নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব সাহিত্যের প্রথম ( উপর নিচ) প্যালিন্ড্রোম গীতি কবিতা।

১৩ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

মাঝি মা
হাফেজ আহমেদ

মাগো মা
ও মাঝি মা
ও মাগো মা
মানায় আবেশ বেশ
আয় জয় আয় না
নদীর ফেরি'তা
নেই মা যে
এ নায় মাঝি নেই মা।

মাগো মা
ও মাঝি মা
ও মাগো মা
দেখা দেশের পথ
রশ রণে প্রাণের শ'রথ
পরশে দেখা দে মাগো মা
ও মাঝি মা
ও মাগো মা

মাইনে ঝিমায় না
এ যে মাইনে তারিফের দিন
নায় আয়
জয় আশবে শবে
আয় না মা
মাগো মা
ও মাঝি মা
ও মাগো মা।

টীকা:-

মাইনে-- বেতন বা শ্রমের ফসল।
মাইনে ঝিমায় না-- শ্রমের ফসল বৃথা যায় না।
এ যে মাইনে তারিফের দিন -- এখনই সময় শ্রমের প্রতিদান পাওয়ার।

জয় আশবে শবে- বিজয় চুয়ানো মদের মৃতদেহে
(অশান্ত সমুদ্রের উত্তাল ঢেউয়ে মা বা দক্ষ মাঝি ছাড়া তরী তীরে নেওয়া অনেক কঠিন বা বিজয় যে কত কঠিন, এখানে তা বুঝানো হয়েছে)

আশব- চুয়ানো মদ
শব- মৃতদেহ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:০৪

রাজীব নুর বলেছেন: বুঝি না।

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটির উপর হতে অর্থাৎ প্রথম বর্ণমালাটি হতে পড়ে পড়ে পুরো কবিতাটি পড়ে শেষ করুন। অতঃপর কবিতাটির শেষ বর্ণমালাটি হতে আবার পড়ে পড়ে উল্টো উপরের দিকে আসুন। দেখবেন একই হবে। ধন্যবাদ।

২| ১৩ ই মে, ২০২০ রাত ৮:০৮

নেওয়াজ আলি বলেছেন: কঠিন লাগে । হাফিজ ভাই।

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটির উপর হতে অর্থাৎ প্রথম বর্ণমালাটি হতে পড়ে পড়ে পুরো কবিতাটি পড়ে শেষ করুন। অতঃপর কবিতাটির শেষ বর্ণমালাটি হতে আবার পড়ে পড়ে উল্টো উপরের দিকে আসুন। দেখবেন একই হবে ভাই। ধন্যবাদ।

৩| ১৩ ই মে, ২০২০ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: কবি হাফেজ আহমেদ ,




"প্যালিনড্রোম" যতোদূর জানি দু'দিক থেকে পড়লে শব্দের উচ্চারণ একই রকম থাকে, অর্থেরও কোনও হেরফের হয়না এমন শব্দ নিয়ে বাক্য বিন্যাস।
যেমন - "রমাকান্ত কামার" । উল্টো দিক থেকে পড়লেও "রমাকান্ত কামার"ই থাকবে। কিম্বা - "বই চাইব"।
অর্থাৎ প্যালিনড্রোমিক গঠন রীতিতে দ্বিমুখী শব্দ বা উভয়মুখী শব্দ/বাক্য ব্যবহৃত হয়। কিন্তু আপনার এই গীতি কবিতায় তা খুঁজে পেতে মাথা ধরে গেলো। বলেছেন " উপর নীচে" সেদিকেও মাথা ওঠালুম- নামালুম । :( :| তথৈবচঃ
এই যে, খাটো বুদ্ধির মাথা হলেও সেটাকে যে এতো কষ্ট করে এই কবিতার ডাইনে বায়ে, উপর নীচে ঘোরানোতে শ্রম দিলুম তার মাইনে (মানে পয়সা) দেবে কে? :((

একটু বুঝিয়ে দিলে খুশি হবো।

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:০৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটির উপর হতে অর্থাৎ প্রথম বর্ণমালাটি হতে পড়ে পড়ে পুরো কবিতাটি পড়ে শেষ করুন। অতঃপর কবিতাটির শেষ বর্ণমালাটি হতে আবার পড়ে পড়ে উল্টো উপরের দিকে আসুন। দেখবেন একই হবে। ধন্যবাদ।

৪| ১৪ ই মে, ২০২০ ভোর ৪:১৭

সুপারডুপার বলেছেন:

3 এর উপর থেকে নিচ দিকে পড়া = 1 এর নিচে থেকে উপরের দিকে পড়া
2 এর উপর থেকে নিচ দিকে পড়া = 2 এর নিচে থেকে উপরের দিকে পড়া

লেখক মনে হয় এটাই বোঝাতে চাচ্ছেন।

১৪ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: বিতাটির উপর হতে অর্থাৎ প্রথম বর্ণমালাটি হতে পড়ে পড়ে পুরো কবিতাটি পড়ে শেষ করুন। অতঃপর কবিতাটির শেষ বর্ণমালাটি হতে আবার পড়ে পড়ে উল্টো উপরের দিকে আসুন। দেখবেন একই হবে। আন্তরিক ভালোবাসা রইলো প্রিয়জন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.