![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত শুক্রবার ০৬/১২/২০১৩ তারিখে নামাজ পূর্বে বাংলায় যখন বয়ান করছিলেন, তখন প্রায় সময় ধরে ইমাম সাহেব একটি কথাই বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলছিলেনঃ
আফ্রিকার নাকি মেন্ডেলা নামক কেউ মারা গেছে, তার জন্য সারা দুনিয়া ব্যাপী খবর চাউর হচ্ছে, তিনি আরবীতে কিছু উচ্চারণ করে বল্লেন, সারা দুনিয়ার সব ফুল নিয়ে তার কবরে দিলেও তার কবরের সাজা মাফ হবে না এবং বেহেশত বাসী হবে না।
হতো, সে যদি.............
২) বাংলাদেশের মেয়েদের বুরকা (বোরখা) পরিধানের সংখ্যা বেড়ে যাওয়ার ইমাম সাহেব সর্বশক্তিমানের কাছে তার কৃতজ্ঞতা জানান।
নামাজ পড়তে যাওয়া মুসল্লীগণ শুনছিলেন এবং নিরপেক্ষ ছিলেন। যদিও কোন ধর্মগ্রন্থে বলা আছে; নরকের সবচাইতে নিকৃষ্ট স্থান তার জন্য বরাদ্ধ রয়েছে যারা সংঘাতের সময় নিজেকে নিরপেক্ষ রাখে।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
তামিম ইবনে আমান বলেছেন: এখন কি হইছে? এটা খুব ইম্পর্টেন্ট নিউজ?
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
আদরসারািদন বলেছেন: দূর্গন্ধ ছড়ান ক্যারে....................দর্কার কি...?
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার মনে হয় ইসলাম চুলকানী আছে?
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৮
একজন ঘূণপোকা বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার মনে হয় ইসলাম চুলকানী আছে?
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
মাথা নষ্ট সিপাহি বলেছেন: ইসলাম ধর্মে এমন টাই আছে তাই ইমাম সাহেব তার ধর্মমতে ব্যাপারটা ব্যাখ্যা করছেন। সৃষ্টি কর্তা যদি থাকেন তবে একজনই আছেন(একাধিকনয়) আর সে সৃষ্টি কর্তার মনোনীত ধর্ম যদি ইসলাম (মুসলমান রা তাই বিশ্বাস করে) তাইলে তো ইমাম সাহেব ঠিকই বলেছেন। নাস্তিকদের কাছে এটা বিবেচ্য নয়। কিন্তু হিনদু ,বুদ্ধ , খ্রিস্টান ইহুদি যার যার ধর্ম তার তার মত ব্যাখ্যা দিবে, সুতরাং এত চুলকানির কিছু নাই, হতে পারেন আপনি নাস্তিক তো ধর্ম অনুসারীদের প্রতি চুলকানি কেন ? আর মসজিদের খুতবাই বা কেন শুনতে গেলেন?
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
ইছামতির তী্রে বলেছেন: আপনার কথা (আমারকথা) শুনলাম। আমাদের ইসলাম ধর্ম বলে, মানুষ মারা যাবার কবরে সবাইকে তিনটি প্রশ্ন করা হবে।
প্রশ্ন ১। তোমার রব কে?
প্রশ্ন ২। তোমার দ্বীন কী?
প্রশ্ন ৩। তোমার রাসুল কে?
এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তারাই যারা ইহকালে উত্তমরুপে, নিয়মমাফিক ইসলাম ধর্ম পালন করেছেন।
এখন আপনার কাছে আমার প্রশ্ন, ম্যান্ডেলা কি এগুলোর উত্তর দিতে পারবেন? বা তার পক্ষে কি এটা পারা সম্ভব???
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
জনাব মাহাবুব বলেছেন: ফালতু পোষ্ট।
আর কিছু পাইলেন না, শেষ পর্যন্ত ইমাম সাহেবের দোষ ধইরা পোষ্ট দিলেন। লাভ তো হইল না, শুধু শুধু বেকুব হইলেন। :-< :-< :-< :-< :-< :-< :-<
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
নিজাম বলেছেন: ইমাম সাহেব যেটা বলেছেন সেটাই সত্য। কিন্তু এই মুহূর্তে এভাবে বয়ান করা উচিত হয়নি। এতে অমুসলিমগণ বিক্ষুব্ধ হওয়ার সম্ভাবনা আছে। বরং ইমাম সাহেবের উচিত ছিল জীবদ্দশায় তাঁর কৃতকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর হেদায়েতের জন্য দোয়া করা।
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫২
মাথা নষ্ট সিপাহি বলেছেন: একটা ফালতু পোস্ট দিয়া বেকুব টা ভাগছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০
নিষ্কর্মা বলেছেন: ইমাম তো সত্যই বলেছেন! মুসলমান ছাড়া কেউই স্বর্গ লাগ করিবেন না!