নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক বড় হতে চাই। একজন ভালো মানুষ হতে চাই। এর বেশী কিছু না।

হাফিজ হুসাইন

একজন মানুষ একজন মুসলমান একজন বাঙ্গালী

হাফিজ হুসাইন › বিস্তারিত পোস্টঃ

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি"

১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৬


ওয়াটার ডটঅর্গ এনজিও-র হিসেবে, বিশ্বের প্রায় ৬৬৩ মিলিয়ন মানুষ
বিশুদ্ধ খাবার পানি থেকে বঞ্চিত৷ আর বিশ্ব খাদ্য সংস্থার হিসেবে, ২০১৫ সালে ৭৯৫ মিলিয়ন মানুষের পর্যাপ্ত খাবার ছিল না৷ আজ রাতে প্রতি নয়জনের একজন ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাবে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা৷

এই হল আজকের পৃথিবীর বাস্তবতা। আজকের পৃথিবী অনেক এগিয়ে যাচ্ছে। এর সাথে যেন পাল্লা দিয়ে মানুষের মানবিকতাও হ্রাস পাচ্ছে। ধনীরা আরও ধনী হচ্ছে আর দরিদ্ররা আরও দরিদ্র। একদিকে ধনী দেশগুলো সম্পদের পাহাড় গড়ছে আর অন্য দিকে দরিদ্র দেশগুলোতে সীমাহীন দারিদ্রতা, বিশুদ্ধ পানির অভাব, পর্যাপ্ত খাদ্যের অভাবে পুষ্টিহীনতায় মানবেতর জীবন কাটাচ্ছে।

সৌদি আরবের কথাই ধরুন। এই দেশটি বিশ্বের সবচেয়ে সম্পদশালী ২০ দেশের একটি। অথচ তাঁর পার্শবর্তী মুসলিম দেশ ইয়েমেন হচ্ছে দরিদ্রতম দেশের একটি। এর মধ্যেই চলছে অবিরাম যুদ্ধ। আহ.....কোথায় গেল এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ভালবাসা। যেখানে উচিত ছিল সব সম্পদশালী মুসলিম দেশগুলোর ইয়েমেনের জন্য অর্থনৈতিক সাহায্য করা সখানে মুসলিম দেশগুলোই সেখানে সাম্রাজ্যবাদী যুদ্ধ চাপিয়ে দিয়েছে। যেখানে সৌদি বাদশাহরা গর্ব করে বলছেন, "সৌদি আরবিদের জীবন পৃথিবীর উন্নত জীবনের একটি" সেখানে স্বজাতি ইয়েমেনি মুসলিম ভাইরা মরছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম দারিদ্রে।

কাতারের কথাই ধরুন। পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ কাতার। ছোট এ দেশটিতে তেল ও গ্যাসের বিশাল মজুতের কারণে এটি সম্ভব হয়েছে। ২০১৬ সালের এক হিসেবে দেখা যায়, কাতারে মাথাপিছু আয় প্রায় এক লাখ ৩০ হাজার ডলার। যে দেশের পথে ঘাটে অযথাই বানানো আকাশচুম্বী আলিশান ভবন। যে দেশের আনাচেকানাচে বিলাসী জীবনউপকরণ। সৌন্দর্যে দেশটি যেন দুনিয়ার জান্নাত। জনগনের তুলনায় যে দেশে সম্পদের প্রাচুর্যতা অনেক অনেক বেশী সে দেশেই বাংলাদেশী মুসলিম শ্রমিকরা বেতন পায় মাত্র ১২ থেকে ১৫-১৭ হাজার!! প্রতিবেশী দরিদ্র মুসলিম দেশের জন্য যেন তাদের কোন মাথা ব্যথা নেই।

হে আল্লাহ, তুমি মুসলমানদের কে তথা সমগ্র মানবজাতিকে অপর ভাইয়ের দুঃখ বোঝার তৌফিক দাও। আমিন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১০:২০

আশিক আশরাফ রহমান বলেছেন: ইয়েমেনি হুউথিরা সৌদি বাদশাহদের ভাই নয় । এরা ইরানের মদদপুষ্ট । আর কাতার হল মধ্যপ্রাচ্চের সেলফ অবসেসড বিচ। মধ্যপ্রাচ্চের পরিস্থিতি নিকট ভবিষ্যতে ভাল হবার মতো নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.