![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সময়টায় এসে আমরা খুব বলতে শিখেছি
" ভালবাসি" OR " LOve U too Much"
আগের দিনে মানুষের ভালবাসা প্রকাশের ভাষাটা ছিল প্রাক্টিক্যল।
আর এ সময় ভালবাসা প্রকাশটা "show Off'র রঙ ধারণ করেছে।
ভালবাসার দায়িত্ব যেন "ভালবাসি" বলা পর্যন্তই!
সত্যিকার অর্থে কাউকে হৃদয়ে ধারণ করা বলতে যা বোঝায় তাঁর খুবই অভাব এই সময়ে । ( ইসলামী সীমা বিবেচ্য)
সদ্য বিবাহিতা জুটি'র ফেইসবুকে আপলোডিত ছবি'র মাঝে যতটা ভালবাসা প্রকাশিত হয়,
অতটা ভালবাসা পুরো জীবন জুড়ে ,একে অপরের দুর্গ হয়ে থাকত,
পুরো পৃথিবীটা ভালবাসাময় হয়ে উঠত।
ভালবাসাটা শুধু তাদের কাছেই প্রকাশ করুন ,যাদের সত্যিকার অর্থে ভালবাসেন।
জনসম্মুখে (ভারচুয়াল লাইফ) প্রকাশে তার ওয়েটটা হালকা হয়ে যায়।
যারা পরস্পরকে আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যেই ভালবাসে তাতে লোকদেখানো কিছু থাকতে পারে না।
ভালবাসা প্রকাশে বিলম্ব নয়!
ফটোফ্রেমের মাঝে বন্দী ভালবাসা গুলো কথা বলুক বাস্তব জীবনেও!
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১০
হাফসা বিনতে রাইয়্যান বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনার Query'র Answer এখানে পাবেন ,যদি আপনি জানার উদ্দেশ্যে করে থাকেন।
১) মহান আল্লাহ্ বলেনঃ' ( হে মুহাম্মদ!) তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালবাস তবে আমার অনুসরণ করো; আল্লাহ্ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের গুনাহ সমূহ মাফ করে দেবেন। আর আল্লাহ্ অতীব ক্ষমাশীল ও বড়ই করুণাময়।'
-(সূরা আল-ইমরানঃ ৩১)
২) ‘‘আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ্ ছাড়া অন্যকে আল্লাহ্র সমকক্ষরূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালবাসার মত তাদেরকে ভালবাসে; কিন্তু যারা ঈমান এনেছে আল্লাহ্র প্রতি ভালবাসায় তারা সুদৃঢ়।’’
(সূরা আল-বাকারা:১৬৫)
৩) রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃ যার মধ্যে তিনটি গুন বিদ্যমান, সে ঈমানের স্বাদ আস্বাদন করেছে। (১)যে আল্লাহ ও তার রাসূলকে সবচেয়ে বেশি ভালবাসে (২) যে কোনো ব্যক্তিকে শুধুমাত্র আল্লাহ্র সন্তুষ্টির জন্য ভালবাসে আর (৩)আল্লাহ্ যাকে কুফরীর অন্ধকার থেকে বের করেছেন,সে কুফরীর মধ্যে ফিরে যাওয়াকে আগুনের মধ্যে নিক্ষেপ করার মতো খারাপ মনে করে।
- (বুখারী ও মুসলিম)
৪) রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃ নিশ্চয়ই মহান আল্লাহ্ কিয়ামতের দিন বলবেনঃ যারা আমার সন্তোষ লাভের উদ্দেশ্যে পরস্পর ভালবাসার সম্পর্ক গড়েছিল, আজ আমি তাদেরকে আমার সুশীতল ছায়াতল স্থান দেব। আর আজ আমার ছায়া ছাড়া আর কোন ছায়া নেই।
-(মুসলিম)
২| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৩
মুফতি উবায়দুল্লাহ বলেছেন: জ্বী..
সহমত
৩| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৩
আহমেদ জী এস বলেছেন: হাফসা বিনতে রাইয়্যান ,
সত্যিকারের ভালোবাসা মুখ ফুঁটে বলার নয় সেটা ভার্চুয়াল কি বাস্তবে।
ওটা বুঝে নিতে হয় ..............
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১৬
ভ্রান্ত বিলাস বলেছেন: "( ইসলামী সীমা বিবেচ্য)"- বিবেচ্য সীমাটা লইয়া আরেকটা আল্লাঅলা পোস্ট দিয়া ফালাইয়ো।
আল্লারে ভালোবাসার কথা কুরান হাদিসের কোন জায়গায় আছে???????
কিন্তু ভ্য় পাওয়ার কথা আছে। হেই ভ্য় থেইকাই যখন লিখছ তখন আর কুরান হাদিস লইয়া মিছা কথা কওয়ার লাইগা গুনা হইবো না! বেহেস্তেও যাইবার পার, কে জানে কও?