| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজি নববর্ষটি শুরু করেছিলাম জেলখানায় ।আর বাংলা নববর্ষটি বাহিরে। ভিন্ন এক অনুভুতি ছিলো ইংরেজি নববর্ষের সেই দিনে। যেখানে নতুন বছরের নতুন রং বেরং এর পোষাক নাই। স্বাদের স্বাদের খানা নেই। শুভেচ্ছা উপহার নেই। প্রেয়সীর প্রেম নেই। আকাশে বাতাসে আনন্দ নেই।
এ দিনটিতে ভিন্ন কোন রং নেই যারা এখনো জেলখানায়। অন্যান্য দিনের মতোই সাদামাটা দিন সেখানে। বছরের পর বছর ঘুরে যায় কিন্তু অসংখ্য বন্দীরা নতুন বছরের এ দিনকে দেশের অন্যান্যদের মতো উদযাপন করার চিন্তাও করে না।
এটাই নিয়তি।
মু্ক্ত আকাশ বাতাসের সাথে যার কোন মিল নেই। সেখানে সব আছে কিন্তু সেই শুধু স্বাধীনতা। এ স্বাধীনতার জন্যই কত হাহাকার সেখানে.............. যা অনুভব করা সম্ভব না যদি না সেখানে অতিবাহিত করা যায়............. ভালো থাকুন বন্দীগন।ফিরে আসুন আবার আমাদের মাঝে ........... প্রত্যশায়।
©somewhere in net ltd.