নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বন্দীশালায় আমি স্বাধীন ছিলাম

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

প্রবল ঘূর্ণিতে মাধবীলতার সরল চিত্তে বেষ্টিত
কচিকাঁচা হাড়গোড়
একদা সফেছিলাম এই প্রেমেন্দ্র কুঠিরে,
কোমল শিরদাঁড়ায় হেলে দুলে তোমার উষ্ণ আচঁলে
কেটেছে দুর্ভাবনার কত কালোরাত কত স্বপ্নচরে !
তবু এতটুকু বুঝিনি এই আচঁলের মর্মব্যাথা।

পাঠশালার অবকাশে প্রতিদিন দিনশেষে
প্রবল প্রতীক্ষার একটি প্রহর !
কত দু্ঃসহ ছিলো সেই ছুটির আসর !
প্রকৃতির নির্মল আলিঙ্গনে
মাঠের সবুজ ঘাসের বুকে ক্ষণিকের হৈ চৈ
প্রফুল্লতার ভারে মুখরিত খেলাঘরে জাগ্রত শিহরণ,
শিক্ষালয়ে এ কি মায়ার বন্ধন !

গুরুমহাশয় দিয়ে যায়
অবিরত কল্যাণের অমিয় সুধা,
হৃদয়ের গহীনে তিমিরের ঘনঘটায় জ্বলে উঠে
প্রদীপ্ত মশালের দীপ্ত বারতা।
আঁধার সুড়ঙ্গ পেরিয়ে যেন ভানুর প্রণয়
নির্মল বায়ুর ফুরফুরে পরশে আজ সিক্ত হৃদয়।
আশীর্বাদের নব নব উল্লাসে ভরে ধরিত্রীর উদর
রূপালি নবান্নের আহবান এলো কতদিন পর !

বৈশাখী ঝড় ছিলো
বাতাসে ঘূর্ণি ছিলো
তবু দেখিনি কভু তোমার মলিন বদন,
রোদে তুমি জ্বলেছিলে
বৃষ্টিতে ভিজেছিলে
তবু হেসে খেলে হাসাতে অগণন।

আজ চৈত্রের খরা নেই
আকাশে মেঘ নেই
তবে কেন স্বজল চোখে তোমার ক্লান্ত স্লোগান?
দরখাস্তহীন ছাড়পত্রের বিষাদ এ সুধায়
আজ কেন বেজে উঠে বিদায়ের তান?

আজ বিদায়ের সন্ধিক্ষণে
কাঁদছো কেন হে বন্ধু সকল!
হে আপ্লুত খেলার মাঠ !
কাঁদছো কেন হে প্রিয় শিক্ষাগুরু !
হে ইমারাত !

বিশ্ব চ্যালেঞ্জের দ্বারপ্রান্তে এসে
বিদায়ী অশ্রুর এই মহা উল্লাসে
আশীর্বাদের বিকশিত বন্দনায়
ক্ষমার মিনতি করি শুভকামনায়।

ফিরবোনা পুস্তক হাতে আর কোনোদিন
ফিরবোনা জননী তোমার মুক্ত প্রাঙ্গনের শীতল ছায়ায়,
তবু তোমার চেতনায় গড়বো এ জীবন আলোর পথে
কথা দিলাম আজ, এই বিদায়ী সংবর্ধনায়।

ঘড়ির কাটা, ঘন্টাধ্বনি আর এই আঁচলের টান
যতদূর যাই, তার বাজবে সানাই
হৃদয় মন্দিরের জ্বলন্ত শিখায় যে স্মৃতি চির অনির্বাণ।

হে প্রিয় শিক্ষালয় জননী আমার !
এতদিন পর আজ বুঝলাম,
তোমার বন্দীশালায় আমি স্বাধীন ছিলাম ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর কবিতা। বিদ্যালয় নিয়ে এমন কাব্য ধন্যবাদ পেতেই পারে।

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। পাঠ ও মন্তব্যের জন্য হৃদয়ের গভীর হতে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সতত !

২| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


কবিতা লেখা কবির ব্যাপার!

কবিতায় কোন ধরণের ভুল থাকলে পাঠক একটু হতাশ হয়।

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: সম্পূর্ণ সহমত দাদা। টাইপিং মিস্টেকগুলো চেক করে নিচ্ছি। দূর প্রবাসে কাজের শেষে রান্নার ফাঁকে ফাঁকে টাইপ করেছিলাম। এখন আবার পড়ে নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
আর এ ছাড়া অন্য কোনো ভুল থাকলে অবশ্যই জানাবেন দাদাভাই। উপকারী মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সতত!

৩| ০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগা জানতে পেরে আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে। ভালোবাসা ও শুভকামনা সতত !

৪| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিন্নরকম ভাবনায় ভাললাগা!

কিছু টাইপো রয়ে গেছে। দয়া করে ঠিক করে দিন :)

বন্দীশালার স্বাধীনতা বুঝতে বুঝতে বড় দেরী হয়ে যায় ;)

+++

০৬ ই মে, ২০১৮ রাত ৯:১৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। টাইপো চেক করে নিলাম। তাড়াতাড়ি বুঝার ব্যবস্থা করার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো। শুভকামনা সবসময়।

৫| ০৬ ই মে, ২০১৮ রাত ৮:৪৯

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

০৬ ই মে, ২০১৮ রাত ৯:২০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা জানতে পেরে আমারও খুব ভালো লাগলো। শুভেচ্ছাসহ ভালোবাসা জানবেন। শুভকামনা সতত।!

৬| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: অজ্ঞতা দিয়ে যোগ্যতা বিচার করা যায়না।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাইয়া, অজ্ঞতা দিয়ে অজ্ঞতাও বিচার করা যায় না। নামের আগে কবি শব্দটি আমি ছন্দ নামের মতই ব্যবহার করেছি। আমি তো একজন ক্ষুদে পাঠক। ১৫ বছর ধরে কবিতা শিখছি। তবে এর একটিও কবিতা হয়েছে কিনা জানিনা। শিখতে আমার সময় লাগবে। জানিনা শিখতে পারবো কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.