![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
২৫ মার্চ রাতে রাধজধানীর একটি কফি-শপে মুখোমুখি টেবিলে বসে আছি আমি আর আমাদের তারাকা ক্রিকেটার সাকিব আল হাসান।
ছোট ছোট শিশুরা সাকিবের সাথে ছবি তোলার জন্য ছুটে আসছে। সাকিব তাদেরকে কোলে নিয়ে সুন্দর সুন্দর পোজ দিচ্ছেন।
আমি মুগ্ধ হয়ে দৃশ্যটি উপভোগ করলাম বেশ কিছু সময় ধরে।
বেশ উপভোগ্য দৃশ্য বটে।
শিশুদের বাবা-মা সাকিব কে দেখিয়ে বলেন, "ঐ যে দেখ দেখ আমাদের সাকিব আল হাসান।"
এই শিশুরা ক্রিকেট না বুঝলেও সাকিব আল হাসানকে চেনে।
...এক ফাঁকে দৌড়ে ছুটে এলো চার-পাঁচ সদস্যের একটি পাকিস্তানি পরিবার। পাকিস্তানি মা উর্দুতে শিশু কণ্যাকে সাকিব আল হাসান সম্পর্কে খানিক বিবৃতি দিলেন....। তারপর মেয়েটিকে সাকিবের কোলে তুলে দিয়ে ফটাফট ছবি তুলতে শুরু করলেন।
সাকিব হাসিমুখে শিশুটিকে কোলে নিয়ে ছবির পোজ দিলেন।
...ইহাই স্বাধীনতার স্বাদ।
'৭১ এর যে ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি হায়েনার দল ‘অপারেশন সার্চ লাইট'-এর নামে অস্ত্রসস্ত্র নিয়ে হামলে পড়েছিল নিরীহ বাঙালির উপর। হামলে পড়েছিল নারী ও শিশুদের উপর।.......
ঠিক সেই ২৫ মার্চের এক রাতেই ছবি তোলার জন্য কোন এক বাঙালি সন্তানের কোলে নিজ শিশু সন্তানকে তুলে দিলেন এক পাকিস্তানি মা।
আমাদের বাঙালি সন্তান হাসি মুখে ঐ পাকিস্তানি-শিশুটির সাথে ছবির পোজ দিলেন। ঐ মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলেন।
ইহাই বর্বর পাকিস্তানিদের সাথে আমাদের পার্থক্য।
সাকিবের জায়গায় যদি সেখানে মুশফিক কিংবা মাশরাফি থাকতেন তবে ঠিক একই দৃশ্যের অবতারাণা হতো বলে আমার বিশ্বাস।....
...যারা বলেন দেশ স্বাধীন করে কী পেলাম আমরা। এই লেখাটি তাদেরই জন্য....
৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৩
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: যাও এগিয়ে বাংলাদেশ...
২| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৬
শতদ্রু একটি নদী... বলেছেন:
ভাল্লাগছে।
পাওয়ার হিসাবের শেষ যেমন নাই, আরো কি কি পাওয়ার ছিল সেই হিসাবেরও শেষ নাই।
দেশ যদি সাম্যের ভিত্তিতে চলতো তাইলে ভারত, পাকিস্তান এমনকি উগান্ডা নাইজেরিয়া যেই নামেই থাকতামনা ক্যান সব একই কথা। এমনকি দুনিয়াতেই আলাদা আলাদা দেশের দরকার নাই। কিন্তু সৌভাগ্যের বিষয় দুনিয়ার মানুষগুলাই এমন হইতে দেয়না, আর তাই দুই শতাধিক দেশ এই পৃথিবীতে বর্তমান। আর তাই ফুটবল, ক্রিকেট এইসবে নানা দেশ অংশ নেয়। আলাদ আলাদা দেশ না হইলে তখন মজাটাই নাই হইয়া যাইতো এইসবের। খুবই খারাপ হইতোরে ভাই, খুবই খারাপ হইতো।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৫
আবদুর রব শরীফ বলেছেন: আমার দৃষ্টিতে স্বাধীনতা Click This Link
এর মাঝে ও অনেক কিছু পেয়েছি তা অস্বীকার করার অবকাশ নেই ৷ যাও এগিয়ে আমার আমাদের বাংলাদেশ ৷