![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন যাবৎ গণমাধ্যমে ভেসে অাসছে একটি বিষয় যা, বাংলাদেশ ও ভারত গরু সম্পর্ক। যার মূল অালোচ্য বিষয় হলো এই যে, ভারত বাংলাদেশের কাছে গরু বিক্রয় করতে নারাজ।ইতোমধ্যে সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছে (২ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাত সিং গরু পাচার বন্ধ করতে বিএসএফের প্রধান অাশিস মিএকে নিদের্শ দেন। সূএঃ৩১/০৮/১৫ প্রথম আলো ) তা হোক , তাতে কিছু যায় আসে না। যাদের যেটা প্রয়োজন সেটা ঠিকই জুগিয়ে নেবে। কথা এখন গরু নিয়ে নয়।
কথা হলো গরুকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ বাংলাদেশ ও ভারতে জীবিকা নির্ভর করত তাদের অবস্তা এখন কি হবে? গরু বাচাতে গিয়ে এখন মনুষ্যসমাজ হুমকির মুখে। হুমকির মুখে এই কারনে (গরু ব্যবসায় ধস নামায় এর সঙ্গে জড়িত ব্যক্তিরা এখন ফেনসিডিল ব্যবসা, মানব পাচারসহ বিভিন্ন ধরণের অবৈধ কাজে জড়িত হচ্ছে । সূএ: ৩১/০৯/১৫. প্রথম অালো) হিন্দু ধর্মে ও মুসলিম ধর্মে গরু নিয়ে কি আইন কানুন আছে তা আমি জানিনা।তবে এটা জানি যে সবকিছুর উপরে মানুষের স্থান। সম্মানিত ভারতবাসীর যে অংশ কৃষি নির্ভর তাদের কি হবে? তারা গরু মাংসের জন্য বিক্রয় করতে পারবেনা, খেতেও পারবেনা, শুধু উৎপাদন করতে পারবে। এমন এক সময় আসবে গরু ঘাসের অভাবে মানুষ খাবে, তখন তারা মাংসাশী হয়ে উঠবে। মানুষ তখন নিরামিষাশী হবে। একটি গরুর অায়ুষ্কাল গড়ে ২২-২৫ বছর। সুতরাং গরুর প্রজনন তো বন্ধ রাখা যাবেনা, জবাইও করা যাবেনা, দিন দিন শুধু বাড়তে থাকবে।তবে এই সমস্যা বন্ধ করতে হলে গরুকে জন্ম নিয়ন্ত্রণের টিকা দিতে হবে।প্রজনন বন্ধ রাখলে ভারতে গরু প্রজাতির বিলুপ্ত হবে।তখন পূজা অর্চনা নিয়ে অারেক সমস্যা। গরু নিয়ে এই ভৌগলিক বৈষম্যের ফলাফল এই যে:
১) অর্থনৈতিক সমস্যা।
২) কৃষক দুর্বিপাকে।
৩) গরু প্রজাতি হুমকির মুখে।
৪) যারা এই ব্যবসায় যুক্ত ছিল তারা ফেনসিডিল ব্যবসা, মানব পাচার সহ বিভিন্ন ধরণের অবৈধ কাজে জড়িত হচ্ছে।
৫) বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি।
৬) হিন্দু মুসলিম ধর্ম নিয়ে সংঘাত।
সুতরাং ভেবে দেখুন।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: গরু নিয়ে দেকি কুরক্ষেত্র হয়ে যাচ্চে!!!!!
হায় অন্ধত্ব! হায় বিদ্বেষ!
ধর্মান্ধতা কাকে বলে বিজেপি এইবার দেখিয়েই ছাড়বে!
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৯
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬
***মহারাজ*** বলেছেন: দারুন ব্যাখা দিয়েছেন । মনে লাগলো ।