নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

রয়েলেটির টাকার গন্ধের চে\' প্রিয় গন্ধ পৃথিবীতে আর নেই...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

গতকাল গেল বছর বিক্রিত বইয়ের রয়েলিটির টাকা পেলাম। লেখকের জন্য এটি কতো বড় আনন্দের তা ভাষায় প্রকাশ করা যাবে না।

আজ থেকে এক যুগ আগে দৈনিক ইত্তেফাক থেকে প্রথম যখন লেখার বিল পেলাম। টাকাগুলো হাতে নিয়ে বেশ কিছু সময় নেড়েচেড়ে দেখলাম। গন্ধ শুকলাম। আঁশটে মাছের গন্ধসমৃদ্ধ টাকাকে মনে হয়েছিল বিশ্বখ্যাত কোন পাফিউম মাখানো টাকা।

আব্বা আমার লেখালেখির ঘোর বিরোধী। তবুও তার জন্য হাজার দুয়েক টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনে ফেললাম। তখন ইউনিভার্সিটির ছাত্র। আব্বা খুব হিসেব করে টাকা দিতেন। প্রয়োজনের অধিক খরচের জন্য টাকা দিতেন না। তাই হাতে নিয়ে জিজ্ঞেস করলেন, "টাকা কই পাইলি?"

মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আব্বা ধমক দিয়ে বললেন, "কথা কস না ক্যান? টাকা কই পাই লি?"

ঢোক গিলে বললাম, "ইত্তেফাক থেকে পাইছি। আমার লেখার বিল।"

তিনি পাঞ্জাবিটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখে বললেন, "সুন্দর হইছে।"

মা'র জন্য একটা গায়ের শাল কিনেছিলাম। মা বললেন, "তোর টাকা তুই খরচ কর। কেন আমাদের জন্য কিনতে গেলি।"

আমার চোখে অশ্রু নেমে এলো। আনন্দাশ্রু। সন্তানের প্রথম হালাল রুজির অর্থ দিয়ে পিতা-মাতার জন্য কিছু একটা কিনতে পারার আনন্দের চে' বড় কোন আনন্দ পৃথিবীতে আছে কিনা আমার জনা নেই।

বাংলা একাডেমি থেকে ছয় মাসে তরুণ লেখক প্রকল্পের ২৪ হাজার টাকা বৃত্তি পেয়েছিলাম। সেই টাকা জমিয়ে মায়ের জন্য একজোড়া কানের দুল কিনলাম। আমি তখনো বেকার। মা চিৎকার করে বললেন, "এই তুই এতটাকা কই পাইলি? তোর বাপের কোন টাকা চুরিটুরি করস নাই তো?"

আমি হেসে বললাম, "না মা। বাংলা একাডেমি থেকে তরুণ লেখ প্রকল্পের বৃত্তি পাইছি।"

মা খুব যতন করে সেই কানের দুল তুলে রেখেছেন।

ক'মাস আগে এনটিভি থেকে প্রথম প্রডিউস করা নাটকের বিল পেলাম। লাভের টাকা থেকে আব্বার জন্য একটা স্যুটের কাপড় কিনলাম। মা'র জন্য একটা শাড়ি। মিডিয়া থেকে জীবনের প্রথম উপার্জন বলে কথা। এবার আর আব্বা জানতে চান নি, টাকা কোথায় পেলাম। শুধু বললেন, "বেশ দামি মনে হচ্ছে রে। শুধু শুধু এতগুলো টাকা অযথা কেন নষ্ট করলি?"

...এবার টাকাগুলো কী করবো ভাবছি। আমার লেখালেখির টাকা দিয়ে সংসার চলে না। দরকারও পরে না। কিছু লোকের কাছে আমি ঋণি। যাঁদের উৎসাহ অনুপ্রেরণা না পেলে হয়তো লেখা-লেখি নিয়ে ভাবতাম না কখনোই। ভাবছি এবার তাঁদের জন্য কিছু কিনবো। নটরডেম কলেজের আমার প্রিয় শিক্ষক, ইংরেজির সুশীল স্যার (বর্তমানে অবসরে আছেন খুঁজে বের করতে হবে)। পরিসংখ্যানের ফিলিপ স্যার। বাংলার অমল এ্যাঞ্জেল রোজারিও, সোহেল স্যার(কলেজে নেই খুঁজে বের করতে হবে)। তাঁদের মাঝে একজন এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, ফাদার বুকল এস রোজারিও স্যার। আমার লেখালেখির পেছনে যাঁর অবদান অনস্বীকার্য।

আমার বন্ধুরা যারা আমার প্রথম প্রকাশিত(কাঁচা হাতে অতি বাজে লেখা) বইটি একেকজন তিন চার কপি করে কিনেছিল! নটরডেমে নবীন বরণের দিন কলেজ থেকে অনুমতি নিয়ে আমার বই বিক্রির স্টল করে কয়েক হাজার টাকার বই বিক্রি করে দিয়েছিল। একে ওকে ধরে বলেছিল, "আমাদের বন্ধু লেখক! এটা ওর লেখা বই!"

