নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোস্তফা হায়দার

হায়দারঢাকা

মোস্তফা হায়দার। জেনারেল ম্যানেজার, ডেসমি বাংলাদেশ।

হায়দারঢাকা › বিস্তারিত পোস্টঃ

লাঙল, জমি ও কৃষক উপখ্যান

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৪১

লাঙল, জমি ও কৃষক উপখ্যান

মোস্তফা হায়দার



১।।

চাষবাস করে বুঝলাম সময় হয়েছে...



সাধ্যমত শ্রম বিনিময়ের ফসল ফলতে বসেছে এবার!

যোগ্য কৃষক আমি, তবু যেন ভয়-

ফসল আমার, খাজনা দেবো, তবু সংশয়!

জানি না এ জমি কার

তবু যেন এ দ্বিধাতেই আনন্দ আমার!



২।।

আসলে লাঙল জমি কৃষক একতারায় এক সুর,

আর কে চায় লাঙল ফলায় মরচে ধরুক?

তাই পূর্ব পুরুষের শান দেয়া পৌরষ আমার

জমি চষে এলোমেলো করে তৃষ্ণার্ত ঘাস, মাটি, ফুল

ও এতদিনের দিনরাত সভ্যতা,

কে থামাবে এই বেসামাল ফলা!



৩।।

অবশেষে সোনালী ফসল আসছে, বাজারজাত হবে,

আর আমি নিজেই নিজ ফসল নাশে

কাস্তে নিলাম হাতে!

বাঁচতে দেয়া যায় না এসব জীবন আর তাই

ফসল পোড়াই, লাঙল চষি, জমি খোয়াই



এই হলো আমাদের প্রাচীন ইতিহাস।



৪।।

এখন আর ভয় নেই খাজনার



আমি জ্যোস্নার অসুবুজ আলোতেও

সবুজের খোঁজে নেমে পরি মাঠে,

জমি চষি যদিও ভয় পাই ফসলের ডাকে, আর

ঈশ্বর শাসাই কাস্তে হাতে...



৫।।

আমরা যখন এমন খুনি প্রতিদিন,

অন্তত একদিন চাষবাস বন্ধ করে অনাহারে থাকি,

আর তাতে না হয় বেঁচে যাক এক পৃথিবী মানুষ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.