নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউটন বোমা বুজো, মানুষ বুজো না।

হাবীব আর রাহমান

আদতেই যারা নিচু; তারাই মাথাটা উঁচু করে দাঁড়াতে চায়।

হাবীব আর রাহমান › বিস্তারিত পোস্টঃ

"Change- We Can Believe In"

২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯

বারাক ওবামা। বর্তমান বিশ্বের আলোচিত ও শীর্ষ প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নিঃসন্দেহে তার অবস্থান শীর্ষে। বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট তিনি। এই কৃষ্ণাঙ্গ যুবকের এতো সু-উচ্চ স্থানে পৌছানোর পেছনের রহস্য কী, জানেন...?

একটি স্লোগান। "Change- We Can Believe In".. পরিবর্তন। শুধুই পরিবর্তন। এই change শব্দটিকে তারা এমন ভাবে modify করে মানুষের কাছে presentation করেছে, যার ফলে মানুষ তাদের প্রতি মুগ্ধ হয়ে বুকে টেনে নিতে বাধ্য হয়েছে।

এবার বলি আমার দেশের প্রার্থীদের কিছু স্লোগানের কথা।
মায়ের কোলে শিশুর ডাক,
অমুক মার্কা হয়ে যাক।
অমুক মার্কা দেখিয়া,
ভোটটা দিবেন হাসিয়া।

এইসব গাজা-খোরী স্লোগান দিয়েই আমাদের প্রার্থীরা প্রমান করে দেয়, তারা কতটা যোগ্যহীন এবং low categories এর মানুষ।

প্রার্থী হতে হবে সৃজনশীল মানষিকতার। যার body language দেখে মানুষ মুগ্ধ হবে। চলা-ফেরা দেখে মানুষ অবাক হবে। কথা-বার্তা শুনে মানুষ বুকে টেনে নিবে। আপনাকে দেখে মানুষ বলবে, আপনিই আমাদের প্রান-পুরুষ। আপনিই আমাদের যোগ্য-প্রার্থী।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:০০

উড়োজাহাজ বলেছেন: তারপরেওতো ভোট দিতে যাইবেন, নাকি?

২| ২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৬

হাবীব আর রাহমান বলেছেন: এটি ভাই সম্পুর্ন আপেক্ষিক বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.