নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ বন্ধ করে দেখুন।

আমারে চিনলে আমি অনেক কিছু। না চিনলে কেউ না।

আধা ভেজা বিড়াল

আমারে চিনলে আমি অনেক কিছু। না চিনলে কেউ না।

আধা ভেজা বিড়াল › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফোন বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? মোবাইল ফোনের জন্য দি ইকোনমিস্টে বাংলাদেশ আবার শিরোনাম হলো ???

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

মোবাইল ফোনের চেয়ে ভয়াবহ অস্ত্র আর কি হতে পারে?

এই মুবাইল বাংলাদেশকে পুরাই বদলায় দিছে।

মোবাইল সত্যিকার অর্থে মানুষের সাথে মানুষের কানেকশন তৈরী। এ রিয়েল কানেকশন।

ইন্টারনেট এসে ঢুকলো মোবাইল ফোনে, এখন অজ পাড়াগায়ের একজন মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে পারে, আমি সখিনা, দিনাজপুরে খুব ঠান্ডা পড়ছে।

মোবাইল ফোনে পরিচয়, মোবাইল ফোনে এখন বিয়েও হয়।



মোবাইল ফোনের সবচেয়ে বড় বিপ্লব হচ্ছে, একটা আস্ত ব্যাংক মোবাইল ফোনে ঢুকে গেছে।

এখন আর ব্যাংকে গিয়ে কেরানির সামনে লাইনে দাঁড়ানোর যুগ শেষ।

গত বছর বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের শাখা তেমন বাড়ায় নি, সবাই ঝাপিয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং নিয়ে।



একটা ২০০০ টাকা দামের সেটের ভেতর গ্রামের লোকজন লাখ টাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। টাকা চালাচালি হচ্ছে মোবাইল ফোনেই। ঢাকার টাকা মুহূর্তের চলে যাচ্ছে রংপুর।



দেশে চলছে মোবাইল বিপ্লব।



মোবাইল দেশ বদলে দেবে, আমি নিশ্চিত।



আরও নিশ্চিত হলাম, বিশ্ববিখ্যাত দি ইকোনমিস্ট পড়ার পর।

ইকোনমিস্ট পত্রিকা বাংলাদেশে খুবই আলোচিত। বাংলাদেশ সম্পর্কে ভয়াবহ সব নেগেটিভ নিউজ করে এই পত্রিকা এখন সবার নজরে।



এই চরম নিন্দুক সম্প্রতি বাংলাদেশের প্রশংসা করে একটা লেখা ছেপেছে।

আমি লেখা পড়ে পুড়াই হতভম্ব।



জয় মোবাইল, মোবাইল জিন্দাবাদ।



মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

হাসান ফেরদৌস বলেছেন: মোবাইলের এই প্রসারে অনেকেই একে অস্ত্র হিসেবেও ব্যবহার করছে

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

আধা ভেজা বিড়াল বলেছেন: সেটা করছে। তবে ব্যাপারটা সাময়িক।
একটা নতুন প্রযুক্তি ঢুকলে প্রথম দিকে এই সমস্যা হয়। তারপর শুরু হয়, একে পজিটিভলি কীভাবে কাজে লাগানো যায়, সেই আইডিয়া।
দেখেন, বাংলাদেশ ই কমার্স নয়, এম কমার্সের দিকে এগিয়ে যাচ্ছে।

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

কালবৈশাখীর ঝড় বলেছেন:
১৯৯৭ এ মোবাইল ফোনের মনপলি আইন রদ করে ৩ টি ফোন কম্পানী কে লাইসেন্স দেয়া হয়। ইউনুসের গ্রামিন ও এক বিএনপি নেতাকে একটেল ও একটি মালয়েশিয়ান কম্পানি সেবা (পরে বাংলালিংক) এই তিনটি কম্পানিকে বিনা লাইসেন্স ফিতে GSM ফোন চালানোর অনুমতি দেয়া হয়।

একই সাথে Channel I, ATN Bangla ও ETV কে বেসরকারি টেলিভিশন চালানোর অনুমতি দেয়া হয়।

