![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণ আদালত থেকে আজকের প্রজন্ম চত্বর , যে দাবী জাহানারা ইমাম শুরু করেছিলেন । আজ সারা দেশের গণমানূষের দাবীতে পরিণত হয়েছে। যুদ্ধাপরাধীর বিচার এর রায় কার্যকর করার।
২০০৫ এ দিকে সারা দেশের মুক্তিযদ্ধের পক্ষের শক্তি আমরা শহীদ মিনারে মোমবাতী প্রজ্জ্বলন করে শপথ নিয়েছিলাম। যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গিকার নিয়ে সারা দেশের মানূষ আজ একমত।
কিন্তু সঠিক দিক নির্দেশনা এর মাধ্যমে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একজন নেতার প্রয়োজন , আমরা এখনো জানিনা কে হবেন সেই নেতা ।
বাম এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলো বহুদিন যাবত সঠিক নেতৃত্ব পাচ্ছেন না। এখন সময় হয়েছে একজন নেতা খোঁজে নেয়ার।
সব বাম এবং প্রগতিশীল রাজনৈতিক দল গুলোর মধ্যে আমি একটি শক্তিশালী ঐক্য এবং নেতৃত্ব আশা করছি।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: আবার ডেইখেন যেন নাস্তিক কোন নেতা না এসে পড়ে
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
সবুজ-ভাই বলেছেন: সমস্যাটা মূলতঃ এখানেই যে গণপ্রজাতন্ত্রী দেশে মানুষ নেতা খুজে বেড়ায়।
দলবাজী, নেতাগীরি, নেতাদের পেছনে ঘোরা আর নেতা খোজা যতদিন বন্ধ না হবে ততদিন দেশ এমনই থাকবে বদলাবেনা কিছুই শুধু মুখ বদলাবে। যেমন রাজাকারের মুখ বদলে হয়েছে আওয়ামি, বিএনপি ,জাতীয় পার্টি । রাজাকাররা বেঈমানী করেছে ৭ কোটি মানুষের সাথে এরা করছে ১৭ কোটি মানুষের সাথে। রাজাকার, দালাল, দূর্নিতীবাজ এদের সবার চরিত্রই এক শুধু নাম আলাদা। এরাই দালাল, এরাই ধর্ষক, এরাই খুনী , এরাই জনগনের সাথে প্রতারনাকারী। আজ যদি নেতা না হয়ে কেও জনপ্রতিনিধি হত তাহলে তার জনগনের সাথে প্রতারণা করতে হতনা , দূর্নীতি করতে হতনা। কেও কোন দল বা মতবাদ মেনে দেশের দশের জন্যে কিছুই করতে পারে না। এটা একটা ভন্ডামী ছাড়া কিছুই নয়। জাতীয় সার্থ দেখতে হলে সেখানে সমগ্র জাতির পার্টিসিপেশন থাকতে হবে। হাতেগোনা ভিন্ন ভিন্ন মতাদর্শের অমানুষরা কোনদিন দেশের ও জাতির স্বার্থ দেখবে না।
আগুন দিয়ে আগুন নিভিয়ে খুব একটা লাভ হবে না। যতদিন মানুষ না বুঝবে যে আগুন নেভাতে পানি প্রয়োজন।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
মোঃ_হাসান_আরিফ বলেছেন: ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু : শাহবাগে আন্দোলন চলছে
Click This Link