নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি একটা খারাপ কাজ করেছো তার মানে তুমি একজন মানুষ; তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত হয়েছো তার মানে তুমি একজন ভাল মানুষ। \n\nwww.facebook.com/bandar.khola

হাফিজ রাহমান

পৃথিবীর শ্রেষ্ঠতম আদালত হলো মানুষের বিবেক।

হাফিজ রাহমান › বিস্তারিত পোস্টঃ

বিভ্রান্তিকর (!) কথকতা

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

৭১ প্রশ্নে পাকিস্তান ভারতকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সরল করে বিশ্লেষণ করতে হবে। পাকিস্তান শত্রু বেশেই শত্রুতা করেছে। আর ভারত বন্ধু বেশে শত্রুতা করেছে। মূল জায়গাতে দুজনই সমান। একাত্তরে ভারত সহযোগিতার নামে তাদের স্বার্থ উদ্ধার করেছে। অবিভক্ত পাকিস্তান ছিলো তাদের অস্তিত্বের জন্য চরম হুমকি স্বরূপ।

আজ আমরা পাকিস্তান নামে গাত্রদাহ অনুভব করি। কেন করি ? মুসলিমদের স্বতন্ত্র আবাস ভূমি সৃষ্টিতে কি বাংলাদেশের অবদান ছিলো না ? পাকিস্তান সৃষ্টি কি বর্তমানের খণ্ডিত পাকিস্তানেরই একক কৃতিত্ব ? পাকিস্তান নামটি তো আমাদের একাত্তরের স্বাধীনতার সূতিকাগার। পাকিস্তান না হলে কি আমাদের স্বাধীনতা অর্জিত হতো ! পাকিস্তান সৃষ্টির হাত ধরেই তো কিছু জালেমের জুলমের নাগপাশ থেকে মুক্তির স্বাদ আস্বাদন ! পাকিস্তান সৃষ্টির পর্ব উপেক্ষা করে আমাদের স্বাধীনতার ইতিহাস পূর্ণাঙ্গ হতে পারে না। কোরিয়া বিভক্ত হয়েছে। কিন্তু কোরিয়া নামকে তারা হৃদয়ের মণিকোঠায় লালন করে রেখেছে। কারণ কোরিয়া নাম কারো একক সৃষ্টি নয়। তাই তারা সীমানায় বিভক্ত হয়েছে; কিন্তু নামে বিভক্ত হয় নি। জার্মানি দ্বিখণ্ডিত হয়েছিল। সেখানেও ভূমি দ্বিখণ্ডিত হয়েছিলো; কিন্তু নাম দ্বিখণ্ডিত হয় নি। হতে দেয় নি। নিছক পরিচয়ের স্বার্থে পূর্ব পশ্চিম বেছে নিয়েছিল। সুতরাং পাকিস্তান নাম বা পাকিস্তান সৃষ্টির অবদান ওদের হাতে ছেড়ে দেয়া হলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

৭১ সত্য। এ ইতিহাস মুছে ফেলার সুযোগ নেই। তবে এ দ্বন্দ্ব কত কাল বেঁচে থাকবে ? লিমিটেড না আনলিমিটেড ? আমরা দেখি, চরম শত্রু প্রজন্মপরম্পরার এক পর্বে এসে চরম মিত্রে পরিণত হয়। এটা ইতিহাসের সচিত্র ধারা। ওরা অন্যায় করেছে। নগদ ফলও পেয়েছে। অনেক পাকিস্তানীদের সাথে কথা হয়েছে। তারা ৭১ ব্যাপারটিতে দুঃখ প্রকাশ করছে। দেখুন, আমরা রাজনৈতিক কারণেই ওদেরকে পরিপূর্ণ ঘৃণা করতে পারছি না। ওরা আমাদের দেশে আসছে। আমরা যাচ্ছি। ওদের পণ্য আমরা কিনছি। এভাবে পর্যালোচনা করলে দেখা যাবে, আন্তরিক ঘৃণা থাকলেও যাপিত জীবনে সে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাতে পারছি না। এ কারণে প্রশাসনকে পাকপ্রেমিক বলতে পারবেন না। বস্তুত ৭১ এর কারণে পুরো পাক জনতাকে দায়ী করা যায় না। গুটি কয়েকজন জালেমের ইশারাতেই ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকাণ্ডটি ঘটেছিলো। বস্তুত আমাদের দেশের প্রশ্নে পাক ভারত সমান। ওদের মধ্যকার যুদ্ধে কোনো পক্ষের প্রতি ঝোঁক সৃষ্টি হওয়াটা একান্তই প্রাকৃতিক। বিষয়টা বড় করে দেখার মত বিষয় নয় বলেই মনে করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.