![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২ সেপ্টেম্বর, প্রথম অালোতে অধ্যাপক আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ স্যাবের ''উচ্চ শিক্ষা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় '' লেখাটি পড়ে ভাল লাগল। মৌলিক আলোচনার মাধ্যমে তুলে ধরেছেন, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ও তার উচ্চ শিক্ষা ব্যবস্থা, তা থেকে অর্থনৈতিক অায় ও তার উপর নির্ভর করে দেশর অগ্রগতি। স্যার যেভাবে অালোচনা করেছেন, সেখানে অামার অার কিছু বলার থাকেনা। তবে এই টুকু বলতে চাই স্যার বলেছেন '' যে কারনে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় যাএা হয়েছিল, সেগুলোর মধ্যে দুটি কারণ উল্লেখযোগ্য : এক. সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে উচ্চশিক্ষার বর্ধিত চাহিদা মোটানো সম্ভব হচ্ছিল না; দুই. দ্রুত বর্ধনশীল চাহিদা পূরণে যে পরিমাণ অর্থের প্রয়োজন ছিল, সরকারের পক্ষে তা জোগান দেওয়া সম্ভব না হওয়া।" এখানে একটি বিষয় স্পট যে সরকারের ব্যর্থতা ঘোচাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। তা যাই হোক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুবাদে দেশের কোঠি কোঠি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। দেশে উচ্চশিক্ষা বাড়ছে, বেকারত্বের অবসান হচ্ছে। দেশ অগ্রগতির দিকে এগোচ্ছে। সরকারের ব্যর্থতা ঘোচাতে সরকারের ও দেশের মোটা অংকের লাভ হচ্ছে।
তবে যাদের কাধে ভর করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকার মোটা অংকের লাভ পাচ্ছে তাদের কথা কি একবার ভাবা দরকার মনে হয় না। তারা সরকারি বিশ্ববিদ্যালয়ে না পড়তে পেরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে হচ্ছে, প্রতি মাস মাস, প্রতি ক্লাস, প্রতি ক্রেডিট, অানায় আনায় ষোলো অানা করে টাকা দিতে হচ্ছে, সবাই হয়তো স্বাছন্দ পরিবারের নয়। অনেক ছাএ - ছাএী বিশ্ববিদ্যালয়ের ফি না দিতে পেরে মাঝপথে ইস্তফা দিতে হয়।কেউ কেউ পারটাইম নাইট ডিউটির জব করে উচ্চ মাপের বিশ্ববিদ্যালয়ের ফি মিটাতে হয়। অথবা বাবার ফেনশনের টাকা, নাহয় জমি বিক্রয়ের টাকা দিতে হয়।মেধা থাকা সত্বেও সীমিত আসনের সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়ে উঠে না।উচ্চমাপের ফি টা দেওয়াই যেখানে কষ্ট হয় সেখানে সরকারের আরও অর্থনৈতিক ব্যর্থতা ঘোচাতে তার উপর ভ্যাট চাপিয়ে দিচ্ছে। সরকারের অার কত ব্যর্থতার ভার তাদের নিতে হবে ? ভ্যাট না দিতে চাওয়ায় তাদের উপর সরকারি বাহিনীর বুটের আঘাত, লাঠির আঘাত, বন্দুকের অাঘাত দেওয়া হচ্ছে।
( সূএ : ১০ সেপ্টেম্বর, প্রথমঅালো.) তারা তো কোন রাজনৈতিক অথবা ব্যক্তি স্বার্থের কোন দাবী জানায় নি, তারা ভ্যাট ব্যতীত উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়, তাতে এই বাধা কেন, উচ্চশিক্ষ নিতে চাওয়ার কারনেই কি তাদের উপর এই অর্থনৈতিক পানিশমেন্ট? এই পানিশমেন্ট ব্যতীত কি সরকারের কাছে আর কোন পথ নেই অর্থনৈতিক ব্যর্থতা ঘোচাবার ? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোটা অংকের লাভ পাচ্ছে, ভ্যাট দিতে হয় তারা দিবে, ছাএ -ছাএী কেন দিবে ? সরকার শিক্ষ ব্যবস্থাটা কে কেনা- বেচার হাট বানিয়ে ফেলেছে।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: তাইতো ভাবছি ভাই, ধন্যবাদ আপনাকে।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
ইলুসন বলেছেন: ভাই, আমার একটা প্রশ্ন আছে। এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, আপনি আমি মানি বা না মানি- এরা কি ব্যবসায়ী নয়? এরা কি কারণে অকারণে নানান রকম ফির নাম করে ছাত্রছাত্রীদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে না? একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ কত টাকা ফি নিতে পারবে, এমন কোন নীতিমালা কি আছে? তারা যদি ফি বাড়িয়ে দেয়, ছাত্রছাত্রীদের কিছুই করার থাকে না। এটার বিরুদ্ধেও আন্দোলন হওয়া দরকার।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
মোঃ হাবিবুল্লাহ বলেছেন: শিক্ষার নাম করে দেশে একটা বড় রকমের লুট পাট চলছে, তা অবিলম্বেই বন্ধ করা উচিত। আপনাকে ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:১৭
শাহজাদা মারজান বলেছেন: কোন উপায় নাই ভাই
undefined