![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই কি আমার হইতে পারনা
ও মন ময়না
তুই কি আমার হইতে পারনা।
চোর কাঁটার এক বেড়া দিয়া
রাখলি আমায় দুরে সরাইয়া,
কাটার ঘায়ে হৃদয় ক্ষত
তুই কি বুঝনা।
চাপা কষ্ট বুকে চেপে
মরলাম আমি ধুকে ধুকে,
আমার লাইগা তোর কি কোন
মায়া লাগেনা।
যাও যদি গো ছাইড়া মোরে
চইলা যাইমু মাটির গোরে
দেহ পচলেও মন তো পচেনা।
©somewhere in net ltd.