নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের প্রথম এক্রোস্টিক প্যালিন্ড্রোম কবিতা। (ব্যাখ্যাসহ)

১৮ ই মার্চ, ২০২০ রাত ১:০০

ডান ও বামের প্রথম ও শেষের উপর হতে নিচে বর্ণগুলো একসাথে করলে বঙ্গবন্ধুর নাম পাবেন।
প্রতিটি চরণ ডানদিক হতে বামদিকে পড়ে গেলে যেমন হবে আবার বামদিক হতে ডানে পড়ে আসলেও একই রকম হবে।

জনক (শেখ মুজিবুর রহমান)
হাফেজ আহমেদ


শে.....শের'পণ রক্তে ভক্তে রণ পরশে..........................শে
খ......খরাতম সেরা রক্তের রাসে মত রাখ......................খ
মু......মুক্তির সহসা এ মাটি মা'এ সাহস রক্তি'মু................মু
জি.....জিতানো খত করতা প্রতারক তখনো তাজি.............জি
বু......বুলেটে রক্তে রকে বুলি বুলবুলি বুকে রক্তে রটে লেবু...বু
র......রবে সর্বসমক্ষের সে তুমি তুসের ক্ষেম সর্ব সবের........র
র......রবের তরফে তখত ফেরত রবের...........................র
হ......হব আমি আবহ.................................................হ
মা.....মাগো ওগো মা.................................................মা
ন......নয়ন কেন জলে জ্বলে জনকে নয়ন!.........................ন

জনক
হাফেজ আহমেদ

শের'পণ রক্তে ভক্তে রণ পরশে
খরাতম সেরা রক্তের রাসে মত রাখ
মুক্তির সহসা এ মাটি মা'এ সাহস রক্তি'মু
জিতানো খত করতা প্রতারক তখনো তাজি
বুলেটে রক্তে রকে বুলি বুলবুলি বুকে রক্তে রটে লেবু
রবে সর্বসমক্ষের সে তুমি তুসের ক্ষেম সর্ব সবের
রবের তরফে তখত ফেরত রবের
হব আমি আবহ
মাগো ওগো মা
নয়ন কেন জলে জ্বলে জনকে নয়ন!


১. শের'পণ রক্তে ভক্তে রণ পরশে

শের- বাঘ, সিংহ, বীর্যবান।
পণ- অঙ্গীকার, প্রতিজ্ঞা, গর্জন।
রণ- যুদ্ধ
পরশে- স্পর্শে

সিংহের গর্জনে দেশবাসীরা রক্তক্ষয়ী যে যুদ্ধের স্পর্শে শামিল হয়।

২. খরাতম সেরা রক্তের রাসে মত রাখ

সে রক্ত খরায় যারা দেশের তরে প্রাণ দিয়ে আমাদের জন্য সুন্দর বাংলাদেশ রেখে গেছেন তাঁদেরকে স্মরণে রাখো।

৩. মুক্তির সহসা এ মাটি মা'এ সাহস রক্তি'মু

রক্তি-অনুরাগ, প্রিয়।
মু- মুখ

সর্বদা এ মাটির মুক্তিতে আমাদের স্বপ্নে রয়েছে একটি প্রিয় মুখ। (যার গর্জনে দেশবাসী সেদিন রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো।)

৪. জিতানো খত করতা প্রতারক তখনো তাজি

করতা- কর্তা
তাজী- তেজি, বেগবান, তুখোর।

বিজয়ের শপথনামার পরও কিছু প্রতারক কর্তা তখনো তুখোর ষড়যন্ত্রে লিপ্ত ছিলো।

৫. বুলেটে রক্তে রকে বুলি বুলবুলি বুকে রক্তে রটে লেবু

তাদের সেই ষড়যন্ত্রের জের ধরে একদিন আমাদের প্রিয় নেতার বুক ক্ষতবিক্ষত হয় বুলেটে। রসালো লেবুর রসের মতো বুলেটের আঘাতে খালি করা হয়েছিল তাঁর শরীরের সমস্ত রক্ত।

