নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাব আসে; ছন্দ আসে না

হাবীব কাইউম

পোস্ট পড়িবার পূর্বে হাবীব কাইউমের ১ নম্বর ব্লগ দেখিয়া লইবেন

হাবীব কাইউম › বিস্তারিত পোস্টঃ

বই কেনার সময় শুধু বই মেলা নয়, সারাটি বছর

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১

বছরের শুরুর দিক বলে ফেব্রুয়ারিতে বরং একটু টানাটানিই থাকে মধ্যবিত্তদের। জানুয়ারিতে বাচ্চাদের স্কুলে ভর্তি, দরকারে বাসা পাল্টানো—এতে ভালো পরিমাণ টাকাই চলে যায়। এই বাড়তি টাকাগুলো যদি ধার করতে হয় তাহলে তা আবার পূরণ করতে করতে মার্চ চলে যায়। সে কারণে ফেব্রুয়ারিতে বই কেনা মধ্যবিত্তদের জন্য খুব যে সহজ তা বলা যাবে না।

তাহলে?

যে কোনো মেলারই মূল উদ্দেশ্য থাকে প্রদর্শনী; বিক্রয় নয়। সুতরাং মেলায় যাবেন বইয়ের তথ্য নিয়ে আসার জন্য। বই উল্টে-পাল্টে দেখবেন ভিতরে কী আছে। বিজ্ঞাপন দেখে তো আর বইটা কেমন তা বোঝা যায় না।

এরপর বই কিনবেন সারা বছর ধরে। অনলাইন বুকশপগুলো তো বিষয়টা একেবারেই হাতের মুঠোয় নিয়ে এসেছে।

আমার মতে একজন শিক্ষিত মানুষের প্রতি মাসে অন্তত একটা বই কেনার পরিকল্পনা থাকা উচিত। আমাদের দেশে সাধারণ মাপের বইগুলোর দাম এক-দেড়শো টাকার মধ্যেই থাকে। এ পরিমাণ টাকা খরচ করা একেবারে অসাধ্য কোনো বিষয় নয়। এবার আমার যে বই বের হয়েছে সেটার দাম মাত্র ৬০ টাকা (সুযোগ পেয়ে নিজের ঢোল একটু পিটিয়ে নিলাম)। B-)

তো, বছর জুড়ে বই কিনুন; বই কিনে জমান; বই কিনে উপহার দিন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫

শায়মা বলেছেন: ভাইয়া তোমার প্রথম ক্রেতা হতে পারিনি বটে তবে এক ডজন কিনবো দু এক দিনের মাঝেই!:)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬

হাবীব কাইউম বলেছেন: ধইন্যা ধইন্যা...

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০

শায়মা বলেছেন: :) :) :)

০৮ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৫৬

হাবীব কাইউম বলেছেন: ;)

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২

বিজন রয় বলেছেন: তো, বছর জুড়ে বই কিনুন; বই কিনে জমান; বই কিনে উপহার দিন। সহমত।

০৮ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৫৬

হাবীব কাইউম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭

শায়মা বলেছেন:


ভাইয়া দুইটা পেয়েছি ! :(

০৮ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৫৫

হাবীব কাইউম বলেছেন: কৃতজ্ঞতা। কিন্তু আপনার দেখা পেলাম না। শ খানেকের মধ্যে দশটা কি চলনসই? আমাকে একটা ফিডব্যাক দেবেন কি? আপনার মতো উৎসাহ দেয়ার মতো কাউকে যদি সার্বক্ষণিক পেতাম অনেক এগুতে পারতাম।

আপনি তো চেয়েছিলেন কবিতার বই। কবিতার বইয়ের সাহস এখনো করতে পারলাম না। নেক্সট টার্গেট উপন্যাস। যদি সুযোগ থাকে পাণ্ডুলিপি দেখে স্কোর দিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.