![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
ছোটবেলায় দেখতাম, গ্রামে আমাদের মতো যারা দুর্বল পরিবার ছিল। পাশের বাড়ির ছেলে-পেলেরা নানান ছুতো ধরে দৌড়ে আমাদের ঘরে ঢুকে ল্যাং মেরে যেত।
আমরা ল্যাং খেয়ে মাটিতে লুটিয়ে পড়তাম। জলভরা চোখে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়তাম। আর বলতাম, "আল্লাহ তোমাদের বিচার করবো।"
এটিই দুর্বলের সবচে' বড় অভিশাপ। তাছাড়া কিছুই করার ছিল না আমাদের। বাড়ির মাতবর চাচা বলতেন, "ওরা অনেক ক্ষমতাধর একটু আধটু ল্যাং খেলে কিছু হয় না!"
গ্রামের মোড়ল বলতেন, "দোষ মিয়া তোমাদেরই। তোমরা ওদের পায়ে পাড়া দিয়ে লাগতে যাও কেন?" উল্টো আমাদেরই শাসাতেন মোড়ল। তারপর শান্তনা স্বরূপ বলতেন "আচ্ছা দেখি, কী করা যায়!"
ঐ দেখা পর্যন্তই শেষ।
আজ দুপুরে জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে ঢুকে স্থানীয় বাসিন্দাদের ওপর একেবারে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গুলি চালিয়েছে বিএসএফ। পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের কয়েকজন যুবক পুকুরে মাছ ধরতে যান। সেই মাছ ধরাকে কেন্দ্র করে খানিক বাক-বিতণ্ডার জের ধরে ২৫ / ৩০ জন বিএসএফ সদস্য বাংলাদেশের পাঁচ-ছয়শ’ গজ অভ্যন্তরের পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে ঢোকেন। তাঁরা সেখানে কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। কয়েকজনকে মারপিট করে বীর দর্পে চলে যান।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরটি পড়ার পর আমার ছোটবেলার সেই ল্যাং খাওয়ার কথা মনে পড়ে গেল। হাড় কাঁপানো একটা দীর্ঘ নিঃশ্বাস বেড়িয়ে এলো বুকের গভীর থেকে।
আমারা দুর্বল। আর দুর্বলদের পরে পরে মার খাওয়াটাই তো স্বাভাবিক.....
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: যত দিন দেহে থাকবে প্রাণ...
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫
এফেমেরাল ইটার্নিটি বলেছেন: কুকুরের মতো ধিকৃত হয়ে বেঁচে থাকার চেয়ে যুদ্ধ করে ধ্বংস হয়ে যাওয়াও বোধয় শ্রেয়!
অন্তত মৃত্যুটা সম্মানের হয় তাতে। আমাদের দেশের সরকারেরা রাজনৈতিক কারনে পাশের দেশ নিয়ে বন্ধু/শত্রুভাপন্ন ভাব প্রকাশ করলেও আদতে কর্মকান্ডে কোন পার্থক্যই দেখা যায়না তাদের। সবাই পা চাটতে পছন্দ করি আমরা। কেউ কেউ তো চেটে হাড্ডি বের করে ফেলার উপক্রমও করি!!!
যুদ্ধ চাই!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ...
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
গেম চেঞ্জার বলেছেন: যুদ্ধ চাই না । সমৃদ্ধি চাই । আবিষ্কার চাই । হোক না ধীরে ধীরে । একেবারে বাপের নাম ভুলিয়ে দেব ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ভালো বলেছেন গেম চেঞ্জার ভাই.. ধন্যবাদ। একদনি হয়তো সত্যিই বাপের নাম ভুলিয়ে দিতে পারবো আমরা...
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩০
মোহাম্মদ জামিল বলেছেন: লেখালেখি করে কিছু হয়। ছোট বেলা থেকে শুনে এসেছি কলম অনেক শক্তিশালী। বাংলাদেশের ক্ষেত্রে এ তথ্য ভুয়া.....
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০২
জাহাজ ব্যাপারী বলেছেন: ইণ্ডিয়ান বন্ধুত্ব আর মৈত্রীর উপহার।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৪
প্রামানিক বলেছেন: আর কত দেখবো এসব ঘটনা।