নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

জবাই দেবার আগেই যেন শত সহস্রবার অসহায় এই প্রাণিগুলোকে জবাই করে চলছি আমরা....

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

জল-কাদায় একাকার পুরো বাজার। পানির ভেতর দাঁড়িয়ে আছে সারি সারি গরু। নরাচড়ার জো নেই। আব্বা আর আমি হাঁটছি বাজারের ভেতরের রাস্তা ধরে। জল আর কাদার ভেতর চুপচাপ দাঁড়িয়ে আছে রঙ-বেরঙের গরু।

একটু পর পর আব্বা বলছেন, "আহ হা রে কি কষ্ট বোবা প্রাণিগুলার!"

ধব ধবে সাদা রঙের একটা গরুর চেখের দিকে তাকাতেই চোখ আটকে গেল আমাদের। দু'চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে গরুটির।

দেখে বেশ মায় হলো। কাছে গিয়ে দাঁড়ালাম। মনে হলো যেন চোখ তুলে একটি বারের জন্য তাকালো আমাদের দিকে। তারপরই আবার অভিমানীর মতো করে মাথা নামিয়ে নিলো।

আব্বা মাথায় হাত বুলিয়ে বললেন, "থাক কান্দিস না। আর কান্দিস না।" তারপর পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে খুব যতনে চোখ দুটো মুছে দিতে দিতে বললেন, "আহ হা রে কষ্টের কথা কাউ রে বলতে না পাইরা কানতাছে।"

এবার বাজারে ঢুকে বোবা প্রাণিগুলোর বর্ণনাতীত কষ্ট দেখে সত্যিই খুব খারাপ লেগেছে। ঘণ্টার পর ঘণ্টা ট্রাকে বহন করে এনে তারপর আবার এই আধা হাত কাদা-জলের ভেতর নামিয়ে দেয়া হচ্ছে।

জবাই দেবার আগেই যেন শত সহস্রবার অসহায় এই প্রাণিগুলোকে জবাই করে চলছি আমরা।

আকার ভেদে একেকটি হাঁট থেকে ইজারাদাররগণ চার থেকে পাঁচ দিনে এক থেকে দেড় কোটি টাকা লাভ গুনে ঘরে ফিরেন। ইজারা দেবার আগে তাদেরকে এমন একটি শর্ত দেয়া যেতে পারে যে, মেঘ বৃষ্টিতে অসহায় এই প্রাণিগুলোর যাতে কোন কষ্ট না হয়। সেভাবে হাঁটকে প্রস্তুত করতে হবে। তার জন্য হয়তো বাড়তি কিছু টাকা খরচ হবে তাদের।

আশা করি আগামী বছর এরূপ অসহায় দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকাবে না গরুগুলো। দারুণ কষ্টে কোন গরুর চোখ বেয়ে জলও গড়িয়ে পড়বে না.....।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: দুঃখের ব্যাপার হচ্ছে এভাবে কেউ ভাবে না। সবাই শুধু প্রতিযোগিতায় মত্ত কারটা বেশি দামী... কোরবানীর মূলকথা কখনই এটা না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ হাসান মাহবুব ভাই। আমাদের মনে হয় ভাবা দরকার...।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০

মিয়াদাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। খুব ভাল চিন্তা। কিন্তু আমাদের দেশে যেখানে মানবতার দিনে শতবার অপমৃত্যু হয়। সেখানে এসব পশুর কষ্ট দেখার লোক কোথায় ? পশুগুলোর সত্যিই খুব কষ্ট হয়।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.