নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্রব্যমূল্যের উর্ধগতির সাথে তাল মিলিয়ে বেড়েছে আমাদের দেশের ঘুষবাজার।
এক সময় যে কাজ ১ লাখ দিয়ে হত আজ সেটা ১০ লাখে পৌঁছেছে।খুব কমই বাংলাদেশী পাওয়া যাবে যে কিনা জীবনে ঘুষ দেয়নি বা দিতে হয়নি।
সরকারি থেকে বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠান এই ঘুষ বানিজ্যের সাথে সরাসরি যুক্ত সততার মাথা খেয়ে আজ সবাই এই অমৃত খাদ্যের প্রতি ঝুঁকছে।
উপরে দেয়া ছবিতে তাকালে প্রতীয়মান হয় আমরা কত বর্বর এক জাতি।
আমার ব্যাক্তিগত জীবনেও ৩ বার ঘুষ দিতে হয়েছিলো যার দুইবার ছিলো বড় পরিমানে (কোন চাকুরীর জন্য নয়)
৩য় বার যখন ঘুষ দিলাম সেটা মিষ্টি খাবার জন্য পুলিশ এস আই নিয়ে গেলো।
আমার মত অনেক সহব্লগারদেরও একই অভিজ্ঞতা থাকার কথা। মন্তব্যের মাধ্যমে জানতে পারব আশা করি।
যত দিন না এই দেশের সরকার,প্রশাসন সচেতন হবে ততদিন এইটা বন্ধ হবে বলে মনে হয়না
১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬
গোধুলী বেলা বলেছেন: কিন্তু এই ব্যাবস্থার সমাপ্তি দরকার।
২| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪২
সুপারডুপার বলেছেন: ঘুষ তো বাংলাদেশের মানুষরা উপহার দেওয়ার মত স্বাভাবিক ভাবে মেনে নিয়েছে
১) আর ঘুষ নির্ধারণ হয় ঘুষ গ্রহীতা ও ঘুষ দাতা মধ্যে কোনো একটি সুবিধাজনক অবস্থানে। যেমন : বিদ্যুৎ বিলের টাকার অংকের উপর নির্ভর করে ঘুষ নির্ধারণ হয় যাহাতে ঘুষ দাতা সুবিধাজনক অবস্থায় থাকতে পারে। তেমনি ট্রেনের টিকিটের জন্য , যদি ভাড়া ৩০০ টাকা হয়। সেখানে যদি টিকেটে চেকার ১৫০ টাকা নেয়। স্বাভাবিক ভাবেই ঘুষ দাতা মেনে নেয়।
২) অনেক সময় কাজ দ্রুত হওয়ার জন্য ঘুষদাতা ঘুষ দিতে আগ্রহী হন। যেমন : পাসপোর্ট অফিসে পাসপোর্ট দ্রুত ১-২ দিনে হওয়ার জন্য , শিক্ষাবোর্ড অফিসে দ্রুত সার্টিফিকেট পাওয়ার জন্য , ভূমিঅফিসে দলিলপত্রের কাজ তাড়াতাড়ি হওয়ার জন্য।
৩) অবৈধ জিনিস ছাড়ানোর জন্য ঘুষ দিতে হয়। যেমন : পুলিশ ও আদালতে প্রায়ই এই ঘুষ দেওয়া নেওয়া চলে।
৪) ঘুষ গ্রহীতাদের যেহেতু ঘুষ নিতে নিতে অভ্যাস হয়ে গেছে। অনেকে ক্ষেত্রে বৈধ কিছুর জন্যও ঘুষ না দিলে কাজ হয় না। যেমন : অবসর ভাতা পাওয়ার জন্য ঘুষ দিতে হয়।
৫) ঘুষ চক্র আকারে চলে বলে সবাই কম বেশি ঘুষ খায় ও দেয়। যেমন : মসজিদের হুজুরও যেখানে ভালো খাওয়া দাওয়া ও টাকা পাওয়া যাবে , তার বাসায় কোরআন শরীফ খতম করতে চায় , সবার আগে কুরবানী দিতে যান ইত্যাদি। আর মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ঘুষ নেওয়ার কাহিনী সবার-ই জানা।
ঘুষ দেওয়া ও নেওয়ার আর ও অনেকগুলো কারণ আছে। মূল থেকে মাথা পর্যন্ত বাংলাদেশ ঘুষ দ্বারা আচ্ছন্ন। কঠোর শাস্তি না হলে , বাংলাদেশে কখনো ও ঘুষ বন্ধ হবে না।
১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭
গোধুলী বেলা বলেছেন: উপরের পয়েন্ট গুলোর সবই সত্য
আমার মনে হয় সরকার প্রশাসন যদি কঠোর উদ্যোগ নেয় তাহলেই সম্ভব।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫২
ঢাবিয়ান বলেছেন: সরকারী চালুরিতে ভাল জায়গায় বদলীর জন্য শুনেছি কয়েক লাখ টাকা ঘুস দিতে হয়। তানাহলে পোস্টিংদিয়ে দেয় বান্দরবন, তেতুলিয়া
১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮
গোধুলী বেলা বলেছেন: অনেকটা তাই
৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: সামান্য ট্রেড লাইসেন্স করাতে গেলেও ঘুষ দিতে হয়।
পাসপোর্ট ভেরিফিকেশোনের জন্য টাকা দিতে হয়।
এমন কোনো জায়গা নেই যেখানে বাড়তি টাকা না দিতে হয়।
১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮
গোধুলী বেলা বলেছেন: কিন্তু এর সমাধান কি নেই?
৫| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৭
সুপারডুপার বলেছেন: প্রকাশ্যে ঘুষ চাইছেন আদালতের এই নারী সেরেস্তাদার, ভিডিও ( যুগান্তর ডেস্ক ১৬ নভেম্বর ২০১৯)Click This Link
বাংলাদেশে ঘুষ নেয়া ‘অন্যায়’ নাকি ‘অন্য আয়’! চিন্তার বিষয় !!!
১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯
গোধুলী বেলা বলেছেন: অন্য আয়
৬| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:০৪
করুণাধারা বলেছেন: গ্রাফের সাহায্যে প্রমাণ দিয়ে নিশ্চিত করলেন যে, আমরা আরেকবার প্রথম হয়েছি।
ঘুষ দেবার কথা জানতে চেয়েছেন! বলেনতো সরকারি কোন অফিসে ঘুষ ছাড়া কাজ হয়?
১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫০
গোধুলী বেলা বলেছেন: এই সিস্টেম কি বদলাবেনা?
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১২
হাবিব বলেছেন: ঘুষ দিয়ে দিয়ে আমরা শিখাইছি ঘুষ খাওয়া