![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মানুষ একজন মুসলমান একজন বাঙ্গালী
(১)
এক বাবা তার ছেলেকে বলছে,
বাবা: সোনামনি, তুমি বড় হয়ে কী করবে?
ছেলে: বাবা আমি বড় হয়ে বাজারে যাব। বাজারে গিয়ে গুলতি কিনব। গুলতি কিনে পাখি মারব।
বাবা: না সোনামণি, তুমি এসব করবে না। তুমি বড় হয়ে পড়ালেখা করে অনেক বড় হবে।
ছেলে: ঠিক আছে বাবা, আমি বড় হয়ে পড়ালেখা করব। পড়ালেখা করে অনেক বড় হব। তারপর আমি বাজারে যাব। বাজারে গিয়ে গুলতি কিনব। গুলতি কিনে পাখি মারব।
বাবা: না বাবা তুমি এসব করবে না। তুমি বড় হয়ে পড়ালেখা করে অনেক বড় হবে। তারপর অনেক বড় চাকরি করবে।
ছেলে: ঠিক আছে বাবা। আমি বড় হয়ে পড়ালেখা করে অনেক বড় হব। তারপর আমি অনেক বড় চাকরি করব। তারপর আমি বাজারে যাব। বাজারে গিয়ে গুলতি কিনব। গুলতি কিনে পাখি মারব।
বাবা: না বাবা, তুমি এসব করবে না। এসব করা ভালো না। তুমি বড় হয়ে পড়ালেখা করে অনেক বড় হবে। অনেক বড় চাকরি করবে। তারপর ভালো ঘরে বিয়ে করে সুখে জীবন কাটাবে।
ছেলে: ঠিক আছে বাবা। আমি বড় হয়ে পড়ালেখা করে অনেক বড় হব। তারপর অনেক বড় চাকরি করব। একটা ভালো পরিবারে বিয়ে করে সুখে জীবন কাটাবো। তারপর আমি বাজারে যাব। বাজারে গিয়ে গুলতি কিনব। গুলতি কিনে পাখি মারব।
বাবা: না বাবা না। তুমি এসব কখনো করবে না। এসব করা ভালো না। তুমি ব্ড় হয়ে পড়ালেখা করে অনেক বড় হবে। তারপর অনেক বড় চাকরি করবে। তারপর একটা ভালো পরিবারে বিয়ে করবে। তারপর সারাজীবন ভালোভাবে চলবে।তারপর একসময় তুমি বুড়ো হবে। পেনশনে যাবে। তখন বেশী করে ইবাদত বন্দেগি করবে। তারপর একজন সম্মানিত মানুষের মতই মারা যাবে। কি বললাম বুঝেছ ??
ছেলে: জী বাবা এবার বুঝেছি। আমি বড় হয়ে পড়ালেখা করে অনেক বড় হব। তারপর অনেক বড় চাকরি করব। একটা ভালো পরিবারে বিয়ে করে সুখে জীবন কাটাব। তারপর সারাজীবন ভালোভাবে চলবে। তারপর একসময় আমি বুড়ো হয়ে পেনশনে যাব। তখন বেশী করে ইবাদত বন্দেগি করব। তারপর আমি একজন সম্মানিত মানুষের মতই মারা যাব। তারপর আমি বাজারে যাব। বাজারে গিয়ে গুলতি কিনব। গুলতি কিনে পাখি মারব।
(২) একবার এক হাতি এক গাছের নিচে বসতে গেলে গাছের নিচু ডালে মাথা লেগে লাল পিঁপড়ার বাসা ভেঙ্গে গেল। এতে ক্ষিপ্র হয়ে ঐ গাছের নেতা টাইপের এক লাল পিঁপড়া হাতিটির মাথায় বসে কামড়াতে শুরু করল। এতে যন্ত্রণা সইতে না পেরে হাতিটি কাছেই এক নদীতে গিয়ে ডুব দিতে লাগল আর মাথা ঝাড়াতে লাগল। আর পিঁপড়াটিও হাতিটির মাথা আরও শক্তভাবে আকড়ে ধরে কামড়াতে থাকল।
এ দৃশ্য দেখে পাড়ে বসা কিছু পিঁপড়া অট্টহাসি দিত লাগল আর বলতে লাগল, "" চুবা, সালা হাতিটারে আরো জোরে চুবা। এবার চিনুক সালা। পিঁপড়া কাকে বলে ""।
(৩) একবার এক লোক গরম থেকে বাঁচার জন্য কি করা যায় সে ব্যাপারে আরেক লোকের সাথে আলোচনা করতে লাগলো।
ঐ লোকটি তাকে বলতে লাগলো,
প্রথমে সব দরজা জানালা বন্ধ করে দিবে যাতে গরম বেটা কোনদিকে না আসতে পারে। তারপর মোটা জামা পরবে যাতে গরম গায়ে লাগতে না পারে। মোটা শার্ট মোটা প্যান্ট পরবে, পায়ে মোটা মোজা পরবে যাতে গরম কোন ফাঁক-ফোকর দিয়ে শরীরে প্রবেশ না করতে পারে। এরপর বাইরে গিয়ে উঠানে বড় করে আগুন লাগাবেন যাতে গরম বেটা আগুন দেখেই পালায়।
(৪) এক লোক বাজারে গিয়ে ডিমের হালির দাম জিজ্ঞেস করলো। তখন দোকানি ভালো ডিম দেখিয়ে বলল,
ভালো ডিমের হালি ৪০ টাকা। আর এই যে কিছু ফাঁটা-ফুটা ডিম দেখতেছেন এগুলার হালি হল ৩০ টাকা।
ক্রেতা তখন বলল, তাইলে আমাকে ভালো ডিম গুলাই ফাঁটিয়ে ৩০ টাকা করে দিয়ে দেন।
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৬
হাফিজ হুসাইন বলেছেন: ধন্যবাদ আতিক ভাই। ভাই একটা প্রশ্ন আপনি এই লেখাটা কি প্রথম পাতায় দেখছেন? যদি প্রথম পাতায় দেখে থাকেন তবে দয়া করে জানাবেন। আমি আসলে জানি না যে আমার লেখা প্রথম পাতায় আসে কিনা। ধন্যবাদ
২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৫
মিঃ আতিক বলেছেন: না ভাই, প্রথম পাতায় লেখা আসতে হলে সেফ ব্লগার হতে হয়।
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৭
হাফিজ হুসাইন বলেছেন: ধন্যবাদ। তথ্য দেয়ার জন্য
৩| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১২:০০
হাফিজ হুসাইন বলেছেন: ধন্যবাদ আতিক ভাই। ভাই আপনার কি এ ব্যাপারে কোন ধারণা আছে যে আসলে কতদিন ধরে লেখালেখি করলে আমার লেখা প্রথম পাতায় আসতে পারে? আর সেফ ব্লগার আসলে কি তা বুঝি নাই ভাই। যদি একটু বুঝায় বলতেন। আমি আসলে নতুন ব্লগার। আশা করছি একটু বলবেন। ধন্যবাদ।
৪| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:২৬
ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর অবিরত লিখে চলুন ভাই ।
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮
হাফিজ হুসাইন বলেছেন: ধন্যবাদ। আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
৫| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন।
০২ রা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯
হাফিজ হুসাইন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৫
মিঃ আতিক বলেছেন: সুন্দর, লিখতে থাকুন।