নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের শিশিরের মাঝে, সকালের সূর্যের কিরণে খোঁজ, আমি কে চিনতে পারবে। গোধুলীর লম্বা আলোয়, আঁধারের শুরুতে আমি থাকি তোমার দিকে তাকিয়ে।

গোধুলী বেলা

ঘুম কাতুরে

গোধুলী বেলা › বিস্তারিত পোস্টঃ

আয়কর

১৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯



চলছে আয়করমেলা। ১৪-২০ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা।
গতকাল দেশের উন্নয়ন কর দিয়ে আসলাম।

আসুন জেনে নেই আপনার করের হিসাব
উক্ত হিসাব শুধু চাকুরীজীবিদের জন্য
আপনার আয় দুইভাগে বিভক্ত।
১)করমুক্ত
২) কর প্রদেয়

১)করমুক্ত আয় সমুহ।

*বাসা ভাড়া ভাতা
* যাতায়াত ভাড়া ভাতা
* চিকিৎসা ভাতা (বার্ষিক মুল বেতনের ১০%)

২) কর প্রদেয় আয় সমুহ
*মূল ভাতা
*চিকিৎসা ভাতা (মোট চিকিৎসা ভাতা-মুল বএতনের ১০%)
*বোনাস
আসুন একটা উদাহরন থেকে দেখে নেই

মি.এক্স এর বার্ষিক আয়ের হিসেবটি লক্ষ করি।
মুল বেতন ২৫০০০০ টাকা
বাড়ি ভাড়া ১৫০০০০ টাকা
যাতায়াত ভাড়া ১৫০০০ টাকা
চিকিৎসা ভাতা ৩০০০০ টাকা
বোনাস ১৫০০০ টাকা।
তার করমুক্ত আয়= বাড়ি ভাড়া+যাতায়াত ভাড়া+চিকিৎসা ভাতা (মূল বেতনের ১০%)
=১৫০০০০+১৫০০০+(২৫০০০০★১০%)
=১৯০০০০/=
কর প্রদেয় টাকা=মূল বেতন+(প্রদেয় চিকিৎসা ভাতা-চিকিৎসা ভাতা মূল বেতনের ১০% ) +বোনাস
=২৫০০০০+(৩০০০০-২৫০০০)+১৫০০০
=২৭০০০০/=
কর মুক্ত আয়সীমা ২৫০০০০ টাকা। সুতরাং আপনাকে কর প্রদান করতে হবে ২৭০০০০-২৫০০০০=২০০০০ টাকা
উক্ত ২০০০০ টাকা ১০% হারে কর দিতে হবে অর্থাৎ ২০০০০*১০% =২০০০ টাকা।

যদি কোন ডিপোজিট, সঞ্চয়পত্র,ইন্সুরেন্স থাকে তার জন্য আলাদা কর দিতে হবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আয়করের নাম শুনলেই অনেকের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে।
টাকা দেয়া ছাড়াও পুরো প্রক্রিয়াকে জটিল মনে হয়। ফলে সামর্থ্য
থাকার পরও অনেকে কর দেন না। আবার করদাতা শনাক্তকরণ
নম্বর (টিআইএন) থাকলেও অনেকে রিটার্র্ন জমা দেন না।
তাই করদাতাদের ভীতি নয় সহজ পদ্ধতিতে কর দেবার জন্য্
উৎসাহিত করতে হবে।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৮

গোধুলী বেলা বলেছেন: যথার্থ বলেছেন।

২| ১৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: আয়কর দিলেও লাভ কি??
দেশের টাকা তো সব লুটপাত হয়ে যায়।

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৯

গোধুলী বেলা বলেছেন: এক সময় সবাই সচেতন হবে এই স্বপ্ন দেখি দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.