![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর শ্রেষ্ঠতম আদালত হলো মানুষের বিবেক।
আঁধার দ্যুতির খুনসুটি, ঘন সবুজের ব্যাপিত অঙ্গে
আর, স্বশিল্পিত তুমি ইহলোক পেরিয়ে
হাত বাড়ালে শাশ্বত চিরলোকে
আপন সৃজনশীলতায় তুমি স্মিত, হলে আরো কিছু
নিশুতি রাতের চাঁদোয়া ছোঁয়ায়
চাই সতত বিদিত বিধানিক স্বীকৃতিটুকু
তার দূরতা ঘুচাতে দ্বেষ দেখালে তবু এগুলে পিছনে ফেলে
হৃদয়ের মতামতটা তব সাপিনী হয়ে
নীল করেছে করে সুসুন্দর হৃদয়
কৃষ্ণচূড়ার রক্ত রাঙ্গা ছুঁতে
চড়িলে আঁধারে তিমির চূড়ায়
একাকি তুমি অজ্ঞাত কুড়ালে পূতিগন্ধময় প্রসূনরাজি
উপরি শোভায় ভোমর হল সৎপিয়াসী প্রাণগুলো
নিভৃত অন্বেষী উদ্বেলিত পাখি হয়ে
বিষেল ঠুকতে চেলে সুদূর চাঁদোয়ায়
বাদ প্রতিবাদের সমুখ দ্বারে হানিলে ঘাত প্রতিঘাত
মানব একতায় শুধুই দিঠিলে প্রতিভাপ্রসূত ধারণাগলো
তবে হৃত প্রবুদ্ধতার কি মানে হয়
বোধের ফানুস উড়িয়ে শংকিলে ওপারের অবাধ জীবন
কালের প্রতিভূ মানুষগুলোর ফুলেল বুকে
তব দন্তনখরের বিষেল আঁচড়
করিল সমাধি সৌধ তব প্রশ্নবিদ্ধ জিজ্ঞেসিত
জানি অতীত ক্রিয়ায় বোধরা তোমায় তাড়িয়ে বেড়ায়
তাই বলো ওপাড় হতে তব পান্থ পথিকেরে
গতি রোধো বন্ধু সমুখে ঠাঁই নাই
©somewhere in net ltd.