এখনো যারা ফোন করে জানতে চায়, আমার নতুন কোন লেখা বের হবে কিনা। লেখালেখির গ্যাপ তৈরী হলে আমার চে' তারা অধিক বিচলিত হয়ে পড়ে। ধমক দিয়ে লিখতে বলে। বর্তমানে তারা সবাই অতি ব্যস্ত। তবুও আমার খুব ইচ্ছা তাদের নিয়ে একটি ঝম্পেস আড্ডা দিয়ে বাকি টাকাগুলো খরচ করবো।


মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

আলী বলেছেন: আমাদের বন্ধু লেখক! এটা ওর লেখা বই!"

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



আমার শার্টের মাপ:

গলা: ১৭, হাতা ৩৩/৩৪

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হে হে হে

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

বাকপ্রবাস বলেছেন: শুনে ভালো লাগল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

রাইসুল ইসলাম রাণা বলেছেন: আপনার বন্ধুভাগ্য অসাধারণ বলতেই হয়। আস্তে করে একটা অনুরোধ করি,নবীন লেখক জন্য কিছু না করলেও করতে পারেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার বন্ধু ভাগ্য খুব ভাল। সবাই দেখি বই মাগ্না পেতে চাই, কিন্তু আপনার বন্ধুরা বিক্রির ব্যবস্থা করে দিত।

আমাদের ও দাওয়াত দিয়েন :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম আমার বন্ধু ভাগ্য সত্যিই ভালো। দাওয়াত রইলো আসবেন একদিন।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪২

অলওয়েজ ড্রিম বলেছেন: আপনার অনুভূতি মনে ধারণ করে নিলাম। লেখালেখি এগিয়ে যাক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

আরজু পনি বলেছেন:

অসাধারণ !

স্পর্শ করে গেল...
শুভকামনা রইল ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ আপু। ভালোবাসা রইলো।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক অভিনন্দন। আশা করি আপনার মত লেখকদের দিয়ে এখনকার বাংলা সাহিত্যের শূন্যতা দূর হবে ভবিষ্যতে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই। দোয়া করবেন।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

তাহসিনুল ইসলাম বলেছেন: :) :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

খোলা মনের কথা বলেছেন: আগামী দিনের জন্য শুভ কামনা রইল।

আজকে আপনার বন্ধুরা বলছেন “আমাদের বন্ধু লেখক! এটা ওর লেখা বই!" একদিন যেন আমরা গর্ব করে সবাই বলতে পারি ”এটা আমার দেশের একজন আলোকিত লেখকের লেখা।” মূল্যবান কথা গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: দোয়া করবেন ভাই। ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

অগ্নি কল্লোল বলেছেন: অতি চমৎকার।।
পড়ে মনে একটা শান্তি পেলাম।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জেনে ভালো লাগলো ধন্যবাদ ভাই

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

প্রামানিক বলেছেন: আপনার লেখালেখির রয়েলটির টাকা নিয়ে স্মৃতিচারণ পড়ে অনেক ভাল লাগল। ধন্যবাদ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ প্রামানিক দাদা।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

পুলহ বলেছেন: আন্তরিক একটা লেখা, মন ভালো করে দেয়ার মত!
ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো ভাই :) অনেক ভালো থাকবেন।
কলেজের যে স্যারদের কথা বললেন, তাদের কয়েকজনকে আমিও পেয়েছিলাম :)
পোস্টে ভালোলাগা!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ পুলহ। ভালোবাসা রইলো।

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

এস এম ইসমাঈল বলেছেন: শুভেচ্ছা জানাই, আড্ডায় দাওয়াত পাবো আশা করি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই। দাওয়াত রইলো আসবেন কিন্তু।

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

ইনফেকটেড মাশরুম বলেছেন: ছোটখাট নানা ব্যাপার পড়ে ভালোলাগলো। শুভকামনা রইলো :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫১

তার আর পর নেই… বলেছেন: আনন্দ নিয়ে লেখা, বন্ধুদের প্রতি অনেক কৃতজ্ঞতা …
খুজে দেখলাম আমার একটাও বন্ধু নেই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই্। ভালোবাসা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.