নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোখ বন্ধ করে দেখুন।

আমারে চিনলে আমি অনেক কিছু। না চিনলে কেউ না।

আধা ভেজা বিড়াল

আমারে চিনলে আমি অনেক কিছু। না চিনলে কেউ না।

আধা ভেজা বিড়াল › বিস্তারিত পোস্টঃ

জানুন বিকাশ সম্পর্কে -২

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:০২

আমাদের নানা সীমাবদ্ধতার মাঝে নতুন কিছু একটা এসে বৈপ্লবিক পরিবর্তন ঘটালে অনেক ভালো লাগে। চেষ্টা করি সেই উদ্যোগটার পাশে দাঁড়াতে। দেশে বর্তমানে অর্থ আদান প্রদানের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন এসেছে। আর সেটা শুরু করেছে 'বিকাশ'। 'বিকাশ' হল মোবাইল ভিত্তিক অর্থ আদান প্রদানের একটি সার্ভিস।

বিকাশ বহুল ব্যবহৃত সার্ভিস তার পরেও এই সার্ভিস নিয়ে আছে নানা প্রশ্ন, নানা ভ্রান্ত ধারণা, এজন্য অনেকে পড়ে বিড়ম্বনায়, শিকার হয় প্রতারণার। আমার এই ধারাবাহিক পোস্টে চেষ্টা করছি সেগুলোর দূর কারর। আজ রাইলো দ্বিতীয় পর্ব।



☻ বিকাশ এর মাধ্যমে দিনে ২৪ ঘণ্টা সপ্তাহে ৭ দিন লেনদেন করা যায়।



☻ বিকাশ এর সেবাসমূহ ব্যবহার করার জন্য আপনাকে আপনার মোবাইল ফোনে একটি বিকাশ একাউন্ট খুলতে হবে।



☻ বাংলাদেশী নাগরিক, বয়স ১৮ বছর বা তার বেশি এবং বৈধ জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট আছে এমন ব্যাক্তি বিকাশ খুলতে পারবেন।



☻. বিকাশ একাউন্ট খুলতে কোনো খরচ নাই। বিকাশ একাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি।



☻. যেকোন বিকাশ এজেন্টের কাছে বিকাশ একাউন্ট খুলা যায়।



☻. বিকাশ ব্যবহার করতে মোবাইল ফোন থাকা প্রয়োজন। কারণ আপনার মোবাইল ফোন নম্বরটিই হবে আপনার বিকাশ একাউন্ট নম্বর এবং আপনার নিজের মোবাইল থেকেই আপনি বিকাশ ব্যবহার করবেন।



☻. বিকাশ একাউন্ট খুলতে নতুন সিম কার্ড কিনতে হবে না, বিকাশ একাউন্ট খুলতে আপনার বর্তমান সিম কার্ডটিই যথেষ্ট।



☻. বিকাশ ব্যবহার করার জন্য ব্যাংক একাউন্ট থাকা আবশ্যক নয়।



☻ বিকাশ একাউন্ট পিন ও সিম কার্ড পিন একই নয়। দুইটি নম্বর সম্পূর্ণভাবে ভিন্ন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৯

দ্বিখণ্ডিত মগজ বলেছেন: বিকাশে চার্জ বেশি, এরচেয়ে ডাচ বাংলার মোবাইল একাউন্ট ভাল

২| ১৩ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৩

জহুরুল০০৭ বলেছেন: ভাই, বিকাশের মাধ্যমে ৭০০০ টাকা পাঠাতে খরচ কত পড়তে পারে?

৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৬

সাদা রং- বলেছেন: আমি ঐদিন করেছিলাম হাজারে ২০টাকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.