এই দুটি যুগান্তকারি সিদ্ধান্ত দেশটিকে আমুল পালটে দিয়েছিল। এই দুটি সেক্টরে বর্তমানে প্রায় ১ কোটি নাগরিকের বিভিন্ন ভাবে কর্মসংস্থান হয়েছে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

আধা ভেজা বিড়াল বলেছেন: তবে মোবাইল ব্যাংকিং সত্যিকার অর্থেই বাংলাদেশে এক নয়া বিপ্লব নিয়ে আসছে, এটা অস্বীকার করার উপায় নেই।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

আধা ভেজা বিড়াল বলেছেন: একদম ঠিক কথা বলেছেন।
মোবাইল অ্যাপসের উপর ভিত্তি করে অনেক ফার্ম তরুণরা গড়ে তুলেছেন।
মোবাইল ব্যাংকিং তো সব সাফল্যকে ছাড়িয়ে গেছে।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

এম আর ইকবাল বলেছেন: সব কিছুর পঝেটিভ সাইট ও আছে ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

আধা ভেজা বিড়াল বলেছেন: সেটাই। বিকাশ আসলেই একটা বড় কাজ করে দেখিয়ে দিয়েছে।

মোবাইল ব্যাংকিক। সাধারণ মানুষক ব্যাংকিক সেবার আওতায় নিয়ে এসেছে। জাতিকে ব্যাংকিংয়ের আমলাতন্ত্র থেকে আমাদের উদ্ধার করেছে।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

হিমু বলছি বলেছেন: আমি হিমু হিসেবে মোবাইলের ব্যবহারের ঘোরতর বিরোধী।

কিন্তু আপনার লেখা পইড়া মনে হচ্ছে একটা মোবাইল না নিলে হিমুগিরি চালানো কঠিন হয়ে যাবে।

আমার তো টাকা নাই।

দেখি রূপাকে বলে।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

আধা ভেজা বিড়াল বলেছেন: হিমু ভাই, মোবাইল ফোন নিয়ে ফেলেন। আসলে দরকার। একটা ব্যাংক একাউন্টও খুলে ফেলুন মোবাইলে, আপনার পাঞ্জাবিতে তো আবার পকেট নেই।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

আধা ভেজা বিড়াল বলেছেন: @ হিমু, ভাই, এখনি রূপা ভাবীকে বলেন মোবাইল কিনে দিতে। মোবাইল ছাড়া হিমুগিরি কেন, কোনো গিরিই সম্ভব না।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২১

হিমু বলছি বলেছেন: রূপাকে ভাবী বললেন কেন?
আমি কি রূপাকে বিয়ে করেছি? আপনি তো আমার হিমুগিরি ছুটিয়ে দেবেন দেখছি। @ আধা ভেজা বিড়াল

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

মেহেদী হাসান মানিক বলেছেন: হো হো আরও বেশি বেশি মোবাইল ইউজার হোক

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

আধা ভেজা বিড়াল বলেছেন: মোবাইল ইউজার এমনিতেই বেশি আছে। মোবাইলকে মাল্টিপারপাস করে ফেলতে হবে। মোবাইল দিয়ে যদি ব্যাংকের কাজ চালানো যায়, তাহলে মন্দ কি?

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

ধুম্রজ্বাল বলেছেন: খুবই ভালো লাগলো। চারিদিক এত অশান্তি

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

আধা ভেজা বিড়াল বলেছেন: @ মেহেদী হাসান মানিক

মোবাইল ইউজার বাড়ুক।
মোবাইলের বহুমাত্রিক ব্যবহারও বাড়ুক।
শহরের আধুনিক মানুষের চাইতে গ্রামের সাধারণ মানুষকে মোবাইল ফোন আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাক।
মোবাইল ব্যাংকিং একটা দারুন বিপ্লব নিয়ে আসছে।
ইকোনমিস্টের মতে কেনিয়া, ভারতের পর বাংলাদেশে এর সাফল্য ব্যাপক।
বিকাশের ব্যবহারকারী বর্তমানে ২.২ মিলিয়ন মানুষ, ভাবা যায়?
কনগ্রাচুলেশন বিকাশ।

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

htusar বলেছেন: ভাল লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.