নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিউটন বোমা বুজো, মানুষ বুজো না।

হাবীব আর রাহমান

আদতেই যারা নিচু; তারাই মাথাটা উঁচু করে দাঁড়াতে চায়।

হাবীব আর রাহমান › বিস্তারিত পোস্টঃ

জোস্না এবং আমাবস্যা।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

চাঁদটা আজ এতো হাসছে কেনো? পুকুর ঘাটে বসে ভাবছি, কিন্তু কোনো কারন খুজে পাচ্ছিনা। কনক্রিটের পুকুর ঘাটে বসে আছি। পাশে কেউ নেই, আমিই কাউকে থাকতে দিইনা। রুপালী জোস্না আলো আমার নাকের গন্ডি ছুঁয়ে যাচ্ছে। লক্ষ মাইল পাড়ি দিয়ে চাঁদের আবছা আলো যখন পুকুরের মিঠা পানিতে এসে পড়ছে, তখন জলরাশি গুলো আমার কাল্পনিক লজ্জিতা বালিকার ঠোটের কোণঘেঁষা হাসির মত চিকচিক করছে। উফ! কী অনবদ্য প্রকৃতি। পুকুরের ওপারে ঘন বাঁশ ঝাড়। ইয়া লম্বাকৃতির বাঁশ গুলো। বাঁশের ঠিক মাথার উপর ভর করেছে চাঁদটি। আবিষ্কার করলাম আমায় দেখেই হাসছে সে।

আর হাসিছনা, এবার ক্ষ্যামা দে! আমায় একটু একা থাকতে দে। তুই সরে গিয়ে কালো আমাবস্যা নামিয়ে দে। এখন আর আলো ভালো লাগেনা। কালো ছুঁতে ইচ্ছে করে। কালো দিয়েই রাঙাতে ইচ্ছে করে চারিদিক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

সুমন কর বলেছেন: পোস্ট ২বার এসেছে। একটি মুছে ফেলুন।

আরো একটু লেখতে পারতেন।

২| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৫৬

কানিজ রিনা বলেছেন: আপনি সৃষ্টির সেরা জ্বীনমানু আপনার অনেক
চোখ আছে। তাই অনেক আলো আর দরকার।
নাই। অন্ধাকারই ভাল চোখ গুল কাজে লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.