নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শিশিরের মাঝে, সকালের সূর্যের কিরণে খোঁজ, আমি কে চিনতে পারবে। গোধুলীর লম্বা আলোয়, আঁধারের শুরুতে আমি থাকি তোমার দিকে তাকিয়ে।

গোধুলী বেলা

ঘুম কাতুরে

গোধুলী বেলা › বিস্তারিত পোস্টঃ

মুসলিম ও বাঙালি

২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৪

প্রায় ১৪ শত বছর পূর্বে মুহাম্মদ (সাঃ) এর আগমনে পৃথিবীতে ইসলাম ধর্মের আগমন। ইসলাম শুরুতে শুধু আরব জাতির মাঝে সীমাবদ্ধ থাকায় তখন এর প্রচার বা প্রসার বা মান্যতায় খুব বেশি দ্বন্দ্বের সৃষ্টি হয়নি ( যুদ্ধ,কলহ ছাড়া)।
কিন্তু ইসলাম যখন আরবদের ছাড়িয়ে অন্য রাষ্ট্রগুলোতে বিস্তার লাভ করল তখনই কিছু কিছু জাতিগত দ্বন্দের উদ্ভব হল। যেমনঃআরবদের হাত ধরে উপমহাদেশে ইসলামের প্রচার ও প্রসার লাভ। সুফি, মুসলিম ব্যাবসায়ীদের দ্বারা প্রথমে সবাই ইসলামকে জানতে পারে। এইভাবেই ইসলামের সুচনা হয় আর এরি ধারাবাহিকতায় মুসলিম রা প্রায় ৭০০ বছর এই উপমহাদেশে শাসন করে। এই সুযোগে ভারত উপমহাদেশে ইসলামের ব্যাপক প্রসার লাভ। ৪৭ এ ২ টা রাষ্ট্রের উৎপত্তি হয় শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে।
এর পর বাংলাদেশ স্বাধীন হলে আমরা মুসলিম ও বাঙালি এই দুই পরিচয়ে বড় হই।
আর এই দুই পরিচয়ে বড় হতে গিয়ে মাঝে মাঝে নিজেদের মাঝেই কিছু কিছু দ্বন্দের উদ্ভব হয়। আর মুসলিম ও বাঙালি সাংস্কৃতির পার্থক্য অনেক। হাজারো বছর ধরে বয়ে চলা বাঙালি সাংস্কৃতিক দিক গুলো ইসলামের সাথে অনেকাংশেই সাংঘর্ষিক।
আর এই বাঙালি সাংস্কৃতিক মূলত হাজারো বছর ধরে বয়ে চলা ধর্মীয় প্রনালীর রুপান্তরিত রুপ।আর এক জন মুসলিম বাঙালি হিসেবে আমাদের দুই দিকটাই খেয়াল রেখে চলতে হবে।

দুইটা দিক খেয়াল রাখতে গেলে অবশ্যই দেখতে হবে আমার দ্বারা যেনো কোনটি অবমাননাকর না হয়।
ইসলামে যে কাজটি স্পষ্টভাবে নিষিদ্ধ তা থেকে বিরত থাকা।
বাঙালি কালচারে যে কাজটি ইসলাম সমর্থিত নয় সেটা থেকে বিরত থাকুন।

আর ইসলাম সবসময় মধ্যম পন্থাকে বেছে নিতে বলেছে। ধর্ম নিয়ে কোন বারাবারি নেই। যারা এই গুলো করবে তারা বেশি আবেগতাড়িতভাবেই করছে। দেশের আইন আছে সে অনুযায়ী দোষীদের শাস্তির ব্যাবস্থা হবে।

আপনার চোখে কিছু খারাপ লাগলে অবশ্যই বলবেন, প্রতিবাদ করবেন তবে তার জন্য নিয়ম আছে, নিয়মহীন কোন কিছুই গ্রহণযোগ্য নয়।

পরিশেষে এইটাই বলব সহিষ্ণু হতে হবে সকল ধর্মের সবাইকেই। আপনি যখন ইউরোপ অথবা আমেরিকায় যাচ্ছেন তখন বাঙালি বলেই প্রথমে পরিচয় হয়।

আবেগ তারিত হবার আগে ভাবতে হবে আমার আবেগ জাতির জন্য কোন ক্ষতির কারন হচ্ছে কিনা?
আপনি ভালো কিছু করতে না পারেন ঠিক আছে কিন্তু ক্ষতি করার আধিকার আপনার নাই।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২১

নতুন বলেছেন: আমাদের দেশের মানুষ হয়েছে ভন্ড....

সুদ হারাম কিন্তু বেশির ভাগ মুসলিমই কিন্তু ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছে, অনেকেরই সন্চয়পত্র, ফিক্সডডিপোজিট আছে।
ঘুষ খাওয়া হারাম, কত % মুসলিম আছে যারা চাকুরী করে কিন্তু ঘুষ খাচ্ছে না? ব্যবসায় ভ্যাজাল দিয়ে বা অন্য উপায়ে মানুষ ঠকাচ্ছে না? ৫%? ১০%? ১৫% এর বেশি হতে পারেনা।
যৌতুক নেওয়া? নারীদের নিযাতন? <<<< লিস্টটা খুবই লম্বা হবে...

এই লিস্ট ধরে চারিপাশে দেখলে ধমের নিষেধ আছে এমন কাজ করছেনা এমন মুসলিম সমাজে কয় জন পাবেন?

কতজন ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে? কতজন ৫ ওয়াক্ত নামাজ পরে?

কিন্তু কতজন রাসুল সা: এর নামে কটুক্তি কারীর ফাসির দাবি নিয়ে মিছিল করতে গিয়েছে?????

সমাজের এই ভন্ডামী বন্ধ না হলে এই রকমের কাজ কমবে না।

২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫১

গোধুলী বেলা বলেছেন: অনেক সুন্দর মতামত। আমিও সেটাই মনে করি।

২| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ১:১৬

শাহিন-৯৯ বলেছেন:



আপনার লেখায় যুক্তি আছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমার একদম পছন্দ নয়।

২২ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫২

গোধুলী বেলা বলেছেন: ধর্ম পালনে যদি কেউ বাধা প্রদান করে তখন কথা বলা যায়। এইখানে তো এমন কিছু হয়নি।

৩| ২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: ধর্মের নামে মানুষ যদি এমন উগ্র হয় এমন ধার্মিক হবার সার্থকতা কোথায়?

২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৩

গোধুলী বেলা বলেছেন: ইসলাম মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলে। কোথাও বলা নাই অন্য ধর্মের লোকদের নির্যাতন করার কথা।
যারা এই কাজ গুলো করে তারা ইসলামকে না জেনেই করে।

৪| ২২ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমরা ধর্ম'র চেয়ে হুজুগে বেশী মাতি। যে কারণে আমাদের জাতির নাম হয়েছে হুজুগে বাঙালী...

২২ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৪

গোধুলী বেলা বলেছেন: সহমত। আর এই হুজুগে জাতির মুক্তি যে কবে আসবে?

৫| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। + +
মৌ্লিক চিন্তার প্রকাশকে স্বাগত জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.