নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আজব শোনাচ্ছে তাই না!!
আজ থেকে প্রায় ২০ বছর আগে আমাকে চিন্তায় ফেলে দেয়া হয়েছিলো "কি নিয়ে চিন্তা করছি" এই কথা বলা।
জানতামই না চিন্তা জিনিষটা কি।
আজ ২০ বছর পর চিন্তাভাবনা নিয়ে আবারও একটু চিন্তা করতে ইচ্ছে হল।
চিন্তা হচ্ছে এক অবিরাম চলমান একটা কার্যক্রম যা বোধ শক্তি হবার পর থেকে (জন্মের পর) চলে মৃত্যু পর্যন্ত।
চিন্তার ধরনঃ চিন্তা বেশ কয়েক ধরনের হতে পারে।
কিছু কিছু তুলে ধরার চেষ্টাকরা হল-
শ্রেনীভেদঃ
১)সাধারন চিন্তা (নিচু শ্রেনী/উঁচুশ্রেণী )
২)মধ্যম চিন্তা (মধ্যম শ্রেনী)
৩)উঁচু চিন্তা (উঁচুশ্রেণী শ্রেনী)
গুনগত ভাবে দুই প্রকার
১)ভালো চিন্তা
২)মন্দ চিন্তা
সামাজিকতারদিক থেকে আবার দুই প্রকার
১)সামাজিক
২)অসামাজিক
চাহিদার দিক থেকে আবার কয়েক প্রকার হতে পারেঃ
১)জৈবিক
২)অজৈবিক
৩)মানসিক
৪)পার্থিব
৫)অপার্থিব
চিন্তার এই প্রকারভেদ করা আসলেই চিন্তার বিষয়। তবে চিন্তা নিয়ে আমাদের সঠিক জ্ঞান থাকলে হয়ত নিজেকে বা পরিবারকে বা সমাজকে এক সুন্দর পথে যাবার কথা বলতে পারব।
মানুষ হিসেবে সব ধরনের চিন্তাভাবনা নিয়েই আমাদের বসবাস আর এই জন্যই আমরা দেখি উঁচুশ্রেণির মানুষরাও মাঝে মাঝে (বর্তমানে প্রায়) সাধারন চিন্তাভাবনা/অসামাজিক/মন্দ চিন্তার কাজ গুলোর বাস্তব প্রতিফলনকরে থাকে।
আমার মনে হয় আমাদের পরিবারের সবাইকেই এই চিন্তা নিয়ে ধারণা দেয়া উচিত।
কি আমার কথায় চিন্তায় পরে গেলেন!!!!
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮
তারেক_মাহমুদ বলেছেন: চিন্তার কি আর শেষ আছে।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: চিন্তা করতে করতেই জীবন গেল।