নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

হামীম

আমি কাঙ্গাল জানিয়া বাবা , একজনের দরিশনের অপেক্ষায় ।

হামীম › বিস্তারিত পোস্টঃ

আজ আমার বাবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী......

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৩



বাবা....তোমাকে আজ ভীষন ভাবে মনে পড়ছে.... বাবা.... তুমি কি আমার হৃদস্পন্দন শুনতে পাও।আমি তোমার অধম সেই সন্তান । আমাকে নিয়ে তোমার ছিল রাত বিরাতে ভীষন চিন্তা। অন্য সন্তানরা মানুষ হলেও...যে ছেলেটি মানূষ না হতে পারার জন্য কষ্ট পেতে, দূঃখ পেতে। সেই আমি এখন পুরোপুরি একজন মানুষ।



আমি এখন ম্যাশল ম্যানদের মতো আচরন করিনা। চিৎকার হৈ চৈ করিনা। রাস্থার একপাশে হাটি। যে পাশে বের হই সে পাশেই ঘরে ফিরি। তোমার প্রিয় মানুষদের দেখলে সালাম দেই।



আজ...আমি তোমাকে বড় বেশী মিস করছি। আই লাভ ইউ বাবা।



তোমার জীবদ্দশায় বুঝতে পারিনি তোমাকে হারানোর বেদনা। তোমার অর্থ কষ্ট ঋনের দায়, না পাওয়ার বেদনা, অবসর সময়,আনন্দ দুঃখ, এই অধম ছেলেটা বুঝতে পারেনি। তুমি কি ভাবতে মনে মনে । সেটা আমার কাছে এক বিরাট প্রশ্ন। কোন সুযোগই দিলেনা । একটু বুঝে উঠার সেবা করার।



যারা আমাকে দেখছে তোমার প্রিয়জন, তারা বলছে আমি নাকি দেখতে তোমারই মতো । চলাফেরা , কথাবলা , ভুলগুলো তোমারই মতো। তুমি কি আমার উপর বিদ্যমান। তূমি কি আমাকে পরোক্ষ , প্রত্যাক্ষভাবে ওপার থেকে প্রভাবিত করছো না। .....................



তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে।



তুমি জীবিত আমার রক্তে ....



অস্থিত্বে ....



স্মৃতিতে.......



তুমি আমার বাবা......



আই লাভ ইউ.........



তোমার ঋনের দায় আমরা পরিশোধ করেছি।

তুমি কি ভালো আছো।



কখনো মনে হয় বর্তমান বিশ্ব পুজিবাজার অর্থনীতিতে তুমি পরাজিত সৈনিক..........একজন শহীদ



যে বাবা উচ্চশিক্ষার জন্য জীবনের সব সঞ্চয় ব্যায় করে। উন্নত সমাজ প্রতিষ্টার স্বপ্ন দেখে। তিনি শহীদ না হয়ে পারে না।

যে সন্তান প্রতিষ্টিত হয়েও শেষ সময়ে বাবার ইচ্ছাগুলো পূরন করতে পারেনা। অতিরিক্ত টেনশন পাওনাদারের চাপ অল্প কিছু অতিঃঋনের দায় তার জীবদ্দশায় পরিশোধ করা সম্ভব হলো না।



আমরা কি এর দায় এড়াতে পারি ।



বাবা, তুমি আমাদের ক্ষমা করো।





মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৭

মিলটন বলেছেন: আল্লাহ আপনার বাবাকে বেহস্ত নসীব করুক।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০১

ভাস্কর চৌধুরী বলেছেন:

সৃষ্টিকর্তা আপনার বাবাকে বেহস্ত নসীব করুক।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৭

অক্ষর বলেছেন: আল্লাহ আপনার বাবাকে বেহেস্ত নসীব করুক

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৩

গুপী গায়েন বলেছেন: আপনার বাবা বেহেস্তবাসী হোন। আমীন।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৯

রেজওয়ান শুভ বলেছেন: আপনার বাবা বেহেস্তবাসী হোন।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০২

হামীম বলেছেন: মিলটন@ ভাস্কর চৌধুরী@ অক্ষর@ গুপী গায়েন@ রেজওয়ান শুভ@ আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন । সমবেদনার জন্য আপনাদের সবাই কে ধন্যবাদ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩০

অমাবশ্যার চাঁদ বলেছেন: আল্লাহ্‌তায়ালা আপনার বাবাকে জান্নাতুল ফিরদাউস্‌ নসীব করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.