যায়, মুখ দিয়ে অনবরত ফেনা পড়তে থাকে, সেটাতে কষ্ট পাওয়াও কি আমার দোষ ? হ্যা, সেটা আমার দোষই হবে, নইলে আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্থ পিতার মেয়ের কাছে ক্ষমার চাওয়ার পোস্টটি কেন ডিলিট করবে মহাশয় দেবরা ? দেবরা ভাই নাকি এই ব্লগের মডারেটর। উনার মানুষের ফিলিংস নিয়ে কিছু যায় আসে না। চোখে ঠুলি পড়ে সামনে যা আসে সব কিছু ডিলিট করে দিয়ে তার কর্মের দক্ষতা প্রমান করে থাকেন। কোন মেয়ের নিরব আকুতি লেখার অক্ষর ভেদ করে তার কাছে পৌছায় না। কে মরল, কে বাচল, কিসে যায় আসে!
মহাশয় দেবরা, হাত জোর করে বলি, আমার লেখার প্রলয় একটা চিহ্ন ছিল মাত্র। ওখানে কোনভাবেই প্রলয়কে নিয়ে কিছু বলা হয় নি যেটা নিয়মের লংঘন হয়। লংঘন যদি খুজতে চান তবে চোখ খুলে দেখুন সারাদিন আস্তিক আর নাস্তিক দিয়ে দুই মৌলবাদি গ্রুপের মারামারি। তাদের শব্দচয়ন হয়ত আপনার কাছে অতিশয় মধুর লাগে বিধায় তাদেরকে অনায়াশে দেখা যায় ব্লগের ময়দানে। আপনি কি তাদের পোস্টগুলো পড়ে দেখেন, নাকি চোখ বুলান ? কোন অসামঞ্জস্য কি আপনার চোখে পড়ে না?
মহাশয় দেবরা , আমি অতিশয় দুঃখিত এইভাবে কথা বলার জন্য। আমার গোস্তাকি মাফ করবেন। আমি মিনতি করি, আপনার যেন কোন মেয়ে না হয়, সেই এলোচুলে যেন আপনার বুকে কোনদিন আছড়ে না পড়ে। কোনদিন যেন না বলে, "বাবা, আমাকে পুতুল কিনে দিবে, ঐ যে লাল রংএর পুতুলটা?" আপনিও মায়াময় চোখে যেন ওর দিকে তাকিয়ে না বলেন," মা। চল বাইরে যাই, তোমার জন্য পুতুলের রাজ্য কিনে দেব।"আমি মিনতি করি, স্বপ্নভংগের ব্যথায় যেন আপনাকে নীল না হয়ে উঠতে হয়!" দুলছে হাওয়ায়, না না কোন ফুল নয়......নীলাঞ্জনা গানটার কথা খুব মনে পড়ছে। জানি না এই সময় মনে পড়ে ভুল করলাম কিনা! তাও মনে পড়ছে। এ যে বাবার মন! বাবাতো কখনো পারে না তার সন্তানের ক্ষতি চাইতে? সেতো চাইতে পারে না, তার সোনামনি মেয়ে লম্পট কাপুরুষের হাতে পড়ে নিঃশ্বেষ হোক! আমি আবারও মিনতি করি, আপনার যেন এই অবস্থা দেখতে না হয়।
মহাশয় দেবরা, আমাকে যদি চিনতে না পারেন তবে আমি বলি আমি কে? আমি অন্য আরেক নিকের অধিকারী এক মানুষ , যে ছদ্মবেশে সবসময় আপনাদের পাশে পাশে ঠাকে কিন্তু মুখ দেখানোর সাহস হয় না। লজ্জায়, ঘৃনায়, পুরুষ হবার যাতনায়। হ্যা, আমি তুই রাজাকার নিক। যেই নিকের পোস্ট আপনি আজকে ডিলিট করেছেন। কি ছিল তাতে, ছিল এক পিতার ঐ স্বপ্নগুলোর কথা ও স্বপ্নভংগের হতাশায় মেয়ের কাছে অক্ষম পিতার ক্ষমা চাওয়ার কথা। হয়ত সেই অক্ষম পিতার ক্ষমা আপনের ভাল লাগে নি। হয়ত সেই মেয়ের বিবর্ণ ছবিও আপনার মনকে নাড়া দিতে পারে নি। কিন্তু কি বলব মহাশয়, ওটাই যে আমার নিয়তি। ওর থেকে ভালভাবে যে আমি মনের কষ্ট প্রকাশ করতে পারি না। আমি তো সিনেমার ডায়লগের চিৎকার করে বলতে পারি না, হে পৃথিবী আমার বুকটা চিড়ে দেখ এই কষ্ট সত্য কিনা, মৃত মেয়ে কান্নায় এই বুকটা ভারাক্রান্ত কিনা। মহাশয় মাফ করবেন, আমি সিনেমা ও ভান্ডামী শিখিনি, আজও শিখতে পারলাম না।
দোয়া করি আপনার মেয়ে হলেও যেন সে সুখি হোক!
