নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বাংলার পতাকার জয় (বাংলা ভাষায় নতুন কিছু)

২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:২১

এ ফতে হঠে গূঢ় ঘা
ঔৎকট্য ঈপ্সায় ঋণ
যাও ঢঙে ঊষা অধেঃ
আঁখি ভেজে থই
ঐ মঞ্চে বাংলাদেশের ঝান্ডা উড়ছে।

শব্দার্থ:-

ফতে - জয়ে।
অধঃ - নিচে, নিম্নে, পাতালে।
গূঢ় - গুপ্ত।
ঈপ্সা - আকাঙ্ক্ষা।
ঔৎকট্য - প্রচণ্ডতা, আধিক্য।

বি: দ্র: এ কবিতায় বাংলা ভাষার "অ" হতে "ঁ" পর্যন্ত ৫০ টি বর্ণমালা শুধুমাত্র একবার করে ব্যবহৃত হয়েছে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ১০:২৭

শেরজা তপন বলেছেন: বেশী কঠিন হয়ে গেছে!!!

কবিতার গুঢ় তত্ত্ব বুঝতে হলে আমাকে কেন আমাকে ২০টা শব্দের মধ্যে ৫/১০ খানার শব্দার্থের খোজে ডিকশনারি ঘাটতে হবে?
আমি জানি এটা আপনার এক্সপেরিমেন্টাল কবিতা( ৫০টি বর্ণ ব্যাবহার করেছেন) তবুও এটাকে যে আমি কবিতা হিসেবে নিতে
পারলাম না সেটা আমার অক্ষমতা।

২৬ শে জুলাই, ২০২১ রাত ১১:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আন্তরিক ভালোবাসা গ্রহণ করুন প্রিয়জন। কবিতা হিসেবে না নিতে পারার ব্যাখ্যা দিলে উপকৃত হতাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.