![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে দেয় বড়বেশী এলোমেলো!
বাংলা সিনেমার গানে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে....জানেন নাকি?
কোরিওগ্রাফিতেও দারুন উন্নতি ঘটিয়েছে বাঙ্গাল!!!
তো চলুন দেখি নাচে গানে গানে ভরপুর কিছু গান....কথা দিচ্ছি ভাল না লেগে পারেইনা!!!
প্রথমে অনন্ত আর বর্ষা!
কেমন লাগল?চোখে পড়ার মত উন্নতি কি হয়েছে বলে মনে হয়না?
এবার শাকিব আর মিম!
অনেকেই হয়ত আগেই দেখে ফেলেছেন....আবারো দেখেন..দুয়েকটা জায়গায় শাকিবের মুখের এক্সপ্রেশন ভাল লাগে নাই.. গানটা কিন্তু ভাল ই..কি বলেন?
এবার আবার অনন্ত বস!!
অনন্তের মুভিতে অনন্তের অভিনয় হইল মুভির মাইনাস পয়েন্ট।তাছাড়া গান লোকেশন সব ই অসাম!!
এই মুভিটা এখনো মুক্তি পায়নায়....তাই প্রিন্টের এই অবস্থা!
কোরিওগ্রাফি কেমন লাগল???
এবার আবার শাকিব খান...সাথে মিষ্টি মেয়ে সাহারা!
এই গানের দৃশায়ন আমাদের দেশে এবং প্রায় বেশিরভাগ অংশই ইনডোর সেট....তারপর ও দারুন লাগল আমার।
আপনাদের কেমন লাগল? ভাল না মন্দ? মন্তব্যে জানাবেন আশা করি।
#এরকম উন্নতি সবগুলা সেক্টরে(মুভির) যেদিন হয়ে যাবে সেদিন অবশ্যই আপনি বাংলা মুভি এবং গান কে ভালো না বেসে পারবেন না।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১২ ভোর ৪:৪৯
মাহবু১৫৪ বলেছেন: ১ম টা বাদে বাকি সবই দেখা।
বেশি ভাল লেগেছে ৩ নম্বর গানটা।
০৪ ঠা এপ্রিল, ২০১২ ভোর ৪:৫২
হাবিবউল্যাহ বলেছেন: জোস সব গান হচ্ছে আজকাল আমাদের মুভিতে!
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১০:১০
মাহমুদা সোনিয়া বলেছেন: দেশী (ভাল এবং সুস্থ) পণ্য দেখে হও ধন্য!! এইটাই কথা, ভাই!!
০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১১:২৩
হাবিবউল্যাহ বলেছেন: জ্বী আপা, মাঝখানে কয়েকটি বছর ঘোর অমানিশা ছিল আমাদের চলচ্চিত্রে!
এখন এরকম গান দেখে মনটা ই ভাল হয়ে যায়!!
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১০:৪৪
দূর্যোধন বলেছেন: টাইটেলে ''সাহারা'' দেখে আতঁকে উঠেছিলাম।
যাক,নিশ্চিন্তি !
০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ১১:৩১
হাবিবউল্যাহ বলেছেন: যাক বাবা আমিও বেঁচে গেলাম...না হলে আবার ৪৮ ঘন্টার মামলায় আটকে যেতাম!!!
আনিসুল হক থেকে ভাল কিছু হওয়ার লক্ষন কিন্তু আপনার মাঝে আছে।সে নিজের আসল লাইন ছেড়ে অন্য সব লাইনে পন্ডিতি দেখাইতেছে....
আমরা চাই আপনি নিজের লাইন ঠিক রেখে অন্যান্য সব লাইনে বিচরন করবেন...
আনিসুল হক কমার্শিয়াল মুভি দেখেন না...আপনি দেখেন!!!
এ থেকেই আমরা আপনাদের পার্থক্য বুঝতে পারি
সিরিয়াস পোষ্ট চাই বস......জলদি!
৫| ০৫ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৩৬
আহমাদ জাদীদ বলেছেন: অনন্ত নিজে অভিনয় না করে, খালি প্রযোজনা করলেই অনেক নাম কামাইতে পারত.........
০৫ ই এপ্রিল, ২০১২ রাত ২:০৪
হাবিবউল্যাহ বলেছেন: হয়ত তার পরিকল্পনায় এমন কিছু থাকতে পারে.....
তবে প্রথমে সে রিস্ক নিতে চাচ্ছেনা মনে হয়!নিজে উপস্থিত থেকে কিছুটা লস মেনে নেওয়া যায়....সম্পূর্ণ আরেকজনের উপর ভরসা করে সেটা মেনে নেয়া কষ্টকর!!!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১২ রাত ৩:৪০
হাবিবউল্যাহ বলেছেন: ভাল লাগা অথবা খারাপ লাগা যাই হোক জানাইতে ডরাইয়েন্না!