নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারকথা

আমারকথা › বিস্তারিত পোস্টঃ

দেশ কোন পথে (০৭/১২/২০১৩)

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

কয়েকটি কোটেশন দিয়ে বোঝাতে চেস্টা করি।



১) কোন সমস্যাই স্থায়ী নয়; এমনকি সবচেয়ে চরম দুঃখও। চার্লি চ্যাপলিন।



২) রাত যত গভীর হয়; প্রভাত ততই এগিয়ে আসে। মাওসেডং



৩) ধংস ছাড়া গঠন হয় না, না আটকালে প্রভাব হয় না। মাওসেডং



৪) নরকের সবচেয়ে নিকৃষ্টতম স্থান তাদের জন্য বরাদ্ধ, যারা সংঘাতময় সময়ে নিজেদের নিরপেক্ষতা বজার রাখে। ড্যান ব্রাউনের ইফার্নো থেকে।



৫) ক্ষমতাবানরা জানে পরাজয়ের খরচ কত। তাই ক্ষমতা ছাড়তে তাদের সর্বশক্তি নিয়োগ করে। মাহফুজ আনাম



৬) দুঃসময়ে ক্ষমতাবানরা সেটাই শ্রেষ্ট পদ্ধতি বলে মনে করে যা তাদের কবর খুঁড়তে ব্যবস্থা করে। (দুঃখিত, লেখকের নাম স্মরনে নেই)



আমার কথা বলে ফেলেছি, যে যার মত বুঝে নিতে পারেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

শহিদশানু বলেছেন: তাইতো একবার ক্ষমতা গেলে আর ছাড়েতে চায়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.