![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবার্ট ফ্রস্ট/খোন্দকার আশরাফ হোসেন
কোন্ মিঞার এই জঙ্গল, মনে লয় জানি
এই মহলায় ভি হ্যার হাবেলি অয়া পারে
এই যে খাড়াইছি এই হানে-হালা ভি জানা ভি পারবো না,
দেকবার লইছি ক্যামনে বর্ফে ভরতাছে জংলারে!
আমার ঘুড়াডা ভাবতাছে মাগার ক্যায়া বাত?
ঘরবাড়ী নাইক্কা, মনিব থামলা ক্যালা?
জঙ্গল আর জমুইন্না তালাবের বিচমে
আউজকা বচ্ছরের সবচাইয়া আন্ধাইর্যা রাত!
ঘুড়ায় গলার ঘুন্টিমে লাড়ান দেয়
যেমুন জিগায় ভুলচুক ঐছে নিকি?
কুছভি সুনা যায় না-খালি বাসাতের আওয়াজ
আর পসমের মাঝিক হালকা বর্ফের বাকোয়াজ।
জঙ্গলডা হালায় জবর সোন্দর, আন্ধাইরা গহিন লাগে;
মাগার আমারতো বহুত জবান দেওন আছে-
যাওন লাগব দূরের রাহা নিন্দ যাওনের আগে
যাওন লাগব দূরের রাহা নিন্দ যাওনের আগে।
©somewhere in net ltd.