| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতদিন যাবত ধর্মকে ফ্যাসিবাদ , বিভাজন তৈরীর উদ্দ্যেশে এবং মানূষের সরল ধর্মীয় অনুভুতি কে ঢাল হিসাবে জামাত শিবির চক্র ব্যবহার করে এসেছে। কারো বয়স যদি মুক্তিযুদ্ধের সময় ২০ বছর থেকে থাকে এবং সেই ব্যাক্তি যদি যুদ্ধাপরাধী হয়ে থাকে, সেই ব্যাক্তি বয়সের বিবেচনায় অপরাধ কমে যাওয়ার কোন কারন নাই। কারন এই বয়সেই ভূল সিদ্ধান্ত নেয়ার অনেক সম্ভাবনা থেকে থাকে । আমরা জানি অনেক মুক্তিযুদ্ধার বয়স ছিল ১৫ বছরের নিচে। তা্ই বলে কারো বয়স কম ছিল , অপরাধ কম হওয়ার কারন নাই।
শিবিরের এই তান্ডবকেও যুদ্ধাপরাধী এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল। এই বর্তমান শিবিরের কারোই মুক্তিযুদ্ধের সময় জন্মই হয়নি। কিন্তু তারাও যুদ্ধপরাধী কারন বাংলাদেশে আত্মস্বীকৃত অনেক রাজাকার আছেন। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুধীতা করছেন।
আত্মস্বীকৃত রাজাকারদের বিচার চাই।
©somewhere in net ltd.