নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারকথা

আমারকথা › বিস্তারিত পোস্টঃ

কাদের সিদ্দীকির কলাম-ছিঃ

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

গতকাল এ সময়কার সবচেয়ে নোংরা পত্রিকা আমার দেশ-এ জনাব কাদের সিদ্দীকির লেখা শুনলাম-পড়ার রুচি হয়নি।



তার সম্পর্কে কয়েকখানা তথ্যঃ



১) তিনি যৌবনের প্রারম্ভে সামরিক বাহিনীতে সেপাই পদে যোগ দিয়ে নায়েক (আজকের কর্পোরাল) হয়েছিলেন। কোন এক সামরিক জুনিয়র কমিশন্ড কর্মকর্তার মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলে গর্ভবতী করেন। কোর্টমার্শাল গঠন করা হলে তিনি পালিয়ে যান। পরে খুঁজে পাওয়া যায় বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ময়দানে।



২) স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য সেই দুঃখী মেয়েটি এবং তার পরিবার এ অভিযোগ তোলার আর সময় এবং সাহস পায়নি।



৩) স্বাধিনতার পরে বাকশাল সময়ে তিনি টাঙ্গাইলের গভর্ণর নিযুক্ত হন, কিন্তু দূর্ভাগ্য, ১৪ই আগস্টের প্রশিক্ষনের পরে ১৫ই আগস্ট ১৯৭৫ এ আর গভর্নর এর দায়িত্ত্ব গ্রহন করতে পারেননি।



৪) বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে ভাঙ্গিয়ে খেতে না পরে নস্টামি করছেন যত্র তত্র।



৫) আবার তাকে দখা যায় পূর্ব শেওড়া পাড়ায় এক ভদ্র লোকের জায়গা জমি নিজের বলে দখল করতে গেলে।



৬) আবার দেখা যায় মির্জাপুরের ভারতেশ্বরী হোমসের জায়গা জমি নিজের বলে দখল করতে গেলে।



৭) আর এখন জানাজা পড়ার ফতোয়া দিচ্ছেন।



বাটপাড়ীর একটা সীমা নিশ্চয়ই আছে। তিনি তা অনেক আগেই লঙ্ঘন করেছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.