নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শিশিরের মাঝে, সকালের সূর্যের কিরণে খোঁজ, আমি কে চিনতে পারবে। গোধুলীর লম্বা আলোয়, আঁধারের শুরুতে আমি থাকি তোমার দিকে তাকিয়ে।

গোধুলী বেলা

ঘুম কাতুরে

গোধুলী বেলা › বিস্তারিত পোস্টঃ

যাকাত ও প্রচলিত যাকাত ব্যবস্থা।

১০ ই জুন, ২০১৮ দুপুর ১:১৬


ইসলাম ধর্মের এক অন্যতম ইবাদতের নাম।
দারিদ্রতা দুরীকরনে ও অর্জিত অর্থ সম্পদের সঠিকতা লাভে এই যাকাতের বিকল্প কিছু নেই।
এইবার আসুন যাকাত প্রদানের বর্তমান চিত্রপট দেখি,
আমরা প্রতিনিয়ত দেখি অমুক নেতা বা অমুক ধনি বা অমুক ব্যবসায়ী রোজার শেষ দিকে যাকাত হিসেবে কাপড়(শাড়ি,লুঙ্গী) দিচ্ছে আর সেই যাকাত নেবার জন্য উপচে পড়া মানুষের ভির।
দুই বছর আগে যাকাতের কাপড় নিয়ে গিয়ে ব্যাপক প্রাণ হানী হল।
এইবার আসুন যাকাত কি?
সেটা জাননা যাক,
যাকাত ইসলামে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে ধনীদের সম্পদ (টাকা,অলংকার) এর উপর গরিব দের একটা হক আছে। আর সেটা পরিপূর্ণ ভাবেই আদায় করতে হবেই।
এই হক কিভাবে পালন করা দরকার বা করলে পালন হবে তা জেনে নেই।
দোকানের বাকি করা টাকা টা যেমন আপনাকে দোকানেই পরিশোধ করতে হয় ঠিক গরিবের এই হকটা তার বাড়িতেই আপনাকে পরিশোধ করতে হবে।
আপনি শাড়ী দিতে পারেন তবে সেটা মাইকিং করে,প্রচার করে বাড়িতে এনে নয়। আপনাকেই তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। কারন এইটা তার হক। আপনি সামান্য করুনা করাও হবে না।
আপনি বাড়িতে এনে যা দিবেন সেটা হয়ত দয়া করা হতে পারে কিন্তু যাকাত নয়।
যাকাতের টাকার মালিক পরিপুর্ণ ভাবে অই গরিব। এই খানে দয়া দেখানোর কোন সুযোগ নেই।
যাকাত কারা দিবে???
গত শুক্রবার জুমার ইমামসের ভাষ্যমতে
যদি কোন মুসলমানের কাছে একক বছর সময় ধরে ৫২.৫ তোলা রুপা ( যার বর্তমান মুল্য ৩৬০০০ টাকা)
তাকেই পরিশোধ করতে হবে।
যদি কারো কাছে সমস্ত ঋন পরিশোধ করার পর ৩৬০০০ টাকা পুর্ণ এক বছর থাকে তাহলে তাকে আওত করা ২.৫ টাকা করে মোট ৯০০ টাকা গরিবের হাতে পৌছে দিতে হবে।
এক বার দেখুন ইসলামের এই নিয়মটা কিভাবে দারিদ্রতা দূর করে।
দেষের এক জন শীর্ষ ধনীরর সম্পদের পরিমান ১০ হাজার ৪০০ কোটি টাকা
তাহলে তার সম্পদের ২.৫% হিসাব করলে দাঁড়ায় ২৬০ কোটি টাকা।
বাকি ধনীদের হিসাব করার দরকার আছে বলে মনে হয়না।
এইবার আসুন ২৬০ কোটি টাকায় কত জন মানুষকে স্বাবলম্বী করা সম্ভব??
আপনি ২ লাখ করা টাকা দিলেও ১৩ হাজার অভাবী দের স্বাবলম্বী করতে পারবেন। এই টাকা পেলে তাকে আর পরের বছর যাকাত দিতে হবে না। বরং সেই যাকাত দিবে।
দেশের প্রায় ৩০% মুসলমান আছে যাদের উপর যাকাত ফরজ। তারা যদি এই ভাবে হিসেব করে যাকাত আদায় করে তাইলে কয় বছর লাগবে দারিদ্রতা দূর হতে????
মনে রাখবেন ৫ ওয়াক্ত নামাজ,রোযা,হজের মত ফরজ ইবাদত যাকাত।
আল্লাহ আমাদের সবাইকে যাকাত দিয়ে নিজের ফরজ ইবাদত পালন করার তাউফিক দান করুন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৮

লাবণ্য ২ বলেছেন: সুন্দর পোস্ট।

২| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:২৪

ক্স বলেছেন: কিন্তু মাল মুহিতের কাছে তো চার হাজার কোটি টাকা কিছুই না। আপনি তো একজন গরীব মানুষকে ১০টাকাএ বেশি দিতে রাজী হবেন না। তাহলে দারিদ্র কমবে কি করে?

৩| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:২৫

সনেট কবি বলেছেন: সুন্দর পোস্ট।

৪| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: জাকাত বছরে একবার দিলে কি হয়? কিছুই হয় না?

৫| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৫০

গোধুলী বেলা বলেছেন: জনাব ৩৬ হাজার টাকার মালিক প্রায় আমরা সকলেই। এক বছর যে যাকাত নিবে, পরের বছর সেই যাকাত দেবার ক্ষমতা অর্জন করবে আশা করি।

৬| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৫

গোধুলী বেলা বলেছেন: যদি তারা আল্লাহ কে বিশ্বাস করেন তাইলে জেনে রাখুন কিয়ামতের দিন তাদের ও হিসাব দিতে হবে।
আমি আমার জায়গা থেকে ক্লিয়ার থাকতে পারি যে,এই কামনা করি।
আসলে যাকাত দিলে তো নিজের সম্পদ বিশ্বদ্ধ হবে।

৭| ১০ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দেশে মাত্র ২/৩ টি প্রতিষ্ঠান সিস্টেমেটিক জাকাত নিচ্ছে এবং দিচ্ছে। যেমন - সেন্টার ফর জাকাত ম্যানেজম্যান্ট, মসজিদ কাউন্সিল ইত্যাদি। ধনী ব্যক্তিরা যদি টার্গেট করে কাউকে সাবলম্বী করতে পারে তাহলে দরিদ্র মানুষ থাকত না। এখন যেভাবে সবাই মসজিদের সামনে ১০ টাকা, বাড়ির সামনে শাড়ী, লুঙ্গী দেয় এভাবে দারিদ্রতা যাবে না..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.