নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকা, শেখা।

বিক্ষিপ্ত মস্তিষ্ক

আমি অনেক কিছু ভাবি,ভাবতে ভাবতে মাথা গুলিয়ে যায়। আমি জানি আমার এই অকারণে ভাবা,অহেতুক কোন কিছু নিয়ে চিন্তা করার মাঝে কি আনন্দ!

বিক্ষিপ্ত মস্তিষ্ক › বিস্তারিত পোস্টঃ

ভয়ানক এই শিরোনাম,ব্রেকিং নিউজ

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

ভয়ানক এই শিরোনাম,ব্রেকিং নিউজ



এই শীতে হাত পা হিম হয়ে গেলে সবাই আড্ডার পাট চুকিয়ে রুম নামক অসহ্য গন্তব্যে রওয়ানা হই।এসে ফেসবুক আসক্ত হওয়ার পর্যায়কে আরো উন্নিত করতে সচেষ্ট হই।হলে থাকি তাই টি.ভি রুমে বেশী যাই না।টি.ভি রুমে যাওয়ার অনেক প্যানা সমৃদ্ধ প্যাচাল আছে।তাই এই প্যানা অভিজ্ঞতা এড়িয়ে চলার চেষ্টা করি।ফলে আমার বিনোদন,তথ্য,সংবাদ সবকিছু ইন্টারনেট নির্ভর,ফেসবুক নির্ভর।এই তথ্য,সংবাদ প্রাপ্তির জন্য দেশের প্রায় সকল টি.ভি চ্যানেল,পত্রিকার পেজ গুলোতে লাইক দিয়ে তাদের ফ্যান বাড়ানোর তাগিদ কে আরো ত্বরাণিত করেছি।কিন্তু এই পেজগুলোর,পত্রিকার ই-ভার্সন গুলোর গত কয়েকদিনের ব্রেকিং নিউজ,এইমাত্র পাওয়া,শিরোনাম আমাকে আরো হিম করে দেয়।আমি ভাবতে থাকি এই শিরোনাম কবে বন্ধ হবে।

শিরোনাম,ব্রেকিং নিউজ গুলো এ-রকম:

১. আশুলয়িার কুটুরয়িা এলাকায় একটি তরৈি পোশাক কারখানায় আগুন, নয়িন্ত্রণে কাজ করছে ফায়ার র্সাভসি।

২. রাজধানীর লালবাগ এলাকায় ডুরআিঙ্গুল লনেরে নজি বাসার আলমরিা থকেে আলাউদ্দনি নামরে এক যুবকরে মরদহে উদ্ধার।

৩. শাবিপ্রবিতে এক ছাত্র নিহত

৪. রাবি শিক্ষক খুন

৫. বাঁশখালীতে দুইপক্ষরে সংর্ঘষে একজন নহিত

৬. ছয় বছরে নিহত ৩৯ জন।



এরকম আরো অসংখ্য শিরোনাম,ব্রেকিং নিউজ আমাকে অস্থির করে।আমার হিম ধরানো প্রিয় আড্ডা দিতে ভয় হয়।দিন দিন প্রিয় হয়ে ্্উঠে রুম নামক অসহ্য গন্তব্য।

একটা পৃথিবী চাই যেখানে এই ভয়ানক শিরোনামগুলো ভুলেও কখনো টিভি মনিটর,মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে যাতে ভেসে না ্্্্উঠে।অন্তত একটা ভালোবাসার গান চাই যার কথা ভুলেও এই শিরোনাম গুলো মনে না করায়।











মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন।

ব্রেকিং নিউজ কেন ভালো খবরে হয় না!

হ্যাপি ব্লগিং :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.