![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
এ ফতে হঠে গূঢ় ঘা
ঔৎকট্য ঈপ্সায় ঋণ
যাও ঢঙে ঊষা অধেঃ
আঁখি ভেজে থই
ঐ মঞ্চে বাংলাদেশের ঝান্ডা উড়ছে।
শব্দার্থ:-
ফতে - জয়ে।
অধঃ - নিচে, নিম্নে, পাতালে।
গূঢ় - গুপ্ত।
ঈপ্সা - আকাঙ্ক্ষা।
ঔৎকট্য - প্রচণ্ডতা, আধিক্য।
বি: দ্র: এ কবিতায় বাংলা ভাষার "অ" হতে "ঁ" পর্যন্ত ৫০ টি বর্ণমালা শুধুমাত্র একবার করে ব্যবহৃত হয়েছে।
২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:৩৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা গ্রহণ করুন প্রিয়জন। কবিতা হিসেবে না নিতে পারার ব্যাখ্যা দিলে উপকৃত হতাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০২১ সকাল ১০:২৭
শেরজা তপন বলেছেন: বেশী কঠিন হয়ে গেছে!!!
কবিতার গুঢ় তত্ত্ব বুঝতে হলে আমাকে কেন আমাকে ২০টা শব্দের মধ্যে ৫/১০ খানার শব্দার্থের খোজে ডিকশনারি ঘাটতে হবে?
আমি জানি এটা আপনার এক্সপেরিমেন্টাল কবিতা( ৫০টি বর্ণ ব্যাবহার করেছেন) তবুও এটাকে যে আমি কবিতা হিসেবে নিতে
পারলাম না সেটা আমার অক্ষমতা।