![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধানমন্ত্রী বলেন, তখন আমি আমার সামরিক সচিব আবেদিনকে (মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদিন) বলেছিলাম, তুমি তো চট্টগ্রামের লোক, রাস্তাঘাটের এ দুরবস্থা কেন, খবর নাও। সে খবর নিয়ে বলেছিল, দ্রুত ঠিক হয়ে যাবে। তখন ছিল ২০১৫ সাল, ২০১৭ সালে এসেও দেখি রাস্তাঘাটের অবস্থা আগের মতোই। কেন হয়নি, এটা আমি মেয়র সাহেবকে জিজ্ঞাসা করলাম। এই দেরিটা কেন হচ্ছে, সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে। আমরা চাই না, চট্টগ্রামের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তাঘাটের এত দুরবস্থা থাকুক। কাজ যদি করতে না পারে তাহলে ব্রিজ খুলে রেখে দেয়া হবে কেন ? কোনো কন্ট্রাক্টর নিশ্চয় করছে কাজটা। তাকে জিজ্ঞেস করা হচ্ছে না কেন ? সমস্যা থাকলে সমাধান হবে না কেন ? এই সমস্যার সমাধান করার জন্য আর বিলম্বের জন্য আমাকে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, আমি নেব। কিন্তু আমি আগামীবার এসে যেন রাস্তার এই দুরবস্থা আর না দেখি।
©somewhere in net ltd.