![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার বনের সব পশুরা এসেছে মানুষের কাছে। তারা বললো, হে মানব সন্তান! তুমি এতো দুঃখী কেনো? আমরা তোমাকে দুঃখী দেখতে চাইনা। তুমি বলো কী তোমার ইচ্ছে। যা পূর্ন হলে তুমি আনন্দিত হবে...?
মানব সন্তান বললো..., তীক্ষ্ণ দৃষ্টি চাই আমি।
বাজ পাখি বললো..., আমার দৃষ্টি পাবে তুমি।
মানব সন্তান বললো..., সব চাইতে দ্রুত এবং শক্তিশালী হতে ইচ্ছে করে আমার।
চিতা বাঘ বললো..., তুমি আমার শক্তি পাবে।
মানব সন্তান বললো..., সব রহস্যের মূলে যেতে ইচ্ছে করে আমার।
নাগ-রাজ বললো..., সব আমি দেখাবো তোমাকে।
আর কী চাই তোমার সুখী হতে...?
মানুষটি তখন জঙ্গল ছেড়ে চলে গেল। সব পশুরা বলাবলি করতে লাগলো, এবার মানুষ সুখী হবে মনে হয়। সে এতো জেনেছে, সে এখন যা ইচ্ছে তাই করতে পারবে।
পেচা বললো..., না। আমি মানুষের চোখের ভেতরে গহীন অন্দ্বকারে ভয়াবহ এক ক্ষুধা দেখেছি। পৃথিবীর সমস্ত সম্পদ সর্ব-জ্ঞানেও সেই ক্ষুধা মেটার নয়। সে দুখী থাকবে ওই দিন পর্যন্ত, যেদিন পৃথিবী নিজে বলবে, "আমি আর পারছিনা। আমার দেয়ার আর কিছুই নেই।"
©somewhere in net ltd.