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২১
অনিশ্চিত বলেছেন: বুঝলাম না। আপনি কি ঠিক জায়গায় কমেন্ট করেছেন?
২৫|
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
নতুন বলেছেন: ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:০৫
লেখক বলেছেন: কিন্তু আমার এখানে ভালো স্পিড পাচ্ছে না। বড়জোড় ১-২ কিলোবাইট স্পিড পাই। দূরের পাখির কথানুযায়ী সেটিংস করলেও স্পিড এইরকমই। একসাথে একাধিক ফাইল ডাউনলোড করলে কি সমস্যা হয়?
-- আমাদের দেশে স্পিড খুব কম
আমি মালেয়েশিয়াতে ৩০- ৩৫ কেবি করে পেতাম
এখন দুবাইতে ৫০- ৬০ করেও পাই...
কিন্তু টোরেন্টের স্পিড নেটের স্পিডের উপর নিভ`র করেনা... অনেক বেশি গতির নেটের লাইনেও আপনি টোরেন্টের স্পিড ভাল পাবেনা যদি তার সিড ভাল না থাকে...
খুব বেশি না দেওয়াই ভাল... ৩/৪ দিলে তো মনে হয় সমস্যা হয় না... ( মানে টোরেন্টের নামার গতি কমবেনা)
তবে আপনার ব্যাউজিং স্পিড কমিয়ে ফেলবে...
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮
অনিশ্চিত বলেছেন: ধন্যবাদ।
২৬|
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৪২
আকাশ_পাগলা বলেছেন: একটা বস জিনিসের নাম দেই।
লাইমওয়্যার প্রো।
গুগল এ সার্চ দেন। পাবেন।
চরমএর উপর সেইরকম স্পীড।
৫০-৬৫ কেবি তো প্রায়ই থাকে।
ওখানেই সার্চ বক্স আছে। সরাসরি ওখানে সার্চ দিবেন।
সবচেয়ে বড় কথা, কোন অনেক বড়ো ফাইলের ২% ডাউনলোড করে ওইটুকুর প্রিভিউ দেখতে পারবেন।এতে শিওর হতে পারবেন, এটাই আপনার আকাঙ্খিত ফাইল টা কী না।
ব্যবহার করে দেখেন, ভাল না লাগলে নাই।
১১ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৯
অনিশ্চিত বলেছেন: ধন্যবাদ, দেখছি। দেখে তারপর আপনাকে জানাবো।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১২
দুরের পাখি বলেছেন: ১ : প্রথম কাজ একটা ডাউনলোডার ডাউনলোড করা । আমার রিকমেন্ডেশন , মাইক্রো টরেন্ট ।
গুগলে ডাউনলোড মাইক্রো টরেন্ট দিয়া সার্চ করলেই পাওয়া যাবে । খুব ছোট একটা ফাইল । ঐটা ইনস্টল করেন ।
২ : মিনিনোভা, টরেন্টরিএকটর এইসব সাইটে গিয়া কি ডাউনলোড করতে চান সেইটা সার্চ করেন । ধরেন একটা মুভি ডাউনলোড করবেন । মুভির নাম দিয়া সার্চ করেন সাইটে । তারপর রিজাল্টগুলাতে দেখবনে ফাইল সাইজ, সিড , লিচ এইগুলার সংখ্যা দেয়া আছে । সাথে ফাইলের টাইপও দেয়া থাকবে । ফাইলের টাইপের উপর মুভির কোয়ালিটি নির্ভর করবে । যেটাই চয়েস করেন, সেই টাইপরে যেগুলা আছে ঐগুলার মধ্যে সিড এবং লিচের সংখ্যা যেইটার সবচে বেশি সেইটাতে ক্লিক করেন । যেই পেইজ আসবে সেইখানে ডাউনলোড দিস টরেন্ট বৈলা একটা লিংক থাকবে । ঐটাতে ক্লিক করলে টরেন্ট ফাইল ডাউনলোড হবে । সাইজ মোটামুটি ৫০ কেবির মত ।
৩ : এরপর নিজের পিসিতে এই ফাইলটার উপরে ডাবল-ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে ।
৪ : মাইক্রোটরেন্টের উইন্ডোতে গিয়া অপশন এ গিয়া কানেকশন সেটিংস চেন্জ না করলে ভালো স্পিড পাবেন না । কানেকশন এ সবচে নিচের যেইটা সেইটা সিলেক্ট করলে সবচে ভালো স্পিড পাবেন ।