![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
ফটিক চরিত্রের পরাজয় দেখেছি
দেখেছি হাজারো ইতিহাসের নত শির
কী উন্মাদ ছিলে তুমি!
তোমার দুরন্ত শৈশব!
হাত ভেঙ্গেছিলে দুইয়ে দুইয়ে চারবার
অবশেষে অতি দুরন্তপনার দুঃস্বপ্নে নিমজ্জিত পা!
স্বপ্ন ছিলো প্রবাসের ক্লান্তিশেষে ফিরে আসার
মাঘের শীতে আবারো ব্যাডমিন্টন খেলার
আরো কিছু স্বপ্ন ছিলো
ছোট ছোট স্বপ্ন
খুব ছোট।
কিন্তু তা আর হলো কই!
এখন গভীর রাতে বুকটা একটু ভারি হয়ে আসে
তারপর আরেকটু
তারপর হালকা একটু!
যখন হৃদয় জানান দেয়
আমি এখনো আগের মতই হেঁটে চলি
কিন্তু তুমি তা পারোনা।
আচ্ছা, পা খুঁড়িয়ে মানুষ কি কবরে নামতে পারে?
উৎসর্গ: ছোটভাই হাছান আল মামুন
২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয়। ভালো থাকবেন। শুভকামনা সতত!
২| ২৮ শে মে, ২০১৮ সকাল ১১:১৯
ধ্রুবক আলো বলেছেন: পা খুড়িয়ে কি মানুষ কবরে নামতে পারে?
কেন এই কথা, তা কি বলা যায়?
২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: আমার ছোট ভাই খুবই দুরন্ত স্বভাবের। ফুটবল আর ক্রিকেট খেলতে গিয়ে দুই হাতের হাড় দুইবার করে চারবার ভেঙ্গে ফেলেছে। তবুও সুস্থ হওয়ার পর সে আবারও একই পথে ধাবিত হয়। সবশেষে পা! এখন সে আর আগের মত হাঁটতে পারেনা। মাত্র এস এস সি শেষ করেছে। অথচ, এত দুরন্ত কিশোরটি খেলাতো দূরের কথা, এখন সে খুঁড়িয়ে হাঁটে। আমি মরে গেলে এই খোঁড়া পা নিয়ে সে কি পারবে আমাকে কবরে নামাতে?
৩| ২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৪২
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
এত দরদ দিয়ে তাকে উৎসর্গ!!
খুব কাছে টান দিল।
২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: : ভালো আছি ভাইজান। আপনি কেমন আছেন? অনেকদিন পর........ একটি গান মনে পড়ে গেল, "এতদিন কোথায় ছিলে?..." যেখানেই থাকুন ভালো থাকুক। শুভকামনা ও ভালোবাসা রইলো সবসময়ের জন্য।
হুম। একদা
ছোট ভাইটি খেলাধুলার জন্য পরিবারের নিয়ন্ত্রণের বাহিরে থাকতো। আর এখন খেলাধুলাতো দূরের কথা, খুঁড়িয়ে হাটে। ভেবে খুব কষ্ট হয়।
৪| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৫৪
কথার ফুলঝুরি! বলেছেন: ফটিকের মত আমার ও একদিন ছুটি হবে, আমিও যাব দূরে, বহুদূরে
কবিতা ভালো লেগেছে ভাইয়া।
২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: শুভেচ্ছাসহ ভালোবাসা জানবেন। শুভকামনা সতত!
৫| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: মামুনের জন্য শুভকামনা।
২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয়। শুভকামনা সতত!
৬| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:১১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় মন ছঁয়ে গেল।
৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৪০
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবে প্রিয় ভাইয়্যু। শুভকামনা সতত!
৭| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:৩৪
অলিভিয়া আভা বলেছেন: স্বপ্ন ছিলো প্রবাসের ক্লান্তিশেষে ফিরে আসার
মাঘের শীতে আবারো ব্যাডমিন্টন খেলার খুবই ছোট ছোট কিছু স্বপ্ন। স্বপ্ন পূরণ হোক।
কবিতার ভাব ভালোল্গেছে
৩০ শে মে, ২০১৮ সকাল ৯:৪১
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়।
আপনার ভালো লাগা আমাকে অনুপ্রাণিত করেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৩৭
মৌরি হক দোলা বলেছেন: খুব ভালোলাগা রইল.......
