নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারকথা

আমারকথা › বিস্তারিত পোস্টঃ

বদু চাচা সমাচার

০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৩



হুমায়ুন আহমেদের হিমু চরিত্রের এক যায়গায় বলেছেন, কোন জাতি কত উন্নত তার একটা মাপকাঠি হলো, তাদের কতরকম শব্দকোষ (Dictionary) আছে, তার উপর। চীনাদের নাকি গালা-গালি এবং অশ্লীল শব্দের উপর শব্দকোষ আছে!



জীবিতকালে জনাব হুমায়ুন আহমেদের একটা ইচ্ছা ছিলো বাংলায় গালা-গালি এবং অশ্লীল শব্দের উপর শব্দকোষ প্রকাশ করা। তিনি তাঁর জীবিত অবস্থায় তা তিনি করে যেতে পারেন নি। আমি তাঁর লেখার একজন দূর্দান্ত অনুগামী হিসেবে সেই মহান কাজটি করতে চাই।



শুরুতে দরকার ২ জন, মাত্র ২জনের সাক্ষাতকার নেওয়ার। একজন আজীবন প্রেসিডেন্টের কন্যা; আজীবন প্রধান মন্ত্রী এবং আরেকজন আমার সাথে দেখা ফেসবুকে, যিনি সম্ভবত সাবেক সেনা কর্মকর্তা এবং বাজাদ এর সমর্থক।



আপনারা কেউকি তাদের সাথে সাক্ষাতকারের ব্যবস্থা করে জাতীকে সমৃদ্ধ করতে বাংলাতে গালাগালী এবং অশ্লীল শব্দের শব্দকোষ উপহার দিতে পারেন?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২২

হেডস্যার বলেছেন:
ক্লিয়ার করে কথা বলেন...বদু চাচার ব্যাপারটা জানি...আর কি বললেন বুঝি নাই

২| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

nurul amin বলেছেন: বুঝলাম না

৩| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

হু-কেয়ারস বলেছেন: যে কোন জনসভায় গেলেই একজনের সাক্ষাত পাবেন। উনি যা বলেন সবই শব্দ কোষ ;)

৪| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

কালোপরী বলেছেন: এবারের বইমেলায় গালাগালির ডিকশনারি দেখেছিলাম। প্রকাশনীর নাম ঠিক মনে করতে পারছিনা।

৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:০০

এম আর ইকবাল বলেছেন: গেদু চাচা কি বলেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.