নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

হামীম

আমি কাঙ্গাল জানিয়া বাবা , একজনের দরিশনের অপেক্ষায় ।

হামীম › বিস্তারিত পোস্টঃ

বিবেকের টানে নৈতিকতার প্রশ্নে আইনমন্ত্রী কি পদত্যাগ করতে পারতেন না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

নিজের গুনগান না করে বলতে চাই, একজন ব্লগার হিসাবে মুক্তিযুদ্ধের শক্তির অনেক কাছেই ছিল আমার অবস্থান। অনেক চেষ্টা করেও মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পেতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছিল। দলীয় কর্মকান্ড গুলো পেশি শক্তি নির্ভর হলেও জামাত শিবির কে প্রতিহত করা যাচ্ছিল না। অনৈতিক অনেক কাজের সাখে সম্পৃক্ত বৃহত দুটি দল। আমি ক্ষমতাসীন মুক্তিযুদ্ধের কাউকে পেলে প্রথমে মনে করিয়ে দিতে চেষ্টা করতাম মহজোটের ক্ষমতায় আসার কারন। আঙ্গুল দিয়ে বলতাম যদি যুদ্ধপরাধীদের বিচার করতে এই সরকার ব্যার্থ হয় । তাহলে অনেক মূল্য দিতে হবে। আবার আশাবাদি ছিলাম এই ভেবে যে , এই ক্ষমতাসীন দলটি যদি এই কাজটি না করে, আর কে করবে।

মুক্তিযুদ্ধের চেতনার জয় হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.