৬. রবে সর্বসমক্ষের সে তুমি তুসের ক্ষেম সর্ব সবের

সর্বসমক্ষে- সকলের সামনে বা জনসমক্ষে
ক্ষেম- মঙ্গল, কল্যাণ, অম্লান।

হে স্বাধীনতার পিতা, কোটি জনতার সম্মুখ্যে যেভাবে তুমি স্বাধীনতার হুংকারে দিয়েছিলে, ঠিক সেভাবেই আজীবন বেঁচে রবে সবার কোমল অন্তরে, চির অম্লান, অমর হয়ে।

৭. রবের তরফে তখত ফেরত রবের

তোমাকে হত্যা করে কেঁড়ে নেওয়া সেই সিংহাসন তোমার স্বপ্ন পূরণে আবারো রবের পক্ষ হতে ফিরে এসেছে।

৮. হব আমি আবহ

কিন্তু, আজ তুমি নাই। তাই, আমি তোমায় স্মরণ করে শোকাহত হই

৯. মাগো ওগো মা

- হে আমার দেশ মাতা

১০. নয়ন কেন জলে জ্বলে জনকে নয়ন?

_____ বলো না, আজও কেনো মহান পিতার কথা স্বরে নয়নের জলে জ্বলে উঠে দু'নয়ন।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১:২৩

শের শায়রী বলেছেন: সাধারন এক কবিতা এর নতুনত্বে। আপনাকে অভিনন্দন।

১৮ ই মার্চ, ২০২০ রাত ১:২৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। সাহস পেলাম।
আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইলো হে প্রিয়জন।

২| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১:৩২

শের শায়রী বলেছেন: আমি দুঃখিত প্রথম শব্দটি হবে "অসাধারন"। পুরো মন্তব্যেটি হবে অসাধারন এক কবিতা এর নতুনত্বে। আপনাকে অভিনন্দন।

১৮ ই মার্চ, ২০২০ রাত ১:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: এমন মন্তব্যে অনুপ্রাণিত না হয়ে পারা যায়না। প্রীত হলাম দাদা। ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন।

৩| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১:৪১

নেওয়াজ আলি বলেছেন: ভালো ।

১৮ ই মার্চ, ২০২০ রাত ১:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা রইলো প্রিয় ভাই আমার। সবসময় পাশে থেকে আমাকে অনুপ্রাণিত কারয় আপনার কাছে আমি চির কৃতজ্ঞ ভাই। হৃদয় খুলে একবুক ভালোবাসা দিলাম।

৪| ১৮ ই মার্চ, ২০২০ রাত ২:১৮

জগতারন বলেছেন:
অসাধারন।
কবিতা পাঠে মুগ্ধতা প্রকাশ করিতেছি।
কবির প্রতি অভিন্দন জানাই।

১৮ ই মার্চ, ২০২০ রাত ২:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে দারুণভাবে অনুপ্রাণিত হলাম। আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয়জন। শুভ কামনা রইলো।

৫| ১৮ ই মার্চ, ২০২০ রাত ২:৫৯

চাঁদগাজী বলেছেন:



আপনি অংকের মতো করে, হিসেবে নিকেশ করে কবিতা লিখছেন; কিছুটা ইন্টারেষ্টিংও; আসলে, আপনার মনে যেসব প্রাকৃতিক ভাবের উদয় হয়, সেটার উপর লিখলে সুন্দর হবে।

১৮ ই মার্চ, ২০২০ সকাল ৭:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: জ্বি দাদা, একদম ঠিক বলেছেন। প্যালিন্ড্রোম লিখতে গেলে অংকের মতো হিসেব নিকেশ চলে আসে। তবে চেষ্টা করি প্যালিন্ড্রোমের এই হিসেব নিকেশটি লিখতে লিখতে আরেকটু সহজ করতে। গতানুগতিক নিয়মে লিখলে এই হিসেব নিকেশ থাকবে না। তখন অবশ্যই আরো সুন্দর হবে। সুপরামর্শের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদা। ভালোবাসে ও শুভ কামনা রইলো।

৬| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৮:৫৪

রাজীব নুর বলেছেন: চমৎকার লাগলো।

৭| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৯

খাঁজা বাবা বলেছেন: পড়তেই মাথা আউলাইয়া যাচ্ছে
আপনি কেমনে লিখছেন।
মাসাআল্লাহ।

৮| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৪

ইসিয়াক বলেছেন: অতীব চমৎকার এবং মেধাদীপ্ত।
শুভকামনা রইলো ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.