![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রজন্ম চত্ত্বরের অশ্লীলায়ন
যাদের উদ্দেশ্য আছে তারা সেটা বানিয়েছে এবং যারা উক্ত অশ্লীলতায় আক্রান্ত তারা এবং অনেকে না বুঝে শব্দটা ছড়িয়ে বেড়াচ্ছে। তিন দল ভিন্ন ভিন্ন মনে হলেও আসলে তাদের প্রচার অশ্লীল এবং একই উদ্দেশ্য সাধন করছে।
চিরন্তন বাংলা উপন্যাস লেখক বিংশ শতাব্দিতেই বলেছিলো "এরা একটা স্থানে থাকা নারী পুরুষের একটা সম্পর্কই ভাবতে পারে, এর উপরে উঠার মানসিকতা গড়ে উঠার চেষ্টাও তারা করে না। মানুষ হিসেবে মানবিক হয়ে উঠার পথে এটা একটা পরম বাধা।"
উপরোক্ত তিন ধরনের লোক এখনও মানসিক ভাবে পরিপক্ক না। তারা রাজাকার সাঈদীকে চাঁদে দেখতে পায় এবং একই সাথে ঐ রাজাকারের মুক্তি চায়।
তারা পুলিশকে মারতে আসা দানবদের মৃত্যুকে গনহত্যা বলে এবং মরলে শহীদ এবং বিনা বিচারে স্বর্গারোহন বলে উক্ত নিরীহ মানুষকে দানবে পরিনত করে।
©somewhere in net ltd.