নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশের জন্য কিছু করো

হাবিবুললাহ

শাঢারোন েকজোন বাংালি

হাবিবুললাহ › বিস্তারিত পোস্টঃ

ব্ল্যাক-টি দূরে রাখে ক্যান্সারকে..

১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৪

ব্ল্যাক-টি দেহের মৃত কোষ এবং ক্যান্সারের কোষগুলো ধ্বংস করতে সাহায্য করে।

দুটি পৃথক গবেষণায় দেখা গেছে, গ্রিন এবং ব্ল্যাক-টি তে পাঁচ ধরনের সবজি এবং দুটি আপেলের সমপরিসাণ পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট। যা দেহের ক্ষতিকর অনুগুলো বিরুদ্ধে লড়ে এবং ক্যান্সার সৃষ্টিকারী সেইসব অণু ও কোষগুলোতে ধ্বংস করে। তাই গবেষকরা পরামর্শ দিয়েছেন, যদি ক্যান্সার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চান তাহলে প্রতিদিন দুই কাপ ব্ল্যাক-টি খাওয়া যেতে পারে।

আমেরিকায় একটি গবেষণায় দেখা গেছে, ব্ল্যাক-টি এবং ওলং চাইনিজ-টি তে theaflavin-2(TF-2) নামে একটি উপাদান রয়েছে, যা ক্যান্সারের প্রতিরোধক হিসেবে ভালো কাজ করে। এই উপাদনটি খুব কম পানীয় এবং খাবারেই পাওয়া যায়।

ভারতের একদল গবষেকের পরিচালিত অপর এক গবেষণায় দেখা গেছে, গ্রিন এবং ব্ল্যাক-টি অনেকাংশে কমায় ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি।

এই দুই গবেষণার সম্মিলিত ফলাফল হিসেবে লেখা একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্ল্যাক-টি সব ধরনের ক্যান্সারের ঝুঁকি কমায় ৭৭ থেকে ৯২ শতাংশ।

এর ওপর এখনো আরো বিস্তারিত গবেষণা চলছে ‘ডেইলি এক্সপ্রেস’কে জানিয়েছে ‘টি অ্যাডভাইজরি প্যানেল’র প্রধান ড. টম বন্ড।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: এখন কিন্তু ব্রেসট ক্যান্সারে আক্রান্ত ও সিসট পাওয়া গেছে এমন রোগীকে চা খেতে নিষেধ করে অঙ্কলজিসটরা। সম্ভবত ক্যাফেনের উপদ্রবের জন্য প্রয়োগকৃত ওষুধে বিক্রিয়া করে বলে হয়ত। যাদের শরীরে এই উপস্থিতি তাদের জন্য চা খুব উপকারি তবে চিনি দুধ ছাড়া কারন চিনি ও দুধ চায়ের উপযোগিতাকে নষ্ট করে।

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৯

শাহ আজিজ বলেছেন: ##যাদের শরীরে এই উপস্থিতি নেই## পড়তে হবে ।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

কলমের কালি শেষ বলেছেন: উপকারি পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.